রাজনীতি

শেখ হাসিনাকে স্বেচ্ছায় বনবাসে যেতে হবে: গয়েশ্বর


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :২৪ জানুয়ারি ২০২২, ০১:১৬ এএম

শেখ হাসিনাকে স্বেচ্ছায় বনবাসে যেতে হবে: গয়েশ্বর

‌আওয়ামী লীগ সভা‌নেত্রী শেখ হা‌সিনা‌কে স্বেচ্ছায় বনবা‌সে যে‌তে হ‌বে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২৪ জানুয়া‌রি) দুপু‌রে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে আরাফাত রহমান কো‌কোর ৭ম মৃতু্বা‌র্ষিকী উপল‌ক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহ‌ফি‌লে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।

তি‌নি ব‌লেন, 'দে‌শ ও দে‌শের মানু‌ষের স্বা‌র্থে শেখ হা‌সিনা‌কে আমরা বিতা‌ড়িত কর‌ব। তবে আমরা তা‌কে নামানোর সু‌যোগ নাও পে‌তে পা‌রি, তি‌নি নি‌জে থে‌কেই কে‌টে পড়‌তে পা‌রেন। অর্থাৎ অপবাদ ব্যর্থতা এবং বিশ্ব রাজনী‌তি এবং দেশের রাজনী‌তি‌তে তি‌নি যে অবস্থা‌নে আছেন, তাতে তার সরকারের গু‌ছি‌য়ে উঠার সু‌যোগ আছে ব‌লে আমি বিশ্বাস ক‌রি না।‌ সে কার‌ণেই তা‌র নিরবে পালা‌নো ছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই।'

গ‌য়েশ্বর ব‌লেন, 'তি‌নি (‌শেখ হা‌সিনা) হেরে যাওয়ার ভয়ে সুষ্ঠু নির্বাচন হতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধী‌নে নির্বাচন করার উদ্যোগ যদি তিনি নি‌তেন, তবে তিনি ধীর‌স্থিরভা‌বে বাংলা‌দে‌শে মানু‌ষের মা‌ঝে থাকার একটা প্রচেষ্টা নি‌তে পার‌তেন। কিন্তু তি‌নি তা নেবেন না, তাই তা‌কে দৃশ্যর আড়া‌লে থাক‌তে হ‌বে। জনগ‌ণের চো‌খের আড়া‌লে থাক‌তে হ‌বে। আমা‌দের ভ‌য়ের কো‌নো কারণ নাই। এখন সূর্য ডুবার পালা। যারা অন্ধকা‌রে আছেন তা‌দের জন্য সূর্য উদ‌য়ের পালা।'

এমএইচ/কেএফ/