সারাবিশ্ব

আন্তর্জাতিক ব্যাংকগুলোকে আফগানিস্তানে আর্থিক সহায়তার অনুমতি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৮ পিএম

আন্তর্জাতিক ব্যাংকগুলোকে আফগানিস্তানে আর্থিক সহায়তার অনুমতি

আন্তর্জাতিক ব্যাংকগুলো আফগানিস্তানে আর্থিক সহায়তার অনুমতি পেয়েছে। আফগানিস্তানে তালেবানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকলেও মানবিক সহায়তা দিতে আন্তর্জাতিক ব্যাংকগুলোকে অনুমতি দেওয়া হয়েছে। বুধবার একথা জানিয়েছে মার্কিন কোষাগার বিভাগ।

এছাড়া আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোকে দেশটির সরকারি শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সহায়তার অনুমতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তালেবান নয় সরাসরি আফগানদের আর্থিক সহায়তা দিতে হবে।

বিভিন্ন সময়ে আফগানিস্তানের প্রায় ৪ কোটি মানুষের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন বলে সতর্ক করে জাতিসংঘ। কিন্তু গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এবং আন্তর্জাতিক সহায়তা তহবিল আটকে দেয় যুক্তরাষ্ট্র। যে কারণে অর্থ স্থানান্তরে ব্যর্থ হওয়ায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সহায়তা আটকে যায়। আন্তর্জাতিক সংস্থাগুলোর ত্রাণ সহায়তা কার্যক্রমও ব্যাহত হয়।

কেএফ/