চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৯ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নুসরাত ফারিয়ার বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলার তদন্ত চলছে। যদি তদন্তে নির্দোষ প্রমাণিত হন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। কারো যেন অহেতুক ভোগান্তি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
এর আগে রোববার (১৮ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ইমিগ্রেশন বিভাগে নুসরাত ফারিয়াকে আটকে দেওয়া হয়। পরে জানানো হয়, তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার দেখায়।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সময় ভাটারা এলাকায় সংঘর্ষের এক ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ওই সময় আন্দোলনকারীদের দমন করার উদ্দেশ্যে অভিযুক্তরা আর্থিক সহায়তা দেন। সংঘর্ষে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ঈদুল আজহায় কোরবানির গরুর গাড়িগুলো সড়কে নামা যাবে না। এগুলো সরাসরি হাটে নামাতে হবে। প্রতিটি হাটে ৭৫ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ঈদের আগের ও পরের তিন দিন বাল্ক যান চলাচল বন্ধ থাকবে, এমনকি রাতেও নয়।”
তিনি আরও জানান, সকল গার্মেন্টস শ্রমিকের বোনাস চলতি মে মাসের মধ্যেই এবং বেতন ১ জুন থেকে ৩ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। একই সঙ্গে তিনি অযৌক্তিক দাবিতে সড়ক অবরোধ না করে জনদুর্ভোগ এড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেন। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে ছিলেন আরিফিন শুভ এবং ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। পরবর্তীতে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশত্যাগ করেন। সেই আন্দোলনের সময়কার সহিংসতার একাধিক মামলায় তদন্ত চলছে, এবং তারই একটি মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।