সোমবার, ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

২০২৫ সালে বাংলাদেশ ফুটবলের সময় সময়সূচি

ছবি: সংগৃহীত

নানান রোমাঞ্চের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলে চলতি বছর যাত্রা আরম্ভ হবে বাংলাদেশ পুরুষ দলের। লাল-সবুজের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায় যেমন আছেন ফুটবলপ্রেমীরা। নতুন বছরে জাতীয় পুরুষ ও নারী দলের ফিফা উইন্ডো ও এশিয়ান কাপ বাছাইপর্বে থাকছে। এ ছাড়াও থাকছে নানান ধরনের ব্যস্ততা।

নতুন বছরের প্রথম প্রহরে বিশ্ব। যেখানে প্রতিটি অঙ্গনে ঢেলে সাজাতে চাইছে সবাই। ঠিক তেমনি বাংলাদেশ ফুটবলও তার ব্যতিক্রম না। এ বছর ব্যস্ত সময় কাটাতে হবে জাতীয় দলকে।

 

ছবি: সংগৃহীত

নিচে দেখে নেই পুরুষ ও নারী ফুটবলের সূচি:

জাতীয় নারী ফুটবল দলের সূচি

১৭-২৫ ফ্রেব্রুয়ারি: ফিফা উইন্ডো (৩ ম্যাচ)

৩১ মার্চ- ৮ এপ্রিল: ফিফা উইন্ডো ( ২ম্যাচ)

২৬ মে- ৩ জুন: ফিফা উইন্ডো (২ ম্যাচ)

২৩ জুন-৫ জুলাই: নারী এশিয়ান কাপ বাছাই (হোম/অ্যাওয়ে)

১-১১ জুলাই: সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ (বাংলাদেশ)

২-১০ আগস্ট: এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই

১৪-২৪ সেপ্টেম্বর: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

৯-১৭ অক্টোবর: এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই

২০-২৮ অক্টোবর: ফিফা উইন্ডো (২ ম্যাচ)

২৪ নভেম্বর-২ ডিসেম্বর: ফিফা উইন্ডো (২ ম্যাচ)

 

জাতীয় পুরুষ ফুটবল দলের সূচি

২৫ মার্চ: এশিয়া কাপ বাছাই (ভারত)

৮-১৮ মে: সাফ অনূর্ধ্ব-১৯ (ভারত)

১০ জুন এশিয়া কাপ বাছাই (বাংলাদেশ)

১৫ জুন-২৫ জুলাই: সাফ চ্যাম্পিয়নশিপ (হোম/অ্যাওয়ে)

১-৯ সেপ্টেম্বর: এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই

২-১০ সেপ্টেম্বর: ফিফা উইন্ডো

৯ অক্টোবর: এশিয়া কাপ বাছাই (বাংলাদেশ)

১৭-২৭ অক্টোবর: সাফ অনূর্ধ্ব-১৭

১৪ অক্টোবর: এশিয়া কাপ বাছাই (হংকং)

১৮ নভেম্বর: এশিয়া কাপ বাছাই (বাংলাদেশ)

২২-৩০ নভেম্বর: এএফসি অ-১৭ বাছাই

Header Ad
Header Ad

অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি, ক্ষমা চাইলেন ইশরাক হোসেন

ইশরাক হোসেন এবং চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনের এক কর্মসূচিতে অংশগ্রহণ এবং সেখানে অভিনেতা চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার (১৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন জানান, গত ১৬ মে তিনি একটি স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। তবে কারা কারা সেখানে উপস্থিত থাকবেন বা তিনি কাকে পুরস্কার তুলে দেবেন—তা তিনি আগে থেকে জানতেন না।

পোস্টে ইশরাক বলেন, “অনুষ্ঠানে আমার অজান্তে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি তোলা হয়েছে। আমি তাকে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কেও অবগত ছিলাম না। ২০১৫ সালে আমি দেশের বাইরে থাকায় সে সময়ের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমার জানা ছিল না, এটা আমার সীমাবদ্ধতা। ছবিটি প্রকাশের পর অনেক প্রিয় সহযোদ্ধা ও ভাইয়ের মনে আঘাত লেগেছে—আমি আন্তরিকভাবে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।”

উল্লেখ্য, যাকে নিয়ে এই বিতর্ক—অভিনেতা চঞ্চল চৌধুরী—সম্প্রতি বিআইএফএ অ্যাওয়ার্ডে পুরস্কার গ্রহণ করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বলে বিবেচিত এই অভিনেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে বিএনপি সমর্থিত বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। বিগত সরকারপতনের পর তিনি কিছুটা আড়ালে থাকলেও এবার আবার আলোচনায় আসেন।

একই দিনে বিকেলে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের কিছু সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তিনি লিখেছেন, “মেয়র ফেওর কিছু না। এই অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তি ক্ষমতার লোভে চিরস্থায়ী হতে চায়। তারা নিরপেক্ষতার ভান করে আসলে এক পক্ষের হয়ে কাজ করছে।”

তিনি আরও বলেন, “এই সরকার ও তাদের সহযোগীরা ঢাকায় বিএনপির মেয়রপ্রার্থী আটকানোর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে তারা কী ভূমিকা পালন করতে যাচ্ছে। তারা শুধু নিরপেক্ষতা বিসর্জন দেয়নি, বরং একটি দলের প্রতিনিধির মতো আচরণ করছে।”

ইশরাক তার পোস্টে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, “এই চক্র হাইকোর্টে হস্তক্ষেপ করেছে, বিচারকদের হুমকি দিয়েছে এবং আমলাতন্ত্রকে ব্যবহার করে দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণ একদিন এদের আসল রূপ জানতে পারবে।”

ফেসবুক পোস্টের শেষাংশে ইশরাক হোসেন লেখেন, “আমি গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের সংগ্রামে শেষ পর্যন্ত থাকব। হয় বিজয় নিশ্চিত করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে চিরশান্তিতে শায়িত হব—এক চুলও ছাড় দেওয়া হবে না।”

Header Ad
Header Ad

গোটা গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর, ব্যাপক স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল

গোটা গাজা দখলের ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। ছবি: সংগৃহীত

ইসরায়েল গাজার সম্পূর্ণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “লড়াই তীব্র হচ্ছে এবং আমরা অগ্রসর হচ্ছি। আমরা গাজা উপত্যকার পুরো অঞ্চলই নিয়ন্ত্রণে নেব।”

নেতানিয়াহুর এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনী ‘অভূতপূর্ব হামলা’ শুরু করে। আগাম সতর্কতায় শহরটির বাসিন্দাদের সরে যেতে বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রেয়েসুস বলেন, “গাজায় প্রায় ২০ লাখ মানুষ অনাহারে ভুগছে। টনকে টন খাদ্যসামগ্রী সীমান্তে আটকে আছে, মাত্র কয়েক মিনিট দূরত্বে।” তিনি বলেন, মানবিক সহায়তা অবিলম্বে প্রবেশ করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।

ইসরায়েল সীমিত ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা একে ‘অপর্যাপ্ত’ হিসেবে অভিহিত করেছে।

ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির বলেছেন, “আমাদের জিম্মিদের তো কোনো মানবিক সহায়তা পাচ্ছে না।” তাই তিনি গাজায় ত্রাণ পাঠানোর বিরোধিতা করেন।

অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, “এই সহায়তা কেবল বেসামরিকদের জন্য। এতে আমাদের মিত্ররা কূটনৈতিকভাবে আমাদের পাশে থাকবে।”

সোমবার সারা দিনে ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ১৬০টি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়। এর মধ্যে শুধু খান ইউনিসেই নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহতদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ রয়েছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের হাসপাতালে রক্তাক্ত শিশুদের গাড়িতে করে আনা হচ্ছিল। কেউ ট্র্যাকস্যুট পরে, কেউ রক্তাক্ত পায়ে মেঝেতে বসে। গাজার বাসিন্দারা জানান, চারপাশে কেবল গুলি, আগুন, যুদ্ধবিমান ও হেলিকপ্টারের শব্দ—পুরো শহর যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

