রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

দীর্ঘ বিরতির পর আবার সাকিব-তামিম এক সঙ্গে

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কর্তৃক সাকিব-তামিম দ্বন্দ্ব প্রকাশ করার পর উপরের শিরোনাম দেখে অনেকেরই মনে হবে দুই তারকা ক্রিকেটার সব কিছু ভুলে গিয়ে আবার এক হয়ে মাঠে নামছেন! আসলে কিন্তু তা নয়। সাকিব-তামিম দ্বন্দ্বের বিষয়টি বিসিবি সভাপতি কয়েকদিন আগে প্রকাশ করলেও এটি চলে আসছে বেশ কয়েক বছর থেকেই। আর কাকতলীয়ভাবে দুইজনেরই একত্রে মাঠে নামা হচ্ছে না বেশ কিছু দিন থেকে। কখনো সাকিব ছুটিতে থাকার কারণে। আবার কখনো তামিম ইকবাল ইনজুরি ও ব‌্যক্তিগত কারণে। এভাবে দুইজনে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২২ সালের ২২ জুন উইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে। সব কিছু ঠিক থাকলে এরপর দুইজনে আবার মাঠে নামবেন আগামীকাল ১ মার্চ ইংল‌্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম‌্যাচে।

তামিম-সাকিব দুইজনেরই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু কাছাকাছি সময়ে। সাকিব শুরু করেন ওয়ানডে ম‌্যাচ দিয়ে ২০০৬ সালের ৬ অগাস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। তামিমের অভিষেক হয় ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি। সেই একই প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ভেন্যু ছিল হারারে।

অভিষেকের পর থেকেই কালের পরিক্রমায় দুইজনেই হয়ে উঠেন দলের অবিচ্ছেদ‌্য অংশ। মূল কান্ডারি। বাংলাদেশের ক্রিকেট আজ যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, সেখানে আছে এই দুই ক্রিকেটারের এক বিশাল অবদান। এখন পর্যন্ত তিন ফরম‌্যাটে তামিম ৩৭৮টি ও সাকিব ৩৯৮টি ম‌্যাচ খেলেছেন। তামিম রান করেছেন ১৪,৯১৪। ২৫টি সেঞ্চুরির সঙ্গে আছে ৯৩টি হাফ সেঞ্চুরি। সাকিব রান করেছেন ১৩,৪৪৫। সেঞ্চুরি ১৪টি ও হাফ সেঞ্চুরি ৯২টি। উইকেট পেয়েছেন ৬৫৩টি।

দীর্ঘ এই পথ চলায় দুইজনে কাঁধে কাঁধ রেখে দলকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। একমাত্র ইনজুরিই তাদের একমাত্র মাঠে নামার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এর বাইরে ব‌্যক্তিগত কারণ ছিল খুবই কম।

দলের দুই প্রধান কান্ডারি হওয়ার পাশাপাশি দুইজনেই হয়ে উঠেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এক সঙ্গে থাকা, চলা-ফেরা, খাওয়া-দাওয়া অনুশীলনে আসা ছিল নিত‌্য ঘটনা। তাদের এ রকম ঘনিষ্ঠতা সবার নজর কাড়ে। কিন্তু সময়ের পরিক্রমায় সেখান ফাটল ধরে। দুই জনার দুটি পথ যা বেঁকে। এই সময়েই দুইজনের একত্রে মাঠে নামার ক্ষেত্রে পড়ে লম্বা বিরতি।

দুইজনের একত্রে মাঠে নামার বিরতি এমনই লম্বা হয় যে তিন ফরম‌্যাটে খেলার পরও দুইজনের একত্রে আর খেলা হয়ে উঠেনি। সর্বশেষ দুইজনে একত্রে মাঠে নেমেছিলেন ২০২২ সালে ২২ জুন শুরু হওয়া টেস্টে। প্রতিপক্ষ ছিল উইন্ডিজ। ভেন্যু ছিল সেন্ট লুসিয়া। বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। তামিম ইকবাল ৪৬ ও ৪ রান ও সাকিব ৮ ও ১৬ রান করেছিলেন। সাকিব বল হাতে কোনো উইকেট পাননি। এরপর বাংলাদেশ খেলেছে দুইটি টেস্ট ভারতের বিপক্ষে। এই টেস্ট দুইটি সাকিব খেললেও ইনজুরির কারণে তামিম ইকবাল খেলেননি। দুইটি টেস্টই বাংলাদেশ হেরেছিল।

দুইজনে ওয়ানডে ম‌্যাচ সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালেরই ২৩ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ানে। দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে অলআউট করে বাংলাদেশ ম‌্যাচ জিতেছিল ৯ উইকেটে। তামিম খেলেছিলেন ৮৭ রানের অপরাজিত ইনিংস। ওয়ান ডাউনে নেমে সাকিবের রান ছিল অপরজিত ১৮। এর আগে তিনি বল হাতে নিয়েছিলেন ৯ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট।

এরপর বাংলাদেশ ৯টি ওয়ানডে ম‌্যাচ খেলে। কিন্তু দুইজনের আর একত্রে খেলা হয়নি। উইন্ডিজ ও জিম্ববুয়ে সফর থেকে সাকিব ছুটি নেন। যথারীতি নেতৃত্ব দিয়েছিলেন তামিম। আবার ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ইনজুরির কারণে দলকে নেতৃত্ব দিতে পাারেননি তামিম ইকবাল। খেলেছিলেন সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটে দুইজনের দেখা হওয়ার সুযোগই ছিল না। কারণ ২০২০ সালের ৯ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার পর তামিম ইকবাল আর টি-টোয়েন্টি ম‌্যাচ খেলতে নামেননি। ইনজুরি ও ছুটি কারণে অনুপস্থিত থাকার পর এক পর্যায়ে তিনি ফেইসবুকে ঘোষণা দিয়ে অবসর নেন। এরপর বাংলাদেশ ৪৯টি ম‌্যাচ খেলেছে। যেখানে ছিল দুইটি টি-টেয়েন্টি বিশ্বকাপ।

দুইজনে সর্বশেষ টি-টোয়েন্টি ম‌্যাচ খেলেন ২০১৮ সালের ২২ ডিসেম্বর মিরপুরে উইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশ হেরেছিল ৫০ রানে। ব‌্যাট হাতে তামিম ৮ ও সাকিব ০ রান করেছিলেন। বল হাত সাকিব ৪ ওভারে ৩৭ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।

৮ মাসেরও বেশি সময় পর দু্ইজনের একত্রে মাঠে নামার সেই শূন‌্যস্থান পূরণ হতে চলেছে আগামীকাল বুধবার!

এমপি/এসএন

 

Header Ad
Header Ad

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার (১০ মে) রাতে এক জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গণমাধ্যমকে তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীও অনুমোদিত হয়েছে, যার আওতায় এখন থেকে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

বৈঠক-পরবর্তী বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর নেতাদের বিচার চলমান থাকা পর্যন্ত জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দলটির সব ধরনের কার্যক্রম—অফলাইন ও অনলাইন উভয় ক্ষেত্রেই—সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলেও জানানো হয়। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

উল্লেখ্য, এর আগেই ২০২৪ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। জননিরাপত্তা বিঘ্ন, সহিংসতা, টেন্ডারবাজি, ধর্ষণ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

উল্লেখযোগ্যভাবে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জোরালো হয়। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত আরও জোরালো ভিত্তি পায়।

Header Ad
Header Ad

আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে: রিশাদ

রিশাদ হোসেন ও নাহিদ রানা। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের তরুণ দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। যুদ্ধাবস্থার মধ্যে ফেঁসে গিয়ে আতঙ্কিত অবস্থায় ছিলেন তারা।

শনিবার (১০ মে) বিকেলে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন অলরাউন্ডার রিশাদ হোসেন।

তিনি জানান, ‘আমরা ফ্লাই করার ২০ মিনিট পরই পাকিস্তানের বিমানবন্দরে মিসাইল পড়ে। পুরো ফ্লাইটের সবাই শকে ছিল। এমন ঘটনা জীবনে প্রথম দেখলাম।’

তিনি আরও বলেন, ‘উৎকণ্ঠা ছিল অবশ্যই। কিন্তু বিসিবি ও পিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আমাদের মানসিকভাবে অনেক শক্ত থাকতে সাহায্য করেছে। বিদেশি খেলোয়াড়রাও খুব নার্ভাস হয়ে পড়েছিল।’

পরিবারের উৎকণ্ঠা, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা—সব মিলিয়ে কঠিন সময় কেটেছে বলে জানান রিশাদ। তবে নিরাপদে দেশে ফিরে আসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একইসঙ্গে দেশবাসীকেও ধন্যবাদ জানান পাশে থাকার জন্য।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় আবারও পিএসএল মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

রিশাদ জানালেন, ‘পিএসএল যদি আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়, তবে আমি আবারও লাহোর কালান্দার্সের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করব।’

Header Ad
Header Ad

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: এক ঘণ্টার মধ্যে কাশ্মীরে আবারও ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা উত্তেজনা ও সংঘর্ষের পর আজ (১০ মে) শনিবার উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে, যুদ্ধবিরতির মাত্র এক ঘণ্টার মধ্যে ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগর ও অন্যান্য অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

শনিবার (১০ মে) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ঘটনার পর জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের কিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। উল্লেখ্য, পাকিস্তান যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর এই হামলা সংঘটিত হয়, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও, ভারত পাকিস্তানের ক্রমাগত ড্রোন হামলা মোকাবেলা করে চলেছে। তবে, ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা এই হুমকিগুলির বেশিরভাগই নিরপেক্ষ করা হয়েছে।

উল্লেখ্য, ৭ মে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরগুলিকে লক্ষ্য করে ভারতের কঠোর প্রতিশোধমূলক হামলা - 'অপারেশন সিন্দুর' - শুরু হওয়ার পর উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই অভিযানটি ছিল ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার সরাসরি প্রতিক্রিয়া, যেখানে ২৬ জন মানুষ, যাদের বেশিরভাগই পর্যটক, পাকিস্তান-সমর্থিত হামলায় প্রাণ হারিয়েছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
আমরা ফ্লাই করার ২০ মিনিট পর এয়ারপোর্টে মিসাইল পড়ে: রিশাদ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: এক ঘণ্টার মধ্যে কাশ্মীরে আবারও ড্রোন হামলা
ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতি
সিগারেটের দাম বাড়ানোর দাবি তরুণ চিকিৎসকদের
বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেপ্তার
জনগণ আর পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এক ঘণ্টা সময় দিলেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করলো ভারত-পাকিস্তান, সামরিক অভিযান বন্ধ
জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়: জিএম কাদের
১৫ বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন শর্মিলা রহমান ও ডা. জুবাইদা রহমান
ভারত-পাকিস্তান ‘যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে: ট্রাম্প
মুন্সীগঞ্জে লঞ্চে ২ তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই যুবক আটক
চট্টগ্রামে বিএনপির তারুণ্য সমাবেশে উপস্থিত তামিম ইকবাল
শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির জরুরি বৈঠক
টানা দ্বিতীয়বার স্কাই স্পোর্টসের সেরা একাদশে হামজা চৌধুরী
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু: আযম খান
সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক