স্বাস্থ্য

১২ ডিসেম্বর একই দিনে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পিএম

১২ ডিসেম্বর একই দিনে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
ছবি: সংগৃহীত

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের পাশাপাশি ডেন্টাল কলেজেও এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে—১২ ডিসেম্বর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, এ বছর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়া হবে একক প্রশ্নপত্রে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে জানান, “রোববার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত—এক দিনে, এক প্রশ্নে মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন কিছু টেকনিক্যাল দিক নিয়ে কাজ চলছে।”

একই দিনে একই প্রশ্নে পরীক্ষা হলে মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী বণ্টনের বিষয়ে জানতে চাইলে ডা. নাজমুল বলেন, “এই বিষয়গুলো এখনও আলোচনা হয়নি। আমরা দেখছি কীভাবে কার্যকরভাবে এটি বাস্তবায়ন করা যায়।”

বর্তমানে দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজে ৫,৩৮০টি আসন রয়েছে, যার মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি। এছাড়া ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে আরও ৬,২৯৩টি আসন।

অন্যদিকে, দেশে ৩টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট ৫৪৫টি আসন রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের শেখ লুতফর রহমান ডেন্টাল কলেজ ও খুলনা ডেন্টাল কলেজের কার্যক্রম এখনো শুরু হয়নি। পাশাপাশি ১২টি বেসরকারি ডেন্টাল কলেজে ৯৪৫টি আসন এবং ১৬টি বেসরকারি ডেন্টাল ইউনিটে আরও ৫৪৫টি আসন রয়েছে।

এর আগে জানা গিয়েছিল, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই দিনই মেডিকেল ও ডেন্টাল উভয় ভর্তি পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের ভর্তি পরীক্ষার ইতিহাসে একটি নতুন ধারা তৈরি করতে পারে বলে শিক্ষাবিদরা মনে করছেন।