রাজধানী

যাত্রাবাড়ীতে বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :২১ নভেম্বর ২০২৩, ০৯:৫২ এএম

যাত্রাবাড়ীতে বাসে আগুন
ছবি: সংগৃহীত

আগামীকাল (বুধবার) ভোর ৬ টা থেকে শুরু হবে বিএনপি ও এর সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি । ঘোষণা অনুযায়ী আগামীকাল কর্মসূচি পালনের কথা থাকলে একদিন আগেই সহিংস কর্মকান্ড শুরু হতে দেখা গেছে। আজ মঙ্গলবার যাত্রাবাড়ীর চৌরাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ রাত ৮টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, রাত ৮টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপণ করছে।

তবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।