শনিবার, ১৭ মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

দিদি পান খাবে? দেখলেই বাচ্চা ছেলের মতো বলতো রাশিদ: হৈমন্তী শুক্লা

ছবি: সংগৃহীত

বিনোদন জগতে আবারও নক্ষত্র পতন ৷ প্রয়াত হলেন উপমহাদেশের বিখ্যাত শাস্ত্রীয় সংগীতের অন্যতম গুণী শিল্পী ওস্তাদ রাশিদ খান ৷ কিংবদন্তি এ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তার মুত্যুতে ভেঙ্গে পড়েছেন আরেক কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা। 

মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। মৃত্যুকালে ৫৬ বছরে পা রেখেছিলেন রাশিদ খান। 

যাঁর কণ্ঠে মঞ্চ মাত হয়েছে বারংবার। শাস্ত্রীয় সংগীতের যে সম্ভার তিনি ভক্তদের উজাড় করে উপহার দিয়েছেন একাধিক গান। সেই সুর সম্রাট প্রতিবছর নিয়ম করে সংগীতশিল্পী হৈমন্তী শুক্লার কাছে ভাইফোঁটা নিতেন। এই দিনটা কিছুতেই মিস করতেন না তিনি। আদরের ছোট ভাই এই পৃথিবীতে আর নেই এটা ভাবতেই পারছেন না হৈমন্তী শুক্লা। কান্না ভেজা চোখে ভারতীয় বাংলা সংবাদ মাধ্যম এই সময়ের কাছে ছোট ভাইয়ের স্মৃতিচারণ করেছেন সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা।

সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা বলেন, ‘আমার সঙ্গে ভীষণ হৃদয়ের সম্পর্ক ছিল। ও অত বড় পণ্ডিত মানুষ, আমিও কখনও ভাবতাম না, ও কখনও বলেনি। আমি যতটুকুই গান গাইতাম, ও প্রশংসায় ভরিয়ে দিয়েছে বারবার। খুব ভালোবাসত আমার গান শুনতে। অনেক বাংলা গান শুনেছে। আমার বাবার যে ক্লাসিক্যাল শিক্ষা ছিল, সেটা ওঁকে নাড়া দিয়েছে। খুব পছন্দ করতেন সবসময়। কোথাও দেখা হলে বা এক গাড়িতে কোথাও গেলে কত গল্প হত। আজ আর কিছুই বলতে ভালোলাগছে না। ও পান খেতে খুব ভালোবাসত। আমায় দেখলেই পান বানাতে শুরু করত। সব মনে পড়ছে।’

তিনি বলেন দুই ভাইবোন এক জায়গায় হলেই নানা ধরনের গল্প জমে উঠত। কত গান, কত মনের কোণে জমে থাকা আলোচনা। সে যেন আর ফুরায় না। আমি কেনা জর্দা খেলে বারণ করত। বলত, দিদি তুমি এগুলো খাবে না। অন্য একটা এনে দিচ্ছি সেটা খাও। চতুর্দিক থেকেই খুব খারাপ একটা সময়। শেষ বছর ভাইফোঁটা আর দিতে পারিনি। দুই বছর আগে সেই শেষ...। বাচ্চা ছেলের মতো আমার কাছে এলে কত কী বলত। আমি কপালে চুমু খেতাম। কত আদর করতাম। যেখানেই থাকুক ও সুরলোকে থাকুক। এর থেকে বেশি আর কী-ই বা বলতে পারি!

বেশ কিছু দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ওস্তাদ রাশিদ খান। গত কয়েক বছর ধরে শিল্পী প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। এর মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। সেখান থেকেই অবস্থার অবনতি শুরু। অবশেষে মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। 

১৯৬৮ সালের ১ জুলাই উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রাশিদের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রাশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রাশিদের দাদু। রাশিদের মামা গোয়ালিয়র ঘরানার ওস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রাশিদ। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।

পাশাপাশি বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমাতেও রয়েছে তার গান। যে তালিকায় আছে ‘যাব উই মিট’, ‘কিসনা’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেম ইজ খান’, ‘রাজ ৩’-র মতো সিনেমা। এছাড়া বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।

