রবিবার, ৫ মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

বিশ্ব শরণার্থী দিবস/শরণার্থীদের নিরাপত্তার অধিকার

জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) শরণার্থীদের বর্ণনা করেছে এভাবে ‘শরণার্থী হল এমন এক জনগোষ্ঠী যারা যুদ্ধ, সহিংসতা, সংঘাত বা নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে এসেছে এবং অন্য দেশে নিরাপত্তা খুঁজতে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে। প্রায়শই তাদের পিঠে কাপড়ের চেয়ে সামান্য বেশি সম্পত্তি থাকে এবং তারা তাদের বাড়ি, চাকরি এবং প্রিয়জনদের রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে’।

শরণার্থীদের আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত এবং সুরক্ষিত করা হয়েছে। ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন হলো একটি মূল আইনি দলিল, যা একজন শরণার্থীকে এইভাবে সংজ্ঞায়িত করে— ‘যে কেউ জাতি, ধর্ম, জাতীয়তা, কোনো নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্য বা রাজনৈতিক মতামতের কারণে নির্যাতিত হওয়ার একটি সুপ্রতিষ্ঠিত ভয়ের কারণে তাদের মূল দেশে ফিরে যেতে অক্ষম বা অনিচ্ছুক।’

বর্তমানে বিশ্বব্যবস্থায় ভিন্ন ভাষা, ভিন্ন জাতিসত্তা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্ম এবং ভিন্ন মতাদর্শের মানুষের প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সাম্রাজ্যবাদ ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে লাখ লাখ মানুষকে নিজে দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করছে। ফলে, শরণার্থী সমস্যা একটি অন্যতম আন্তর্জাতিক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, প্রতি মিনিটে পৃথিবীতে ২০ জন মানুষ নিজের দেশ ত্যাগ করছে প্রধানত যুদ্ধ, অত্যাচার, এবং নির্যাতন থেকে বাঁচার জন্য। সেই সঙ্গে আছে জলবায়ুর বিরূপ প্রভাব জনিত কারণে দেশত্যাগ। দেশত্যাগী এসব মানুষ বিশ্বব্যাপী বিভিন্ন পরিচয়ে পরিচিত, যেমন: শরণার্থী (Refugee), আশ্রয়প্রার্থী (Asylum seekers), রাষ্ট্রবিহীন মানুষ (Stateless people), অভ্যন্তরীণ বাস্তচ্যুত মানুষ (Internally displaced people) কিংবা জোরপূর্বক বাস্তচ্যুত মানুষ (Forcibly displaced people)।

জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এক প্রতিবেদনে উল্লেখ করেছে এ বছর (২০২২) জুনের প্রথম সপ্তাহ নাগাদ সারাবিশ্বে জোরপূর্বক বাস্তচ্যুতদের সংখ্যা ১০০ মিলিয়য়ন ছাড়িয়ে গেছে। ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য সংঘাতের কারণে সহিংসতা, সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের কারণে পালাতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা প্রথমবারের মতো রেকর্ড ১০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, ‘এটি এমন একটি রেকর্ড যা কখনোই তৈরি হওয়া উচিত ছিল না।’ তিনি আরও বলেছেন, বিশ্ব শরণার্থী দিবস, ‘ধ্বংসাত্মক দ্বন্দ্ব, নিপীড়নের অবসান এবং নিরপরাধ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করার জন্য অন্তর্নিহিত কারণগুলোকে মোকাবিলা করার জন্য একটি সচেতন আহ্বান হিসেবে কাজ করে।’, ১০০ মিলিয়নের সংখ্যার মধ্যে শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং নিজেদের দেশের অভ্যন্তরে সংঘাত বা সহিংসতার কারণে বাস্তচ্যুত ব্যক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

ইউএনএইচসিআর আরও উল্লেখ করেছে, বিশ্ব শরণার্থী দিবস হলো একটি আন্তর্জাতিক দিবস, যা বিশ্বব্যাপী শরণার্থীদের সম্মান করার জন্য জাতিসংঘ কর্তৃক মনোনীত। এটি প্রতি বছর ২০ জুন উদযাপন করা হয়। দিবসটি সেইসব মানুষের শক্তি এবং সাহস প্রদান করে যারা সংঘর্ষ বা নিপীড়ন থেকে বাঁচতে তাদের নিজ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বিশ্ব শরণার্থী দিবস হলো তাদের দুর্দশার জন্য সহানুভূতি এবং বোঝাপড়া তৈরি করার এবং তাদের জীবন পুনর্গঠনে তাদের সংগ্রামকে স্বীকৃতি দেওয়ার একটি উপলক্ষ।

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী, ২০০১ সাল থেকে প্রতি বছর দিনটি পালিত হয় এক একটি প্রতিপাদ্য ধরে। এই বছর, শরণার্থীদের নিরাপত্তা খোঁজার অধিকারের উপর জোর দেওয়া হয়েছে। বিশ্ব শরণার্থী দিবস ২০২২ এর মূল থিম বা প্রতিপাদ্য বিষয় হলো ‘যে কেউ, যেখানেই থাকুক, যখনই থাকুক তাদের নিরাপত্তা চাওয়ার অধিকার রয়েছে’। (Whoever.Wherever. Whenever. Everyone has the right to seek safety).

ইউএনএইচসিআর বলছে এই গ্রহের প্রতিটি মানুষেরই নিরাপত্তা চাওয়ার অধিকার রয়েছে। তারা যেই হোক না কেন, যেখান থেকেই আসুক না কেন, যখনই আসুক না কেন, যারা পালাতে বাধ্য হয়েছে বা যাদের পালাতে বাধ্য করা হয়েছে তাদের মর্যাদার সঙ্গে আচরণ করা উচিত। যে কেউ সুরক্ষা চাইতে পারে, তারা কে বা তারা যা বিশ্বাস করুক না কেন সেটি বিবেচনা না করে তাদের নিরাপত্তা চাওয়ার বিষয়টি যেটি একটি মানবাধিকার তার উপর গুরুত্ব দেওয়া উচিত।

ইউএনএইচসিআর আরও বলছে, তারা যেখান থেকেই আসুক না কেন, পালাতে বাধ্য হওয়া মানুষকে স্বাগত জানানো উচিত। শরণার্থীরা সারাবিশ্ব থেকে আসে। জীবন বাঁচাতে তারা একটি প্লেন, একটি নৌকা বা পায়ে হেঁটে এক দেশ থেকে অন্য দেশে আশ্রয় নিতে পারে তবে যা সর্বজনীন তা হল তাদের নিরাপত্তা চাওয়ার অধিকার। যখনই মানুষ পালাতে বাধ্য হয়, তাদের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। হুমকি যাই হোক না কেন যুদ্ধ, সহিংসতা, নিপীড়ন থেকে প্রত্যেকেই সুরক্ষা পাওয়ার যোগ্য। প্রত্যেকেরই নিরাপদ থাকার অধিকার রয়েছে।

নিরাপত্তা চাওয়া বলতে ইউএনএইচসিআর এখানে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছে। যেমন—১. আশ্রয় চাওয়ার অধিকার: নিপীড়ন, সংঘাত বা মানবাধিকার লঙ্ঘন থেকে পালিয়ে আসা যে কেউ অন্য দেশে সুরক্ষা চাওয়ার অধিকার রাখে, ২. নিরাপদ প্রবেশাধিকার: পালাতে বাধ্য হওয়া সব মানুষের জন্য সীমান্ত উম্মুক্ত রাখা উচিত। প্রবেশাধিকার সীমিত করা এবং সীমানা বন্ধ করা নিরাপত্তা খুঁজতে থাকা জনগোষ্ঠীর জন্য তাদের যাত্রাকে আরও বিপজ্জনক করে তুলতে পারে, ৩. দেশে ফিরতে বাধ্য না করা: যদি তাদের জীবন বা স্বাধীনতা ঝুঁকির মধ্যে থাকে তবে তাদের দেশে ফিরে যেতে বাধ্য করা যাবে না। এর মানে হলো- দেশগুলো শরণার্থীদের তাদের দেশে ফিরিয়ে দিলে যে বিপদের সম্মুখীন হবে তা মূল্যায়ন না করে কাউকে পেছনে ঠেলে দেওয়া উচিত নয় ৪. কোনো বৈষম্য না করা: সীমান্তে জনগণের প্রতি বৈষম্য করা উচিত নয়। জাতি, ধর্ম, লিঙ্গ এবং উৎপত্তির দেশ নির্বিশেষে শরণার্থী অবস্থার জন্য সমস্ত আবেদনকে অবশ্যই ন্যায্য বিবেচনা করা উচিত, ৫. মানবিক আচরণ: পালাতে বাধ্য করা লোকদের সম্মান ও মর্যাদার সঙ্গে আচরণ করা উচিত। তারা যেকোনো মানুষের মতো নিরাপদ ও মর্যাদাপূর্ণ আচরণ পাওয়ার অধিকারী। অন্যান্য বিষয়গুলোর মধ্যে পরিবারগুলোকে একত্রিত রাখা, পাচারকারীদের হাত থেকে তাদের রক্ষা করা এবং নির্বিচারে আটক এড়ানো।

