সোমবার, ২৪ মার্চ ২০২৫ | ১০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

অ্যান ডি হেনিং এর তোলা মুক্তিযুদ্ধের কিছু অদেখা ছবি

আঁটি বাঁধা তীর। বাঁশ-দড়ি দিয়ে তৈরি ধনুক। তীরগুলোও বাঁশের তৈরি। আর যাদের হাতে তীর-ধনুক, তাদের কারও মুখের কাঁচা-পাকা দাড়ি বা বলি রেখা জানান দিচ্ছে বয়স পেরিয়েছে পঞ্চাশ। আবার তাদের একই কাতারে তীর-ধনুক তাক করে দাঁড়ানো শিশুটির বয়স হয়তো ১২। তাদের একজনের পরনে খাকি কাপড়, আবার কারও পরনে সাধারণ লুঙ্গি।

মুক্তিযুদ্ধের একদম শুরুর দিকে মাত্র ১৫ দিনের মাথায় ১৯৭১ সালের ৯ এপ্রিল এই ছাবিটি তোলা হয়েছে রাজবাড়ি জেলার পাংশা উপজেলা থেকে। ঠিক তার একমাস দুই দিন আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর ‘যার যা কিছু আছে, তাই নিয়ে, শত্রুর মোকাবেলা করতে হবে’ অক্ষরে অক্ষরে পালনের প্রতিচ্ছবিও যেন ছবিটি। না হয় প্রত্যন্ত গ্রামীণ জনপদের অতি সাধারণ ছেলে-বুড়োরা বাঁশের তৈরি তীর-ধনুক নিয়ে পাকিস্তানী সশস্ত্র বাহিনীকে মোকাবেলার মন্ত্র পেল কোথা থেকে!

মহান মুক্তিযুদ্ধের বিরল এমন অনেক ছবি তুলেছিলেন ফরাসি আলোকচিত্রী অ্যান ডি হেনিং। বর্তমানে ৭৬ বছর বয়সী এই নারী শিল্পীর বয়স তখন ছিল মাত্র ২৫। ২৩ বছর বয়সে নানান চড়াই-উৎরাই পেরিয়ে ভিয়েতনাম গিয়েছিলেন যুদ্ধের ছবি তুলতে। সেখান থেকে ছুটে এসেছিলেন সদ্য ঘোষিত স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের ছবি তুলে তা বিশ্ববাসীকে জানানোর জন্য।

গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা ‘একটি মুজিবরের থেকে/ লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি/ আকাশে বাতাসে ওঠে রণি’ বাংলার পথে-প্রান্তরে প্রত্যক্ষ করেছিলেন অ্যান ডি হেনিং। কিন্তু দেখা হয়নি সেই মুজিবকে। তবে ঠিক এক বছর পর, ১৯৭২ সালে হেনিং আবার বাংলাদেশে আসেন।

এবার আসেন স্বাধীন বাংলাদেশের প্রথম আওয়ামী লীগ কাউন্সিল মিটিংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেবেন খবর পেয়ে। যে মানুষটি এতো বছর ধরে বাঙ্গালি জাতির জন্য এবং যুদ্ধকালে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন, এখন আবার একটি নতুন জাতির প্রধানমন্ত্রী, তাকে দেখার আগ্রহ দমন করতে পারেননি তিনি।

’উইটনেসিং হিস্ট্রি ইন দ্য মেকিং ফটোগ্রাফস বাই অ্যান ডি হেনিং’ শিরোনামে এক প্রদর্শনীতে হেনিংয়ের তোলা সেসব ছবি প্রদর্শন করা হয়।

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুক্রবার (১০ ডিসেম্বর) এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রদর্শনী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে, সামদানী আর্ট ফাউন্ডেশন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এই আয়োজন করেছে। আয়োজকরা জানান ফরাসী ফটোগ্রাফার অ্যান ডি হেনিংয়ের ৭১-৭২ সালের বাংলাদেশের অপ্রদর্শিত ছবি প্রদর্শন করা হয়। প্রদর্শনীটি কিউরেট করেছেন রুক্সমিনি রিকভানা কিউ চৌধুরী।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর জাতির পিতার ছবিগুলি পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল এবং বেঁচে যাওয়া ছবির মধ্যে হেনিংয়ের তোলা বঙ্গবন্ধুর রঙিন ছবিগুলো অন্যতম।

প্রদর্শনীতে অ্যান ডি হেনিংয়ের ছবি ছাড়াও বিভিন্ন ছবির প্রেক্ষাপট লিপিবদ্ধ করে প্রদর্শন করা হয়। এতে বঙ্গবন্ধুর রঙ্গিন ছবি তোলার প্রেক্ষাপটও তুলে ধরা হয়। যাতে লেখা হয়, ‘যদিও সেই সময়ে তিনি সাদা-কালো আলোকচিত্রের প্রতি বেশী দুর্বল ছিলেন, তবে শামিয়ানার প্রাণবন্ত নীল, সাদা এবং লাল স্ট্রাইপের কারণে একটি গতিশীল এবং শক্তিশালী পরিবেশ তৈরি করে, তা দেখে অ্যান রঙ্গিন ছবি তুলতে আগ্রহবোধ করেন।’

এমএ/এএস

Header Ad
Header Ad

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়: পালানোর সময় আটক ৫ পুলিশ সদস্য

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট থেকে দুই ব্যক্তিকে অপহরণ করে তিন লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়ের পর পালানোর চেষ্টাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার পাঁচ সদস্যসহ ছয়জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃতদের কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও পুলিশের একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে রোববার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায়। কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ এ অভিযান চালায়। বিষয়টি বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, বাশির আলী এবং মাইক্রোবাস চালক মেহেদী হাসান।

