সারাবিশ্ব

পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :১৮ মার্চ ২০২৫, ০৫:৪৩ এএম

পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি চীনা নাগরিকদের পরিচালিত কল সেন্টারে স্থানীয় জনতার তাণ্ডবের ঘটনা ঘটেছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যখন ইসলামাবাদের সেক্টর এফ-১১ এলাকায় এই অবৈধ কল সেন্টারে অভিযান চালাচ্ছিল, তখন স্থানীয় জনতা সেখানে ঢুকে পড়ে এবং ব্যাপক লুটপাট চালায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ওই কল সেন্টারটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং কোনো বৈধতা ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এফআইএর অভিযানের সময়ই স্থানীয়রা ভেতরে প্রবেশ করে এবং যা কিছু পায় তা লুট করে নিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তরুণ থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত যে যেভাবে পারছে, সেভাবেই ল্যাপটপ, মনিটর, ডেস্কটপ, কিবোর্ড, এক্সটেনশনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ বের করে নিয়ে যাচ্ছে। এমনকি কেউ কেউ ফার্নিচার, থালা-বাসন ও চামচ পর্যন্ত নিয়ে চলে যাচ্ছেন। ভিডিওটি মাইক্রোব্লগিং সাইট এক্স-এ শেয়ার করে একজন মন্তব্য করেছেন, “ইসলামাবাদে চীনাদের পরিচালিত একটি কল সেন্টারে লুটপাট করেছে পাকিস্তানিরা। পবিত্র রমজান মাসে শত শত ল্যাপটপ ও ইলেকট্রনিক যন্ত্রাংশসহ আসবাবপত্র চুরি হয়েছে।”

 

এই অভিযানে এফআইএ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে চীনা নাগরিক ছাড়াও আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন। তবে অভিযানের সময় বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

স্থানীয়দের এমন তাণ্ডব নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। অনেকেই বলছেন, পবিত্র রমজান মাসে এমন লুটপাট অনুচিত এবং অনৈতিক। কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে।