শুক্রবার, ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন মারা গেছেন

জনপ্রিয় থ্রিলার সিরিজ মাসুদ রানার স্রষ্টা, কিংবদন্তি লেখক, অনুবাদক, সেবা প্রকাশনী’র কর্ণধার কাজী আনোয়ার হোসেন মারা গেছেন। বুধবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে জটিল রোগের সঙ্গে লড়াই করছিলেন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন পুত্রবধূ মাসুমা মায়মুর।

মাসুমা মায়মুর এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘নিভে গেছে দীপ জনমের তরে জ্বলিবে না সে তো আর। দূর আকাশের তারা হয়ে গেছে আমার ছেলেটা। আমার ছোট্ট ছেলেটা। আর কোনও দিনও আমার পিছু পিছু ঘুরে খুঁজবে না মায়ের গায়ের মিষ্টি গন্ধ। কোনও দিনই না। কিন্তু মাকে ছেড়ে থাকবে কীভাবে ওই অন্ধকার ঘরে আমার ছেলেটা? একা- শুধু একা? কী সব বকছি জানি না। আব্বা (কাজী আনোয়ার হোসেন) আর নেই। চলে গেছেন আমাদের ছেড়ে।’

তিনি জানান, ‘গত অক্টোবর মাসের ৩১ তারিখ প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। মাঝে পাঁচ বার হসপিটালাইজড ছিলেন কাজী আনোয়ার হোসেন। চিকিৎসার সুযোগ খুব একটা পাওয়া যায়নি। একটা ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়ে সব শেষ হয়ে গেল। ১০ ই জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন। আজ (বুধবার) চলে গেলেন আমাদের ছেড়ে।’

কে এই কাজী আনোয়ার হোসেন সেটি সবারই জানা। কাজী মোতাহার হোসেনের অবাধ্য সন্তান, নবাব নামটি রেখেছিলেন বাবা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনটি সেই কৃতবিদ্য ও জ্ঞানী মানুষটির নাম আলো করে আছে; তার অনেকগুলো ছেলেমেয়ের একজন তিনি। বোনদের মধ্যে আছেন সনজীদ খাতুন ও ফাহমিদা খাতুন। কিন্তু সবার চেয়েও কাজী আনোয়ার হোসেন ছিলেন কিছুটা আলাদা।

তার ভুবনও ছিল আলাদা। লেখার জগৎ; সাহিত্য-রোমাঞ্চ, অভিযান, অন্যরকমের বইগুলোকে বাংলাদেশের পাঠকদের হাতে তুলে দিয়েছেন তিনি। যে কোনো বইমেলাতে এই দেশের যেকোনো প্রতিষ্ঠিত সাহিত্যিকের চেয়েও বেশি বিক্রি হয় এখনো তার পেপারব্যাকগুলো। অথচ সেগুলো নিউজপ্রিন্টে ছাপা, সেগুলোর কভার সেকেলে, বিদেশী ছবি থেকে কপি করা। তার বইগুলোর মতো। লেখাগুলো ঝরঝরে।

কাজী আনোয়ার হোসেনের সুবিখ্যাত সিরিজ হলো কুয়াশা। এই দিয়ে তার শুরু। সেটি এতই চমকপ্রদ যে কুয়াশার রহস্য উদঘাটন প্রণালী আজো বিস্ময়। তার মাসুদ রানা আমাদের কেবল গোয়েন্দা সাহিত্যের স্বাদ দেয় না, এটি আমাদের কিশোর-তরুণদের অব্যক্ত অনেক ক্ষুধা মেটায়। স্মাট করতে শেখায় এখনো। চ্যানেলগুলোর দৌরাত্ম্য যখন শুরু হয়নি, বই পড়তে ভালোবাসতেন যেসব প্রজন্মের যুবক, যুবতীরা তাদের ভুবনের নামকরা লোক তিনি।

