পরিবেশ-জলবায়ু
৭ জেলায় ঝড়ের সতর্কতা, সারাদেশেই বৃষ্টির আভাস
টানা বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে দেশের মানুষজনের মাঝে। তীব্র গরম আর দাবদাহের পর কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে অনেকটাই কমেছে তাপমাত্রা। এর মধ্যেই নতুন করে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের অন্তত সাতটি জেলায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এর মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, দেশের আট বিভাগেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—প্রায় সব বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে ভূমিধসের ঝুঁকি থেকে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় (রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে নীলফামারীর রাজারহাটে। এর বাইরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে—পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২০, নীলফামারীর ডিমলায় ৮২, নওগাঁর বাদলগাছীতে ৬৭, নেত্রকোণায় ৬৫, কুষ্টিয়ার কুমারখালীতে ৬১, রংপুরে ৫৩ এবং বগুড়ায় ৫২ মিলিমিটার।
তবে বৃষ্টির এই ধারা দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে যেতে পারে বলেও জানানো হয়েছে।