আয়তনে ছোট ও উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশ এক বিশাল শরণার্থী জনগোষ্ঠীকে আশ্রয় প্রদান করেছে। ২৫ আগস্ট, ২০১৭ থেকে, মিয়ানমারে জাতিগত সহিংসতার কারণে ১.১ মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থী পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারা নিপীড়নের শিকার হয়ে নিজ দেশের পৈতৃক ভিটেমাটি ছেড়ে বাংলাদেশে শরণার্থী হয়েছে। বাংলাদেশ সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার মানবিকতায় ও বাংলাদেশের জনগণ তাদের সাধ্যমতো প্রচেষ্টা নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। এটি মানবতার একটি বিরল দৃষ্টান্ত। জীবন-ধারণের উপকরণসহ তাদের যথাযোগ্য মর্যাদায় নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ও বিভিন্ন দাতা সংস্থার প্রতি অব্যাহত সহযোগিতার আহ্বান জানিয়ে আসছে।

দেশে দেশে জাতিগত দাঙ্গা, ধর্মীয় সম্প্রদায়ের সঙ্ঘাত, হিংসা-বিদ্বেষ ও সহিংসতায় আক্রান্ত হয়ে ক্ষুধা-দারিদ্র্যের জ্বালায় নিজ দেশ থেকে উচ্ছেদ হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষ ভিন্ন দেশে শরণার্থী হচ্ছে। শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে। শরণার্থীরা নিজ দেশ থেকে বিচ্যুত হলেও আশ্রয় ও নিরাপত্তার চ্যালেঞ্জগুলো বিদ্যমান থেকেই যাচ্ছে। সুতরাং এবারের বিশ্ব শরণার্থী দিবসটি খুবই গুরুত্বপূর্ণ। শরণার্থীদের মানুষ হিসেবে বেঁচে থাকা ও তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরই বর্তায়।

ইউএনএইচসিআর বলছে বিশ্ব শরণার্থী দিবস বিশ্বব্যাপী উদ্বাস্তুদের অধিকার, চাহিদা এবং স্বপ্নের উপর আলোকপাত করে, রাজনৈতিক ইচ্ছা এবং সংস্থাগুলোকে একত্রিত করতে সাহায্য করে যাতে শরণার্থীরা কেবল বেঁচে থাকাই নয় বরং উন্নতিও করতে পারে। যদিও প্রতিদিনই শরণার্থীদের জীবন রক্ষা করা এবং উন্নত করা গুরুত্বপূর্ণ, বিশ্ব শরণার্থী দিবসের মতো আন্তর্জাতিক দিনগুলো দ্বন্দ্ব বা নিপীড়ন থেকে পালিয়ে আসা লোকদের দুর্দশার দিকে বিশ্বব্যাপী মনোযোগ কেন্দ্রীভূত করতে সহায়তা করে। বিশ্ব শরণার্থী দিবসে অনুষ্ঠিত অনেক কার্যক্রম শরণার্থীদের সমর্থন করার সুযোগ তৈরি করে।

প্রতি বছর, বিশ্ব শরণার্থী দিবসে উদ্বাস্তুদের সমর্থনে বিশ্বের অনেক দেশে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়। এই ইভেন্টগুলোতে শরণার্থী ছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, হোস্ট সম্প্রদায়, বহুজাতিক সংস্থা, সেলিব্রিটি, স্কুলের শিশু এবং সাধারণ জনগণও অংশ নেয়। এই সব ইভেন্ট শরণার্থীদের প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করে যাতে তাদের প্রতি বিশ্ববাসী সহানুভূতিশীল হয়। মানুষ হিসেবে তাদের বেঁচে থাকার অধিকার, মৌলিক মানবিক চাহিদা পাওয়ার অধিকার ও নিরাপত্তা পাওয়ার অধিকারের উপর গুরুত্ব দেওয়া হয়।

লেখক: গবেষক ও উন্নয়নকর্মী

আরএ/

Header Ad

দেশে ফেরা হলো না প্রবাসীর, বিমানে ওঠার আগে মৃত্যু

ছবি: সংগৃহীত

কুয়েত বিমানবন্দরে এক বাংলাদেশি যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিমান বাংলাদেশের বিজি ৩৪৪-এ চড়ার আগ মুহূর্তে ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে প্রাণ মারা যান এ প্রবাসী বাংলাদেশি।

নিহতের নাম দেলোয়ার হোসেন (৫০)। বাড়ি নোয়াখালী, পিতা সিদ্দিকুর রহমান।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন স্থানীয় সময় রবিবার রাতে বিমানবন্দরে তার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