১০-১১ বছর বয়সে কলকাতা চলে আসেন রাশিদ। সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির স্কলারশিপ নিয়ে দাদু নিসার হুসেনের কাছে গান শেখা শুরু। তার পর থেকে গিয়েছেন কলকাতাতেই।  ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান। বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান।

Header Ad
Header Ad

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা, হতে পারে বজ্রসহ বৃষ্টি

ফাইল ছবি

দেশের পাঁচ জেলার ওপর দিয়ে আজ শনিবার (১৭ মে) ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

রবিবার (১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে। উল্লিখিত বিভাগগুলোতে ছড়িয়ে ছিটিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে উত্তরাঞ্চলে।

সোমবার (১৯ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়েছে, দেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Header Ad
Header Ad

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

ছবি: সংগৃহীত

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঘোষণা হতে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আছিয়ার পরিবারসহ স্থানীয়রা। গত মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায়ের তারিখ ঘোষণা করেন।

এর আগে, গত ১২ মে সকাল ১০টায় মামলার যুক্তিতর্ক শুরু হয়, যা দুপুর ১২টায় শেষ হয়। তবে প্রথমদিন কার্যক্রম শেষ না হওয়ায় ১৩ মে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য পুনরায় দিন ধার্য করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল জানান, মামলায় মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া সাতটি জব্দ তালিকার মধ্যে ১৬ জন সাক্ষী রয়েছেন, যাদের মধ্যে ১২ জন আদালতে সাক্ষ্য দিয়ে জব্দ তালিকাগুলোকে প্রমাণ করেছেন। তিনটি মেডিকেল সার্টিফিকেটে স্বাক্ষরকারী পাঁচজন চিকিৎসকও সাক্ষ্য দিয়ে সেগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাপ্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(২) ধারায় আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বলেন, “আমরা আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা রাখি। আমার মেয়ের মতো যেন আর কোনো শিশু এই বর্বরতার শিকার না হয়, সেজন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।”

মাগুরা নাগরিক কমিটির আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু বলেন, “এ রকম মামলার রায় যেখানে বছরের পর বছর ঝুলে থাকে, সেখানে আছিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার সমাজে ইতিবাচক বার্তা দেবে—অপরাধ করলে শাস্তি হবেই।”

প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ সে মারা যায়।

ঘটনার পর দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে উত্তাল হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় আইনজীবীরাও অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেন।

মূল আসামি হিটু শেখ ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যদিও পরে তদন্তকারী কর্মকর্তা চার আসামির বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট দাখিল করেন।

Header Ad
Header Ad

ইসরায়েলের হামলায় গাজায় একদিনে আরও ১১৫ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১১৫ জন ফিলিস্তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজা নিয়ন্ত্রিত হামাস ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে প্রায় ১২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়ার পরই সংঘাতের সূত্রপাত ঘটে।

এর পর থেকে এখন পর্যন্ত (মে ২০২৫) গাজায় নিহত হয়েছেন ৫৩ হাজার ১১৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২০ হাজার ২১৪ জন। এই বিপুল সংখ্যক হতাহতদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।

চলতি বছরের ১৯ জানুয়ারি, আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু মাত্র দুই মাস না যেতেই ১৮ মার্চ থেকে ফের নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দ্বিতীয় দফার এই হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন আরও ২ হাজার ৯৮৫ জন এবং আহত হয়েছেন ৮ হাজার ১৭৩ জন।

হামাসের হাতে জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আইডিএফ।

জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, “হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত অভিযান চলবে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
ইসরায়েলের হামলায় গাজায় একদিনে আরও ১১৫ ফিলিস্তিনি নিহত
মিঠাপুকুরে প্রবাসীর জমি বেদখলের অপচেষ্টা, বসতঘরে হামলা-লুটপাট
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা, দিয়েছে দেশে ফেরার সুযোগ
ঈদের ছুটি সমন্বয়ে শনিবার খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান, দাপ্তরিক ও শিক্ষাপ্রতিষ্ঠান
বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় : হাসনাত আব্দুল্লাহ
সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৬৬২ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব দাবি মেনে নিয়েছে সরকার
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে বাসায় দাওয়াত দিলেন তথ্য উপদেষ্টা
এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ
পেটে বাচ্চাসহ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ
প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের
বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদ
ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক
শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান