বুধবার, ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে একজন নিহত, যান চলাচল স্বাভাবিক

কাভার্ডভ্যানের সংঘর্ষে দুমরে মুচরে যাওয়া ট্রাক। ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ‌্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে সুজন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

মঙ্গলবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়‌কের উপ‌জেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরা‌তৈল নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত সুজন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপু্র গ্রামের মো. মজিবুরের ছেলে। তিনি ট্রাক চালক ছিলেন।

আহতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামের একলাজুর রহমানের ছেলে ইবরাহীম (৩৫), নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত আফাজের ছেলে বাবুল (৫০) ও একই উপজেলার বাসিন্দা মো. আজাহার (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী ট্রা‌কের সা‌থে উত্তরবঙ্গগামী কাভার্ডভ‌্যা‌নের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ বাঁধে। এতে ট্রাক চালক ছিঁটকে সড়কে পড়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় তার হেলপারসহ ট্রাকে থাকা ৩ জন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো প্রেরণ করেন।

এদিকে, দুই পরিবহনে দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৬ থেকে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রী ও চালকরা।

অপরদিকে, মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় উত্তরবঙ্গগামী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক-কাভার্ডভ্যান সরাতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। সকাল ৮ টার দিকে অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও আরেকজনকে সিরাজগঞ্জ এনায়েতপুর খাঁজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়ক বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনে ধীর গতি ও যানজট সৃষ্টি হয়েছিল। পরে দুর্ঘটনা কবলিত দুইটি পরিবহন রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Header Ad
Header Ad

বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন

হোসে ‘পেপে’ মুজিকা। ছবি: সংগৃহীত

উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে ‘পেপে’ মুজিকা আর নেই। জীবনের ৮৯ বছরের সংগ্রামী পথচলা থেমে গেল ক্যানসারের কাছে। মঙ্গলবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এ মৃত্যুসংবাদ জানান উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দু ওর্সি।

২০২৪ সালের শুরুতে মুজিকার গলায় ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পরও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর খবর জানিয়ে প্রেসিডেন্ট ওর্সি লিখেছেন, "আপনি আমাদের জন্য যা রেখে গেছেন, তা ইতিহাস হয়ে থাকবে। আপনার মানুষকে ভালোবাসার শিক্ষা আমাদের পথ দেখাবে।"

হোসে মুজিকার জীবন ছিল নাটকীয় বাঁকে ভরা। একসময় তিনি ছিলেন তুপামারোস নামের সশস্ত্র বামপন্থী আন্দোলনের সদস্য, যিনি রাষ্ট্রীয় দমন-নিপীড়নের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। ওই সময় ব্যাংক ডাকাতি থেকে শুরু করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন। এর জেরে একাধিকবার গ্রেফতার হন এবং প্রায় ১৪ বছর বন্দিজীবনে কাটান, যার মধ্যে এক দশকই কাটে একাকী কারাবন্দিত্বে।

১৯৮৫ সালে গণতন্ত্র ফিরে এলে সাধারণ ক্ষমায় মুক্তি পান মুজিকা। এরপর শুরু হয় তার রাজনৈতিক রূপান্তর। তিনি কেন্দ্র-বাম রাজনৈতিক জোট ‘ফ্রেন্তে অ্যাম্পলিও’-তে যোগ দেন এবং ২০০৯ সালে ৭৪ বছর বয়সে উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

রাষ্ট্র পরিচালনায় আসার পর মুজিকা একের পর এক সাহসী সংস্কার চালান। গর্ভপাত ও সমলিঙ্গ বিয়ে বৈধ করেন, গাঁজা ব্যবহারে আইন শিথিল করেন এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিয়ে উরুগুয়েকে এগিয়ে নিয়ে যান পরিবেশবান্ধব রাষ্ট্র হিসেবে।

কিন্তু তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তার জীবনযাপন ঘিরে। প্রাসাদ ছেড়ে একটি ছোট খামারে বসবাস, পুরনো ভক্সওয়াগন বিটল গাড়ি চালানো, নিজের বেতনের ৯০ শতাংশ দান—এসবই তাকে ‘বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট’ উপাধি এনে দেয়।