পুলিশ সুপার জানান, আরএমপির ওই পাঁচ সদস্য কর্তৃপক্ষকে না জানিয়ে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দীঘরকান্দি গ্রামের রাব্বী ও জাহাঙ্গীর নামের দুই ব্যক্তিকে ক্যাসিনো খেলার অভিযোগে আটক করেন। তাদের মাইক্রোবাসে তুলে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় গাড়ি থামিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দর-কষাকষির পর নগদ দুই লাখ টাকা এবং বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে আরও এক লাখ ৩০ হাজার টাকা আদায় করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বগুড়া জেলা পুলিশ বিষয়টি জানতে পেরে শেরপুর ও শাজাহানপুর থানার পুলিশ মাইক্রোবাসটি আটক করার চেষ্টা করে। ব্যর্থ হলে হাইওয়ে পুলিশের সহায়তায় শাজাহানপুর থানার বীরগ্রাম এলাকায় মাইক্রোবাসটি আটক করা হয়।

আটককৃতরা নিজেদেরকে আরএমপির গোয়েন্দা শাখার সদস্য বলে দাবি করলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, তারা অনুমতি ছাড়াই বগুড়ায় এসেছিলেন।

পুলিশ সুপার আরও জানান, ধুনট উপজেলার বাসিন্দা ও আরএমপি গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল ওয়াহাব ছুটি নিয়ে দুই দিন আগে বাড়িতে আসেন। তার তথ্যের ভিত্তিতেই আটক পাঁচজন ধুনটে আসেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

আটককৃতদের হাইওয়ে পুলিশ ধুনট থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের একজন বাদী হয়ে অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Header Ad
Header Ad

ঈদের কেনাকাটা করতে গিয়ে ভুয়া মেজর আটক

ঈদের কেনাকাটা করতে গিয়ে ধরা খেল ভুয়া মেজর। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর পোশাকে রংপুরের একটি শপিং মলে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন ফজলে রাব্বী। তার সঙ্গে বেসামরিক পোশাকে ছিলেন আরও চারজন। সেই শপিং মলে কেনাকাটা করছিলেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম।

হঠাৎ তার চোখে পড়ে পোশাকধারী ফজলে রাব্বীকে। কাছে গিয়ে পরিচয় জানতে চাইলেই ঘটে বিপত্তি। সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রক্ষা হয়নি সেনাবাহিনীর পরিচয় দেওয়া ভুয়া মেজর ফজলে রাব্বী।

রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফজলে রাব্বীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ৪টি মোবাইল ফোন, ওয়াকিটকি, ইয়ামাহা মোটরসাইকেল, নগদ ২ লাখ ৯০ হাজার ৫৬৫ টাকাসহ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণামূলক বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

আটক ফজলে রাব্বী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাতুরিয়া ইউনিয়নের কাঁঠাল ডাংগী গ্রামের মোকতার আলমের ছেলে।

সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম জানান, ঈদের কেনাকাট করতে জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন রয়্যালটি মেগা মলে গিয়ে সেনাবাহিনীর পোশাক পরিহিত যুবক ফজলে রাব্বীসহ বেসামরিক পোশাকে আরও চারজনকে দেখতে পান তিনি। এ সময় ওই পোশাকধারীর পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাদেরকে ধাওয়া দিয়ে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয়রা ফজলে রাব্বীকে আটক করে। পরে নিকটবর্তী সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ফজলে রাব্বী সেনাবাহিনীর সদস্য নয় বলে জানা যায়। পরবর্তীতে প্রতারক ফজলে রাব্বীকে সঙ্গে নিয়ে অভিযানে চালিয়ে তার সঙ্গে থাকা পালিয়ে যাওয়া বাকি চারজনকে আটক করা হয়।

আটক ফজলে রাব্বী জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

এদিকে ভুয়া মেজরকে আটকের ঘটনায় সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুমের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন ঈদের কেনাকাটা করতে আসা ভোক্তা সাধারণসহ স্থানীয়রা।

Header Ad
Header Ad

ভারত থেকে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে সাড়ে ১১ হাজার টন চাল নিয়ে এমভি ডিডিএস মারিনা নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে সাড়ে ১১ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমবি ডিডিএস মারিনা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ০৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে।

এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে বলেও জানিয়েচ্ছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রাকগা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়: পালানোর সময় আটক ৫ পুলিশ সদস্য
ঈদের কেনাকাটা করতে গিয়ে ভুয়া মেজর আটক
ভারত থেকে এলো আরও সাড়ে ১১ হাজার টন চাল
সুদমুক্ত ক্ষুদ্রঋণ পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা
হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল তুরস্ক, চাপে এরদোয়ান
বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ও তার স্ত্রী নিহত
তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা
প্রেমিকের যোগসাজশে স্বামীকে হত্যা, একই সঙ্গে কারাগারে থাকতে চাইলেন প্রেমিকা
ট্রেনে ঈদযাত্রা শুরু, জেনে নিন বিভিন্ন রুটের বিস্তারিত সময়সূচি
শাকিব খানকে নকল করলেন সালমান খান! ‘সিকান্দার’ নিয়ে তুমুল বিতর্ক
তামিমের হার্টে রিং পরিয়েছেন ডাক্তাররা, রাখা হয়েছে সিসিইউতে
সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি: হাসনাত
মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
কানাডার নির্বাচন ২৮ এপ্রিল, ক্ষমতা যাবে কার হাতে?
নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে মরদেহ উদ্ধার  
ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের খবর ভুয়া: এবি পার্টির চেয়ারম্যান  
ফের ৪ দিনের রিমান্ডে পলক
দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে যে সিদ্ধান্ত