সারাবিশ্ব

জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পিএম

জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা
ছবি: সংগৃহীত

দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র ‘জেন-জি বিক্ষোভে’ টালমাটাল মাদাগাস্কার। অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।

সোমবার (১৩ অক্টোবর) দেশটির বিরোধীদলীয় নেতা ও সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো জানান, “সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহীদের সাথে যোগ দেওয়ার পর রোববার প্রেসিডেন্ট রাজোয়েলিনা দেশ ত্যাগ করেন। আমরা প্রেসিডেন্সির কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলাম—তারা নিশ্চিত করেছেন যে তিনি সত্যিই দেশ ছাড়েন।”

তিনি আরও জানান, প্রেসিডেন্টের বর্তমান অবস্থান অজানা।

এর আগে প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছিল, রাজোয়েলিনা সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। কিন্তু তার আগেই দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে।

প্রেসিডেন্ট কার্যালয় এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি মন্তব্য করেনি।

 

zen z-2-Dhaka Prokah News-13-10-2025.jpg
ছবি: সংগৃহীত

তবে সামরিক একটি সূত্র রয়টার্সকে জানায়, রাজোয়েলিনা রোববার একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেছেন।

ফরাসি গণমাধ্যম রেডিও আরএফআই দাবি করেছে, রাজোয়েলিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি চুক্তি করেছেন, এবং সেটির অংশ হিসেবেই তিনি দেশ ছাড়েন।

গত কয়েক সপ্তাহ ধরে মাদাগাস্কারে ‘জেন-জি’ নামে পরিচিত তরুণ প্রজন্মের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভ চলছিল। দুর্নীতি, দারিদ্র্য এবং ক্ষমতাবাদী রাজনীতির বিরুদ্ধে এই আন্দোলন দ্রুতই দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সেনাবাহিনীর কিছু অংশও বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে, যা রাজোয়েলিনার সরকারের জন্য চূড়ান্ত সংকট ডেকে আনে।