হতাহতের চিত্র:

ইসরায়েলে নিহত (অক্টোবর ২০২৩): ১,২১৮ জন (বেশিরভাগই বেসামরিক)।

গাজায় হামাসের হাতে জিম্মি: ২৫১ জন, এখনও গাজায় রয়েছেন ৫৭ জন, যাদের মধ্যে ৩৪ জনকে মৃত ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত: ৫৩,৩৩৯ জন (গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী), শুধু ১৮ মার্চের পর থেকে নিহত ৩,১৯৩ জন।

গাজার বাসিন্দা আয়মান বাদওয়ান বলেন, “আমরা শারীরিক, মানসিকভাবে একেবারে বিধ্বস্ত। আর সহ্য করতে পারছি না। এখনই বিশ্বকে হস্তক্ষেপ করতে হবে।”

Header Ad
Header Ad

ক্ষমা চাইতে হাসনাতকে এক সপ্তাহের আলটিমেটাম কুমিল্লা জেলা বিএনপির

কুমিল্লা প্রেসক্লাবে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা বিভাগ। বিএনপির পক্ষ থেকে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, "হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিএনপির নেতারা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন- এ ধরনের মন্তব্য শিশুসুলভ ও অপরিপক্ব। আমরা মনে করি, তার মানসিক চিকিৎসা প্রয়োজন।"

তিনি আরও বলেন, "এই বক্তব্যে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ। যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান ও তার বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে তাকে কুমিল্লায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হবে না। এমনকি কুমিল্লার মাটিতে পা রাখতেও দেওয়া হবে না।"

সংবাদ সম্মেলনে সেলিম ভুঁইয়া অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে এমন ‘ছেলেমানুষি’ নেতাদের মাঠে নামিয়ে রাজনীতিকে বিতর্কিত করছে। তিনি বলেন, "সরকার যদি নির্বাচন বিলম্বিত করে, তবে জনগণের আস্থা আরও হারাবে।"

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় নেতা মোস্তাক মিয়া, জাকারিয়া তাহের সুমন, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, উৎবাতুল বারী আবু প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, "বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে।" তার এই বক্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক ও বিএনপির তীব্র প্রতিক্রিয়া।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি, ক্ষমা চাইলেন ইশরাক হোসেন
গোটা গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর, ব্যাপক স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল
ক্ষমা চাইতে হাসনাতকে এক সপ্তাহের আলটিমেটাম কুমিল্লা জেলা বিএনপির
সাড়ে ১০ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
দাবি আদায় করবো, না-হয় মাটির নিচে শায়িত হবো: ইশরাক
১ লাখ ৩০ হাজার ৭৫৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে সরকার: প্রেস সচিব
বিরামপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
যমুনায় শুরু হয়েছে তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ!
একযোগে ১৭ পুলিশ সুপারকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এনসিপির প্রধান কর্তব্য: নাহিদ ইসলাম
আদমদীঘিতে চলন্ত ট্রেনের দরজা দিয়ে বাবাকে ফেলে দেয়ার অভিযোগ ছেলের (ভিডিও)
ভারতের আম নিল না আমেরিকা, বিমানবন্দরে পচছে কোটি কোটি টাকার আম!
বদলে গেলো নাম, ধানমন্ডি ২৭ এখন 'শহীদ ফারহান ফাইয়াজ' সড়ক
ফার্স্ট সিকিউরিটি থেকে ১১০০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
নির্বাচনের দাবিতে ফের মাঠে নামার হুঁশিয়ারি ১২ দলীয় জোটের
পলাতকদের অর্থ জব্দ, লুটের টাকা গরিবের কল্যাণে ব্যবহার হবে: গভর্নর
৬০ ভাগ তরুণ-তরুণী ভুগছেন ‘টেক্সট নেক’-এ, জানুন কারণ ও করণীয়
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দখলমুক্ত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগার
ইশরাকের শপথ নিয়ে অনেক জটিলতা আছে: উপদেষ্টা আসিফ
সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন শাকিল, গড়লেন বিশ্ব রেকর্ড