
সারাদেশ
সিলেটে সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) বিকাল ৫টা ১৫ মিনিটে পুলিশ-বিজিবির উপস্থিতিতে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম লোকেশ রায় (৩৬)। সে উপজেলার কালাইরাগ এলাকার বিশন রায়ের পুত্র। তার শরীরে একাধিক গুলি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টা থেকে লোকেশ রায় নিখোঁজ ছিলেন। শনিবার বিকাল সোয়া পাঁচটায় সীমান্তের বাংলাদেশে অভ্যন্তরে তার লাশ পাওয়া যায়।
রাত সাড়ে ৮টায় ওসি বলেন, লাশ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসইউ/এএন
সারাদেশ নিয়ে আরও পড়ুন