মাসুদ রানা বা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স যার আগের নাম পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্স; তার সবচেয়ে বিখ্যাত স্পাই। তার সঙ্গী একটি পিস্তল ওয়াল্টার মডেলের। তার চেয়েও ক্ষুরধার বান্ধবী আছে সোহানা। এই ইন্টেলিজেন্সেরই আরেক দুর্ধর্ষ স্পাই। একটি হাত নেই সোহেলের, গিলটি মিয়া-এই হলো রানার ভুবনের লোক। অবিশ্বাস্য ও খ্যাতিমান কটি বই আছে এই সিরিজের। তার মধ্যে একটি হলো সংকেত। মাসুদ রানা তখন তেলআবিবে। ইসরাইলের রাজধানীতে তিনি গিয়েছেন ফিলিস্তিনদের জন্য। ওই শহরে রূপা ও আলেক বোগানের সঙ্গে তার যুদ্ধ। আলেক বোগান ছুরি হাতে ওস্তাদ এক হত্যাকারী। পুরনো প্রাচীন এক প্রত্ন শহরের গলিতে, অলিগলিতে হঠাৎ করে ছুরি হাতে ছুটে আসে সে রানাকে মেরে ফেলতে, ফিলিস্তিনদের বন্ধুকে শেষ করে দিতে। তবে সেটি সম্ভব হয় না। আর যৌনতার আদর্শ উদাহরণ রূপা, রানাকে যে বুঁদ করে রাখে। কিন্তু কাজ করে সে প্রাণপণে জায়নবাদীদের জন্য।

দেশপ্রেম আর কাকে বলে? রানাকে খুঁজে পাওয়া যায় সেই উ সেন, আবার উ সেন, ধ্বংস পাহাড়, ভারত নাট্যমের মতো বইগুলোতে। সেবা প্রকাশনীর প্রধানের বলিষ্ঠ লেখনী, সম্পাদনার জাদু আর বৈচিত্র্য ভাবনার সাক্ষ্য হয়ে আছে শত, শত বই। যেগুলো খ্যাতি লাভ করিয়েছে ওই লেখকদের।

এই কাজী আনোয়ার হোসেন বাংলাদেশের ও বাংলা ভাষার পাঠকদের হাতে তুলে দিয়েছেন অবিশ্বাস্য মজার, একটি যৌন শব্দও নেই; কিন্তু টান, টান উত্তেজনায় ভরা একটি সিরিজ। যার অনেকগুলো বই চিরকালীন। সেটি ওয়েস্টার্ন সিরিজ। একটি বইয়ের কথাই কেবল বলি-হাফ বিদ শাঁওলও। বাবা তার অ্যাপাচি সদার, মা সাদা চামড়ার মানুষ। ভাই অ্যাপাচিদের নেতা। খুঁজে ফিরছে তাকে মেরে ফেলার জন্য দল নিয়ে। সাওলো অকুতোভয়, দুর্দান্ত সাহসী, নুড়ি, পাথর দেখে ট্র্যাকে ওস্তাদ সিরিজের বইগুলোর মতো। শেষতক কঠিন লড়াইয়ে সেই জেতে। কী নাম? পাঠকদের আলোচনা বিভাগ, যেটি সেবার আরেক দারুণ আয়োজন; সেখানে রম্যের মতো পাঠকদের হাতে কুইজ হিসেবে তোলা রইলো।

কাজী আনোয়ার হোসেনের দান বাংলা সাহিত্যে, বাংলাদেশের মানুষের জীবনে অসীম। তিনি ওয়েস্টার্ন সিরিজ চালু করেছেন, রহস্য পত্রিকার মতো একটি বিজ্ঞাপনহীন কাজের ম্যাগাজিন এনেছেন; বেশ জনপ্রিয় হয়েছে। নিজে লিখেছেন সেরা রোমাঞ্চ সাহিত্যিক হিসেবে। আছে পঞ্চ রোমাঞ্চ আরও কত কী! এই মানুষটি আজীবন সম্মানিত হয়ে থাকবেন পাঠকদের হৃদয়ে।

তিনি নিয়মিত ব্যায়াম করতেন, খুব স্বাস্থ্য সচেতন ছিলেন। নিয়ম করে ঘড়ি ধরে চলতেন বছরের পর বছর। অনেক ভক্ত, পাঠক তার সঙ্গে দেখা করতে গিয়েও ২৪/৪ সেগুনবাগিচার সেই বিখ্যাত সড়ক থেকে; পুরনো একটি ছোট কয়েক তলা বাড়ির সামনে থেকে ফিরে গিয়েছেন। তিনি তাদের দেখা দেননি। এই মানুষটি ছিলেন পুরোপুরি প্রচারবিমুখ।

লেখক কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব নাম ব্যবহার করতেন। তিনি ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম ‘নবাব’।

 

