স্বাধীনতা দিবস ছবি আঁকা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

৩১ মার্চ ২০২২, ০৪:৫৮ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ এএম


স্বাধীনতা দিবস ছবি আঁকা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকাপ্রকাশ আয়োজিত ‘মনের ক্যানভাসে আঁকো তোমার স্বাধীনতা’ থিমকে সামনে রেখে ‘স্বাধীনতা আমার অহংকার’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম বৃহস্পতিবার (৩১ মার্চ) বিচারক হিসেবে বাছাই করা ছবি থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

তিনটি গ্রুপে ঘোষিত ফলাফলে, ক গ্রুপে (প্লে থেকে দ্বিতীয় শ্রেণী) প্রথম হয়েছে- ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আফশীন হাসনাইন, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া মহিব এবং তৃতীয় হয়েছে হলি চাইল্ড একাডেমির দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রাধিকা মজুমদার।

খ গ্রুপে (তৃতীয় থেকে সপ্তম শ্রেণী) প্রথম হয়েছে, উদয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মির্জা আযান, দ্বিতীয় হয়েছেন ইনস্টিটিউট প্রাইমারি স্কুল, যশোর এর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী লাবিবা জামান লিবা এবং তৃতীয় উদয়ন উচ্চ বিদ্যালয়, ঢাকা এর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মুহাম্মদ তাওসিফ আলম।

গ গ্রুপে (অষ্টম থেকে দশম) প্রথম হয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী মির্জা আদরিতা, দ্বিতীয় হয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আনিকা আজহার এবং তৃতীয় শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল।

স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৯ মার্চ ঢাকাপ্রকাশ-এর ফেসবুক পেজে ‘মনের ক্যানভাসে আঁকো তোমার স্বাধীনতা’ থিমকে সামনে রেখে ‘স্বাধীনতা আমার অহংকার’ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে ছবি আহ্বান করা হয়। এরপর অসংখ্যা ছবি আসে ঢাকাপ্রকাশ-এর কাছে। সবগুলো ছবি থেকে বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিচারক প্যানেলে অন্যদের মধ্যে ছিলেন, ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল, ঢাকাপ্রকাশ-এর সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা এবং ঢাকাপ্রকাশ-এর যুগ্ম বার্তা সম্পাদক জাকির হোসেন।

ড. সারিয়া সুলতানা বলেন, ‌স্বাধীনতা আমার অহংকার-এই বিষয়ে সারা দেশ থেকে অসংখ্য কোমলমতী শিশুদের অনেক সুন্দর সুন্দর চিত্রকর্ম পেয়েছি। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে তাদের ভাবনা চমৎকার ভাবে চিত্রের মাধ্যমে উঠে এসেছে। ভবিষ্যতে এসব শিশুরা আরও ভালো কাজ উপহার দেবে প্রত্যাশা করি।

বিজয়ীদের ছবিগুলো ঢাকাপ্রকাশ-এর শিল্প সংস্কৃতি বিভাগে প্রকাশ করা হবে। বিজয়ীদের পুরস্কার কুরিয়ারের মাধ্যমে তাদের ঠিকানায় পৌঁছে দেয়া হবে। পুরস্কারপ্রাপ্তরা সরাসরি ঢাকাপ্রকাশ-এর কার্যালয় থেকেও পুরস্কার সংগ্রহ করতে পারবেন। যোগাযোগ: ০১৭৭৯৪৭৫৭৯০।   

  


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার মারা গেছেন

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৪ এএম


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার মারা গেছেন
সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁঞা। ছবি: সংগৃহীত

সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোররাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুস সাত্তার ভূঞার ছেলে মাইনুল হাসান তুষার। তিনি বলেন, বাবা দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। শনিবার রাত ৩টা ২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উকিল আব্দুল সাত্তার ভূঞা ১৯৩৯ সালের ১৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আব্দুল হামিদ ভূঞা ও রহিমা খাতুনের সংসারে জন্ম গ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদে ছিলেন দীর্ঘদিন। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাও ছিলেন।


তানজিন তিশার গাড়ি কে ট্রাকের ধাক্কা,আহত অভিনেত্রী

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২ এএম


তানজিন তিশার গাড়ি কে ট্রাকের ধাক্কা,আহত অভিনেত্রী

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকালবৃহস্পতিবার রাতে একটি ডাম্প ট্রাক অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দেয়। গাড়ির পেছনের অংশটি প্রায় দুমড়ে মুচড়ে গেছে। এ সময় তিশা গাড়িতেই অবস্থান করছিলেন। সামান্য আহত হয়েছেন তিনি।

তিশা জানান, ছোট কিছু ইনজুরিতে পড়লেও আপাতত ভালো আছেন। তবে সেই রাতটা কখনও ভুলবেন না তিনি!

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করেন তিশা। এ বিষয়ে তিনি বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়।’

নিজের বিষয়ে তিশা বললেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।’


৭২ ঘণ্টা পার হয়ে গেছে, আপনারা সেমিফাইনালে পরাজিত : বিএনপিকে তথ্যমন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২ এএম


৭২ ঘণ্টা পার হয়ে গেছে, আপনারা সেমিফাইনালে পরাজিত : বিএনপিকে তথ্যমন্ত্রী
বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি সংগৃহিত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে বলেছেন, আপনারা আগামী মাসে ফাইনাল খেলার ডাক দিয়েছেন, আমরা খেলতে চাই। আমি ফাইনাল খেলার কথা বাদ দিলাম, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটামের ৭২ ঘণ্টা পার হয়ে গেছে, সেমিফাইনালে আপনারা পরাজিত হয়ে গেছেন। সেমিফাইনালের পরে ফাইনাল খেলতে পারবেন কি না সেই শঙ্কা আছে। আপনারা আসুন আর না আসুন, দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার দুপুরে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপনে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আগামীকাল বায়তুল মোকাররম দক্ষিণ গেটে কৃষক লীগ মহাসমাবেশের ডাক দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ করব কালকের সমাবেশকে লক্ষ করার জন্য, আসেন এবং দেখেন, চাইলে আপনাকে বক্তৃতারও সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন ভণ্ডুল করার অনেক অপচেষ্টা হচ্ছে, নির্বাচন ভণ্ডুল করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা হচ্ছে, যারা এই অপচেষ্টা চালাচ্ছে তারা ছাগলের তিন নম্বর বাচ্চা।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

অনুসরণ করুন