
রাজধানী
প্রতিবন্ধীদের মাঝে র্যাবের শীতবস্ত্র বিতরণ

অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় রাজধানীর যাত্রাবাড়ী পাড়াডগার মান্নান স্কুল এন্ড কলেজে ডিজেবল ডেভলপমেন্ট সোসাইটি (ডি.ডি.এস) এর প্রায় ছয়’শ অসহায় প্রতিবন্ধীর হাতে শীত বস্ত্র তুলে দেন র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শীত বস্ত্র বিতরণ শেষে র্যাবের কর্মকর্তারা বলেন, চলমান করোনা মহামারীতে র্যাব বিভিন্ন সময়ে সারাদেশে প্রতিবন্ধীসহ অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে। দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে এবং দেশের যেকোন আপদকালীন মুহূর্তে র্যাব ফোর্সেস সর্বদা মানুষের পাশে থেকে সব ধরণের সহায়তা প্রদান করে আসছে। র্যাব মানবিক বিপর্যয় রোধে অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে চায়। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে র্যাব অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র্যাব ফোসের্স এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, র্যাব সদর দপ্তরের পরিচালকবৃন্দ ও র্যাব-১০ এর অধিনায়কসহ র্যাবের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
এনএইচ/এএস