ওএস/এমএসপি/এপি

আরও পড়ুন : কাজীদার শেষ শয্যা হবে বনানীতে

Header Ad
Header Ad

আ.লীগ নিষিদ্ধে গুরুত্বের সাথে সরকার বিবেচনা করছে: সরকারের বিবৃতি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাস ও স্বৈরশাসনের অভিযোগে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এ দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র।

সরকার জানিয়েছে, এ বিষয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু হয়েছে এবং আলোচনা শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনের উল্লেখও করা হয়েছে, যেখানে আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয় তুলে ধরা হয়েছে।

এ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সরকার। পাশাপাশি জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এরই মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়।

মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

 

এছাড়া, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও বর্তমানে হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় জনগণের ক্ষোভের বিষয়টিও সরকার পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সরকার।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে নাশকতা মামলায় আ.লীগ নেতা রাজ্জাকসহ ২ জন গ্রেফতার

ছবি : ঢাকাপ্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের মধুপুরে নাশকতার মামলায় ভূঞাপুরে আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রাজ্জাকসহ ২ জনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

শুক্রবার (০৯ মে) সকালে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেলের অনুসারী ছিলেন।

অপরদিকে, একই মামলায় গত বুধবার রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আলমগীর নামে আরেক নেতাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গত বৃহস্পতিবার মধুপর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, মধুপুর থানায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও আলমগীরকে গ্রেফতারের পর মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Header Ad
Header Ad

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের চলমান দ্বন্দ্বের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আঠারোতম আসর স্থগিত করেছে বিসিসিআই। আজ (শুক্রবার) জরুরি এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।

এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত আসা পর্যন্ত স্থগিত থাকবে আইপিএল। টুর্নামেন্টের বাকি সূচি ও ভেন্যু নতুন করে পর্যালোচনার পর ঘোষণা করা হবে। এখন পর্যন্ত চলতি মৌসুমে ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের। প্লে অফের আগে বাকি আছে আরও ১২ ম্যাচ।

ভারত-পাকিস্তানের চলমান এই সঙ্কট, দুই প্রতিবেশি রাষ্ট্রের আক্রমণ-পাল্টা আক্রমণের কারণে নিরাপত্তা ঝুঁকিতে আছেন আইপিএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররাও। বিসিসিআই জানিয়েছে, সব বিদেশি ক্রিকেটারকেই তাদের নিজ নিজ দেশের পাঠানোর ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট স্থগিতের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই।

মূলত গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটাল ম্যাচের প্রথম ইনিংসের মাঝপথে হঠাত করেই বন্ধ হয়ে যায় মাঠের তিনটি ফ্লাডলাইট। নিরাপত্তা শংকায় এর মিনিট দশেক পরই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। সীমান্তবর্তী বেশ কয়টি বিমানবন্দরু ঘোষণা করেছে ভারত, এর মধ্যে আছে ধর্মশালার একমাত্র বিমানবন্দরটিও। সে কারণে বিশেষ ট্রেন যোগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সরিয়ে নেয়ার কথা জানান, বিসিসিআই সভাপতি রাজিব শুক্লা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আ.লীগ নিষিদ্ধে গুরুত্বের সাথে সরকার বিবেচনা করছে: সরকারের বিবৃতি
টাঙ্গাইলে নাশকতা মামলায় আ.লীগ নেতা রাজ্জাকসহ ২ জন গ্রেফতার
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
এবার অপেক্ষা তারেক রহমানের ফেরার, চলছে জোরালো প্রস্তুতি
পদ্মার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
৫ মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় নেওয়া হলো আইভীকে
জুমার পর যমুনার সামনে বড় জমায়েতের ডাক হাসনাত আব্দুল্লাহর
প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট
একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারত, সীমান্তজুড়ে ব্ল্যাকআউট
নিষিদ্ধ হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ
অবশেষে গ্রেফতার আইভী
ভারতের সঙ্গে উত্তেজনার জেরে পিএসএলের বিদেশি ক্রিকেটারদের দেশত্যাগ শুরু
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল দুই মাস
মাহফুজ-আসিফ আ’লীগ নিষিদ্ধ চায়, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা: হাসনাত
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও পদ ছাড়লেন স্নিগ্ধ
আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত
ভারতীয় অর্ধশত সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের
নওগাঁর পতিসরে বিশ্বকবির কাছারি বাড়িতে জন্মবার্ষিকী ঘিরে উৎসবের আমেজ
অভিমানে ঘর ছাড়লেন শামীমের স্ত্রী