
অপরাধ
আইন-শৃঙ্খলা বাহিনীর উপর হামলার পরিকল্পনাকারী গ্রেপ্তার

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তবে গ্রেপ্তারকৃত পরিকল্পনাকারীর নাম এখনও জানায়নি পুলিশ।
গ্রেপ্তারের পর সিটিটিসি বলছে, ওই ব্যক্তি ধর্মীয় উগ্রবাদী জিহাদে আহ্বানকারী ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এবং বিচারকের উপর ওপর হামলা চালিয়েছিল সে।
শনিবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল আসাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
কেএম/এসআইএইচ