সারাবিশ্ব

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গুলিতে নিহত ৩


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :১৩ ডিসেম্বর ২০২১, ১২:৫৫ এএম

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গুলিতে নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গুলিতে তিন হামাস সদস্য নিহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) প্রতিপক্ষ ফাতাহ আন্দোলন যোদ্ধারা এ হামলা চালায়।

শুক্রবার (১০ডিসেম্বর) বুর্জ আল-সিমালি ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হামাস সদস্যের শেষকৃত্যে অংশ নিয়েছিলেন তারা। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি।

হামাস কর্মকর্তা রাফাত আল-মুরা জানান, বিরোধী ফাতাহ আন্দোলন যোদ্ধারা হামাসের একটি ওই শবযাত্রায় গুলি চালালে তিনজন নিহত এবং ছয়জন আহত হয়।

ওই ক্যাম্পের এক বাসিন্দা জানান, মরদেহ নিয়ে ক্যাম্পের গোরস্তানে পৌঁছানোর পরপরই হঠাৎই গুলি শুরু হয়।

এর আগে, শুক্রবার কোভিড রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করা একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরণে নিহত হন ওই ব্যক্তি। তবে ওটি একটি অস্ত্র গোড়াউন এমন অভিযোগ অস্বীকার করেছে হামাস।

প্রসঙ্গত, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের সঙ্গে ২০০৭ সাল থেকে হামাসের বিরোধ চলছে।

কেএফ/