একবার বলেছিলেন, “রাজনীতি বিলাসের জায়গা নয়, সাধারণ মানুষের মতো জীবনযাপন করাই উচিত একজন নেতার। নয়তো তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।”

মুজিকার মৃত্যুতে লাতিন আমেরিকার রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি হলো। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেন, “তার প্রজ্ঞা ও সরলতা ছিল বিশ্ববাসীর জন্য এক অনন্য উদাহরণ।” চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ স্মরণ করে লেখেন, “তিনি দেখিয়ে গেছেন, সব কিছু আরও ভালোভাবে করা সম্ভব।”

২০২৪ সালের শেষ দিকে চিকিৎসায় সাময়িক উন্নতি হলেও ২০২৫ সালের জানুয়ারিতে জানা যায়, ক্যানসার তার যকৃতে ছড়িয়ে পড়েছে। শেষ সময় পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি, বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজনে যোগ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন তরুণ রাজনীতিকদের।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি মরতে যাচ্ছি—তবে একজন যোদ্ধা হিসেবে, যে তার কাজ শেষ করে বিশ্রামে যাচ্ছে।”

Header Ad
Header Ad

পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান!

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টের মাঝপথে এসে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

লাহোর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, সাকিবকে দলে ভেড়ানো হয়েছে।

ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে পিএসএল এক সপ্তাহের বিরতির পর ১৭ মে থেকে আবার মাঠে গড়াতে যাচ্ছে। আর এ বিরতির মাঝেই বিদেশি ক্রিকেটার সংকটে পড়া দলগুলো নতুন করে স্কোয়াড সাজাতে বাধ্য হচ্ছে।

সাকিব আল হাসান পিএসএলে নতুন মুখ নন। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে টুর্নামেন্টে অভিষেক ঘটে তার। পরে তিনি পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামেন। এখন আবার ফিরলেন পুরোনো ঠিকানায়—লাহোর কালান্দার্সে।

পিএসএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচে অংশ নিয়েছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ১৮১ রান, গড় ১৬.৩৬ ও স্ট্রাইক রেট ১০৭.১৪। আর বল হাতে নিয়েছেন ৮ উইকেট, ইকোনোমি ৭.৩৯।

দলের প্রয়োজনেই সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে ফেরাতে যাচ্ছে লাহোর। যদিও তার মাঠে নামার দিন-তারিখ বা ম্যাচ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

Header Ad
Header Ad

বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ ২ পাচারকানরীকে আটক করেছে বিজিবি। ছবি: ঢাকাপ্রকাশ

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে বিশেষ অভিযানে চারটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ৬ বিজিবি ব্যাটালিয়ন।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সীমান্ত পিলার ১১৭ থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে শ্যানপাড়া তিন রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কালাম (৪৪) এবং একই এলাকার মৃত ঝন্টু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশনায় বুড়িপোতা বিওপির কমান্ডার নায়েক মো. মাসুদ হাওলাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে দুজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. কালামের কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বার (ওজন আনুমানিক ৭০৪ গ্রাম) পাওয়া যায়। এছাড়াও তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।

ঘটনার পর বিজিবি সদস্য নায়েক মো. মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, দেশের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তারা সবসময় সজাগ রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান!
বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
আ.লীগ সরকারের করা চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক
আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ, বিসিবি জানে না কিছুই!
টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১২৯ জিডি
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক
১ মাস না যেতেই পাল্টে গেল ডেসটিনির রফিকুলের দলের নাম
অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা (ভিডিও)
আইপিএলে ৬ কোটিতে মুস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি, গ্রেফতার ৯
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন গিগাবাইট টাইটানস, উচ্ছ্বসিত সিয়াম-মেহজাবীনরা
এপ্রিলে আইসিসির মাসসেরা ক্রিকেটার মিরাজ
সমাবর্তনে ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
যে কারণে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি
টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ
আনচেলত্তির সহকারী হয়ে ব্রাজিল দলে ফিরছেন কাকা!