রাজধানী

সূত্রাপুরে ছাদ থেকে পরে স্কুল ছাত্রের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :২৭ জানুয়ারি ২০২২, ০৭:৪০ এএম

সূত্রাপুরে ছাদ থেকে পরে স্কুল ছাত্রের মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে ওয়ালটার রোড এলাকার একটি সাততলা বাসার ছাদে ঘুড়ি ওড়ানোর সময় নিচে পড়ে সালভি আল-জিহাদ (১১) নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্র প্রাণ হারালেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা জেসমিন আক্তার জানান, আমার ছেলে স্হানীয় একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। প্রাইভেট পড়ে এসে পাশের একটি বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা সদর। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

এএইচ/