রবিবার, ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

জাতীয় নাগরিক কমিটিতে মানজুর আল মতিন ও সালমান মুক্তাদির

মানজুর আল মতিন ও সালমান মুক্তাদির। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। কমিটির আহবায়ক হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। সদস্য সচিব আখতার হোসেন এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করে মোট ৫৫ সদস্যের এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিকভাবে দেশে সংস্কার আনার জন্য তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এই কমিটি। রোববার (০৮ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির এবং ছাত্র আন্দোলনের সময় জনপ্রিয় আইনজীবী মানজুর আল মতিন। সদস্য তালিকায় ৫৪ এবং ৩৪ নম্বরে তাদের নাম রয়েছে।

কমিটিতে যারা আছেন– ১। আহ্বায়ক- মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, ২। সদস্য সচিব- আখতার হোসেন, ৩। মুখপাত্র- সামান্তা শারমিন।

সদস্যদের মধ্যে রয়েছেন– ৪। আরিফুল ইসলাম আদীব, ৫। সাইফ মোস্তাফিজ, ৬। মনিরা শারমিন, ৭। নাহিদা সারোয়ার চৌধুরি, ৮। সারোয়ার তুষার, ৯। মুতাসিম বিল্লাহ, ১০। আশরাফ উদ্দিন মাহদি, ১১। আলাউদ্দিন মোহাম্মদ, ১২। অনিক রায়, ১৩। জাবেদ রাসিন, ১৪। মো. নিজাম উদ্দিন, ১৫। সাবহানাজ রশীদ দিয়া, ১৬। প্রাঞ্জল কস্তা, ১৭। মঈনুল ইসলাম তুহিন, ১৮। আব্দুল্লাহ আল আমিন, ১৯। হুযাইফা ইবনে ওমর, ২০। শ্রবণা শফিক দীপ্তি, ২১। সায়ক চাকমা, ২২। সানজিদা রহমান তুলি, ২৩। আবু রায়হান খান, ২৪। মাহমুদা আলম মিতু, ২৫। অলিক মৃ, ২৬। সাগুফতা বুশরা মিশমা, ২৭। সৈয়দ হাসান ইমতিয়াজ, ২৮। তাসনিম জারা, ২৯। মোহাম্মদ মিরাজ মিয়া, ৩০। মো. আজহার উদ্দিন অনিক।

৩১। মো. মেসবাহ কামাল, ৩২। আতাউল্লাহ, ৩৩। এস. এম. শাহরিয়ার, ৩৪। মানজুর- আল- মতিন, ৩৫। প্রীতম দাশ, ৩৬। তাজনুভা জাবীন, ৩৭। অর্পিতা শ্যামা দেব, ৩৮। মাজহারুল ইসলাম ফকির, ৩৯। সালেহ উদ্দিন সিফাত, ৪০। মুশফিক উস সালেহীন, ৪১। তাহসীন রিয়াজ, ৪২। হাসান আলী খান, ৪৩। মো. আব্দুল আহাদ, ৪৪। ফয়সাল মাহমুদ শান্ত, ৪৫। মশিউর রহমান, ৪৬। আতিক মুজাহিদ, ৪৭। তানজিল মাহমুদ, ৪৮। আবদুল্লাহ আল মামুন ফয়সাল, ৪৯। মো. ফারহাদ আলম ভূঁইয়া, ৫০। এস.এম. সুজা, ৫১। মো. আরিফুর রাহমান, ৫১। কানেতা ইয়া লাম লাম, ৫২। সৈয়দা আক্তার, ৫৩। স্বর্ণা আক্তার, ৫৪। সালমান মুহাম্মাদ মুক্তাদির, ৫৫। আকরাম হুসেইন।

Header Ad
Header Ad

মেঘনায় মিলল বিশাল আকৃতির বিগহেড, ওজন ২৯ কেজি!

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মাছটি জালে আটকা পড়ে স্থানীয় জেলে পরিতোষ বর্মনসহ কয়েকজন জেলের।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মন, হরিমন বর্মন, সত্যগুন বর্মন ও মনোরঞ্জন বর্মন মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকা থেকে জাল ফেলার কিছুক্ষণ পরই জালে আটকা পড়ে বিশাল এই বিগহেড মাছটি। পরে মাছটি তীরে নিয়ে আসার পর তা দেখতে ভিড় জমে স্থানীয়দের মধ্যে। মাছটির ওজন মাপে ২৯ কেজি পাওয়া যায়।

মাছটি বিক্রি করা হয় স্থানীয় মাছ ব্যাপারী সুমন মিয়ার কাছে। তিনি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ২৪ হাজার ৬৫০ টাকায় মাছটি কিনে নেন। ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মন শিমুল বলেন, “এতো বড় বিগহেড মাছ এই এলাকায় অনেকদিন পর ধরা পড়েছে। এমন বড় মাছ নদীতে ধরা পড়া সত্যিই দুর্লভ ঘটনা।”

উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ধরা পড়ে ২৬ কেজির একটি বিগহেড মাছ, ২৮ এপ্রিল মেলে ২৫ কেজির একটি বোয়াল মাছ এবং সর্বশেষ ১০ মে মেঘনা থেকেই ধরা পড়ে ১৯ কেজির একটি কাতলা মাছ। একের পর এক বড় আকারের মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মাঝে আনন্দের পাশাপাশি নদী নির্ভর জীবিকার প্রতি উৎসাহও বাড়ছে।

স্থানীয়রা মনে করছেন, সরকারের সচেতনতা কার্যক্রম এবং নদী রক্ষায় গৃহীত পদক্ষেপগুলোই এখন মাছের প্রাচুর্য ফিরিয়ে আনছে।

Header Ad
Header Ad

গুলিস্তানে আ. লীগের ঝটিকা মিছিল, অভিযানে আটক ১১ জন

ছবি: সংগৃহীত

সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৮ মে) দুপুরে মিছিলটি আয়োজন করা হয়। তবে দ্রুতই ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গুলিস্তানে হঠাৎ করে মিছিলের চেষ্টা চালালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ।”

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ মে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতা হারায়। জাতিসংঘের তথ্যমতে, ওই সময়কার সহিংসতায় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় প্রায় ১,৪০০ জন নিহত হন এবং হাজারো মানুষ আহত হন। অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়েন, কেউ কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি।

দলের শীর্ষ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।

আটককৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Header Ad
Header Ad

গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। রোববার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানায়, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে দক্ষিণ কমান্ডের স্থায়ী ও রিজার্ভ সেনারা গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে এই অভিযান চালাচ্ছে।

আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, হামাসের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের অংশ হিসেবে এই স্থল হামলা পরিচালনা করা হচ্ছে। এই হামলার সমন্বয়ে গত এক সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনী গাজায় হামাসের অন্তত ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল হামাসের গোপন সেল, সুড়ঙ্গপথ এবং ট্যাংকবিধ্বংসী অবস্থান। ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, এ অভিযানে হামাসের একাধিক সদস্য ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তারা আরও জানায়, গাজার কিছু ‘গুরুত্বপূর্ণ অঞ্চল’ এরই মধ্যে তাদের দখলে এসেছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ‘অবৈধ বসতি স্থাপনকারীদের রক্ষা করতে’ এই অভিযান প্রয়োজন অনুযায়ী চালিয়ে যাওয়া হবে এবং বিমানবাহিনী এতে সহায়তা করবে।

এদিকে, গত এক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৫০০-এর বেশি মানুষ, যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। যদিও ইসরায়েল বলছে, তারা হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে; বাস্তবে, নিহতদের অধিকাংশই নিরীহ বেসামরিক নাগরিক।

শুধুমাত্র আজ রোববার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। এতে করে আহতদের যথাযথ চিকিৎসা না মেলায় মৃত্যুহার বেড়ে যাচ্ছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এরই মধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলের এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলেও মত দিয়েছেন বিভিন্ন বিশ্লেষক ও মানবাধিকারকর্মীরা।

সূত্র: আলজাজিরা

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মেঘনায় মিলল বিশাল আকৃতির বিগহেড, ওজন ২৯ কেজি!
গুলিস্তানে আ. লীগের ঝটিকা মিছিল, অভিযানে আটক ১১ জন
গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল
নির্বাচন বিলম্বিত হচ্ছে, দেশও অস্থিরতার দিকে যাচ্ছে: আমীর খসরু
ঢাকা ওয়াসার এমডির দায়িত্বেও দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া
টাঙ্গাইলে লেয়ার মুরগির খামারের এক কর্মচারীকে জবাই করে হত্যা
ডেথ ওভারে ডট বলের বিশ্বরেকর্ড করে ইতিহাস গড়লেন মোস্তাফিজ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সোনা লুট, ঘটনায় জড়িত চার পুলিশ সদস্য
অশ্লীলতা ছড়ানোর দায়ে উপস্থাপিকাকে লিগ্যাল নোটিশ
হিযবুত তাহরীরের সঙ্গে প্রশাসক এজাজের জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন: ডিএনসিসি
সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস
দুই লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত
বাংলাদেশি পণ্যে ভারতের নিষেধাজ্ঞা, বাণিজ্যিক ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা
আমন্ত্রণ পেয়েও ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
নওগাঁ সীমান্তে মাঠ থেকে মালিকবিহীন ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি অব্যাহত, স্বাভাবিক আমদানি-রপ্তানি
ভারতে বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু
গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সা.সম্পাদক শাহীন
সুড়ঙ্গ থেকে হামাস নেতা সিনওয়ারসহ সহযোগীদের মরদেহ উদ্ধার: রিপোর্ট
শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক