সারাবিশ্ব

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত অন্তত ১২


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :১৭ ডিসেম্বর ২০২১, ০৯:০৭ পিএম

ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত অন্তত ১২

ফিলিপাইন টাইফুন 'রাই' এর আঘাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। ঝড়ের কারণে ঘরবাড়ি, গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়েছে, বন্যায় তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম ও শহর। আলজাজিরার এক প্রতিবেদনে জাননো হয়েছে।

শুক্রবার মধ্য ফিলিপাইনের নিগ্রোস অক্সিডেন্টাল প্রদেশে অন্তত চারজন, পূর্বে সুরিগাও দেল নর্তে প্রদেশ, দক্ষিণে বুকিডনন এবং পশ্চিম ভিসায়াসে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলতি বছর দেশটিতে আঘাত হানা টাইফুনগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী।

আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস বলছে, টাইফুন রাই দক্ষিণ ফিলিপিন্সে এ পর্যন্ত আঘাত হানা শক্তিশালী টাইফুনগুলোর একটি। ঝড়ের কারণে ঘরবাড়ি ভেঙ্গেছে বহু গ্রাম ও শহর পানিতে তালিয়ে গেছে।

সংস্থাটি জানিয়েছে, এ টাইফুনের কারণে এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সদস্যরা আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

দেশটিতে প্রায়ই শক্তিশালী ঝড় আঘাত হানে। গতবছর নভেম্বরেও আরেক সুপার টাইফুন গনিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি ঘটেছিল দেশটিতে।

কেএফ/