রাজনীতি

মির্জা ফখরুলের স্ত্রী করোনায় আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :১১ জানুয়ারি ২০২২, ০৩:৪৫ এএম

মির্জা ফখরুলের স্ত্রী করোনায় আক্রান্ত

‌বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের স্ত্রী রাহাত আরা বেগম ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন।

মির্জা ফখরুল ক‌রোনা টেস্ট কর‌তে নমুনা দিয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফল আস‌লে জানা যা‌বে বিএন‌পি মহাস‌চিব ক‌রোনা আক্রান্ত হ‌য়ে‌ছেন কি না।

মঙ্গলবার (১১ জানুয়া‌রি )‌ চেয়ারপারসন খা‌লেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল ক‌বির খান ঢাকাপ্রকাশ‌কে এ তথ্য জানান।

এ‌দি‌কে, মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের স‌ঙ্গে ঘ‌নিষ্ট সম্পর্ক র‌য়ে‌ছে এমন সা‌বেক এক ছাত্র‌নেতা ঢাকাপ্রকাশ‌কে জানান, বিএন‌পির মহাস‌চিব ও তার স্ত্রী ক‌রোনা আক্রান্ত হ‌য়ে‌ছেন।

 

এমএইচ/এমএমএ/