এছাড়া ওই একই ফ্লাইটের যাত্রী ছিলেন কুয়েতে ট্রাভেলস ব্যবসায়ী আরেক প্রবাসী ইব্রাহিম খলিল রিপন।

তিনি বলেন, ‘রবিবার স্থানীয় সময় রাত পৌনে একটায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের বিজি ৩৪৪-এর ফ্লাইটটি উড়াল দেওয়ার কথা। দেলোয়ার হোসেন ইমিগ্রেশন সম্পন্ন করে ২১ নম্বর গেইট অতিক্রম করেন। বিমানে পা রাখার অল্প কিছুক্ষণ মাত্র বাকি। ঠিক তখনই আকস্মিকভাবে মারা গেলেন তিনি।’

প্রত্যক্ষদর্শীরা ধারণা করছে, দেলোয়ার হোসেন ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে এসে তার মরদেহ নিয়ে যায়।

ইব্রাহিম খলিল রিপন জানান, প্রায় ২৪ বছর আগে কুয়েতে আসেন দেলোয়ার। প্রথম দিকে তার বসবাসের বৈধতা থাকলেও একসময় অবৈধ হয়ে পড়েন। সম্প্রতি কুয়েত সরকারের দেওয়া সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

দূতাবাসের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন জানান, বর্তমানে নিহত দেলোয়ার হোসেনের মরদেহ কুয়েতের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো হবে।

বজ্রপাত থেকে বাঁচার ‘কৌশল’ জানাল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

সারা দেশে বেড়েই চলেছে বজ্রপাতে প্রাণহানি। আর এমন অবস্থায় বজ্রপাতে থেকে বাঁচার কৌশল বলে দিয়েছেন আবহাওয়া অফিস। এ বিষয়ে আজ রবিবার আবহাওয়ার সব শেষ খবর জানাতে আগারগাঁওয়ে ব্রিফিংয়ের আয়োজন করে অধিদপ্তর।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, সারা দেশে বজ্রপাত অনেক বেড়েছে। সরকার একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। এতে শুধু মানুষ নয়, অনেক পশুপাখিও প্রাণ হারাচ্ছে। এ মৌসুমে বৃষ্টিপাত ও বজ্রঝড় হয়। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রযেছে। নানা কারণে বজ্রপাত বেড়ে গেছে। সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে হতে পারে, ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও হতে পারে। আবার বৃক্ষ, পাহাড় ও পরিবেশ বিনষ্ট হওয়ার কারণেও হতে পারে।

বজ্রপাত থেকে বাঁচার কৌশলয়ের বিষয়ে তিনি বলেন, বিদ্যুৎ চমকাতে দেখার ৩০ সেকেন্ডের মধ্যে যদি বজ্রপাতের শব্দ শুনতে পান তাহলে বুঝবেন সেটা আপনার দিকে আসছে বা সেটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর যদি দেখেন বিদ্যুৎ চমকানোর ৩০ সেকেন্ড পর শব্দটা পেয়েছেন তাহলে বুঝবেন সেটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে। সে সময় যদি নিরাপদ আশ্রয়ে না থাকেন তাহলে এক আঙ্গুলের ওপর ভর করে বসে পড়তে হবে। এবং সেটা দ্বারা অনেক ক্ষয়ক্ষতি কমতে পারে। মানুষকে এটা বেশি বেশি করে জানাতে হবে।

চলমান দাবদাহের বিষয়ে বিষয়ে এই আবহাওয়াবিদ বলেন, আগামীকাল সোমবার রাজশাহী ও খুলনায় দাবদাহ চলমান থাকার আশঙ্কা রয়েছে। তবে রাজধানীসহ অন্যান্য বিভাগীয় অঞ্চলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। ঢাকার তাপপ্রবাহ মৃদু থেকে মৃদু হয়ে আগামীকাল থেকে দাবদাহ পুরোপুরি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ের পর ফের বাড়তে পারে তাপমাত্রা, তবে তা দীর্ঘ সময়ের জন্য বা বিস্তর এলাকার জন্য হবে না।

নওগাঁয় ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁয় ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) বেলা ১১টায় নওগাঁ সদর হাসপাতাল মোড়ে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

এদিকে সকাল থেকে ঔষদের দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করায় ভোগান্তীতে পড়েছে রোগীর স্বজনরা। দোকান বন্ধ পেয়ে ফিরে যেতে হচ্ছে।

সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাসুদ হায়দার টিপু বলেন- চিকিৎসকগণ ব্যবস্থাপত্রে অ্যালোপ্যাথিক ঔষধের পাশাপাশি কসমেটিক্স প্রোডাস্টস ও ফুড সাপ্লিমেন্টস লিখে থাকেন। ঔষধ ব্যবসায়ীগণ চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ বিপণন করে। ঔষধ ব্যবসায়ীর কোন অপরাধ না থাকলেও আমাদের দুইজন সদস্য আবুল কালাম আজাদ ও রাশেদুল ইসলাম এর বিরুদ্ধে ঔষধ প্রশাসন মামলা করে। গত ১৬ এপ্রিল রাশেদুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন। অপরজন আবুল কালাম আজাদ মামলার পর থেকে পলাতক রয়েছে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

তিনি আরো বলেন- মামলায় আসামীর ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১০ বছর কারাদন্ডের কথা বলা হয়েছে। দীর্ঘ ৩৯ বছর পর ঔষধ ও কসমেটিকক্স আইন ২০২৩ এর সংশোধন করে দ্রুত এসব হয়রানি মূলক নির্যাতন বন্ধ করতে হবে। তা না হলে অবিলম্বে আরও বৃহৎ আন্দোলন শুরু করা হবে।

ঔষধ ব্যবসায়ী বজলুর রহমান বলেন- আমরা মানবসেবার ব্রত নিয়ে এ পেশায় এসেছি। কিন্তু ঔষধ প্রশাসন আমাদের সঙ্গে অবিচার করছে। অন্যায়ভাবে মামলা দিয়ে আমাদের সদস্যদের হয়রানি করা হচ্ছে। অন্যায়ের প্রতিবাদে দোকান বন্ধ রেখে রাস্তায় নেমেছি। এ কঠোর আইন সংশোধনের দাবী জানানা তারা।

নওগাঁ শহরের কোমাইগাড়ী মহল্লার বাসীন্দা মুনি আরা বলেন- এক বছরের ছেলে মুহিত গত কয়েক দিন বমি ও পাতলা পায়খানা করছে। হাসপাতালে ডাক্তার দেখানোর পর ভর্তি করে নেয়। একটি ব্যবস্থাপত্রে চারপদের ঔষধ লিখে দেয়। ব্যবস্থাপত্র নিয়ে ঔষধ ব্যবসায়ীদের এসে দেখি সব দোকান। আধা ঘন্টা ধরে বিভিন্ন দোকানে গিয়েও ঔষধ পাওয়া যায়নি। পরে পরিচিত এক মাধ্যম দিয়ে ঔষধগুলো সংগ্রহ করা হয়। ঔষদের দোকানগুলো বন্ধ থাকায় আমাদের ভোগান্তী পোহাতে হচ্ছে।
জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরি হাটের বাসীন্দা নিমাই চন্দ্র বলেন- গত কয়েকদিন থেকে হাসপাতালে ভর্তি ছিলাম। আজ হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। ব্যবস্থাপত্র নিয়ে দোকানে এসে দেখি সবগুলো বন্ধ রয়েছে। আমার মতো অনেকেই ঔষধ নিতে এসে দোকান বন্ধ পেয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা দ্রুত এ সমস্যা সমাধান চাই।

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা বলেন, বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক কে একটি স্মারকলিপি দেয়া হয়েছিল। কিন্তু সদুত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।

সর্বশেষ সংবাদ

দেশে ফেরা হলো না প্রবাসীর, বিমানে ওঠার আগে মৃত্যু
বজ্রপাত থেকে বাঁচার ‘কৌশল’ জানাল আবহাওয়া অফিস
নওগাঁয় ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যা করল জনতা
সত্য বলায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের
সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী
উপজেলা নির্বাচন বর্জনে রিজভীর লিফলেট বিতরণ
টাঙ্গাইলে বজ্রপাতে বাবুর্চির মৃত্যু
জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্র সিরিজের ফলাফল কোনো কাজে আসবে না : সাকিব
১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
গাজায় দেড় লাখের বেশি অন্তঃসত্ত্বা নারী পানিশূন্যতায় ভুগছেন
স্বামীর সঙ্গে অভিমানে নববধূর আত্মহত্যা
নারী এমপিকে মাদক খাইয়ে যৌন হেনস্তা
নীলক্ষেতে দুই রেস্টুরেন্টে আগুন
খাগড়াছড়িতে টিনের চালে বজ্রপাত, ঘরসহ পুড়ে ছাই মা-ছেলে
যুদ্ধে বন্ধে যুক্তরাষ্ট্রকেও পাত্তা দিচ্ছে না দখলদার ইসরায়েল
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ঢাকা সফরে আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ
কেমন থাকবে আজকের আবহাওয়া, যা জানাল আবহাওয়া অফিস