
শিল্প-সংস্কৃতি
‘রূপান্তরের গান’ আবার নিবেদন করল ছায়ানট

একাত্তরে মুক্তিযোদ্ধা ও ভারতের মাটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের উজ্জীবিত করেছিল শাহরিয়ার কবির বিরচিত গীতিআলেখ্য ‘রূপান্তরের গান’। পঞ্চাশ বছর পর বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ছায়ানট নতুন অবয়বে নৃত্যসহযোগে নিবেদন করলো সেই গীতিআলেখ্য।
ছায়ানট সংস্কৃতি-ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হয় বিজয় অর্জনের মাহেন্দ্রক্ষণে ১৬ ডিসেম্বর ২০২১ বিকাল ৪টা ৩১ মিনিটে, যে সময়ে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল রাজধানীর রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)। জাতীয় সঙ্গীত গাইবার মাধ্যমে শুরু শুরু হয় অনুষ্ঠান।
জয়ন্ত চট্রোপাধ্যায়ের পাঠ, সম্মেলন গানের সঙ্গে নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে সাজানো ছিল অনুষ্ঠানটি।
ছায়ানটের ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি।
এপি/