সারাবিশ্ব

'ইউরোপে অমিক্রন বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে'


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ :১৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৩ এএম

'ইউরোপে অমিক্রন বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে'

ইউরোপে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন 'বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে' এবং আগামী বছরের শুরুতে এটা ফ্রান্সে প্রভাব বিস্তার করতে পারে বলে দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স সতর্ক করে দিয়েছেন। গতকাল শুক্রবার কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। বিশেষ করে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জোরদার করার পর এ কথা বলেন তিনি।

ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে করোনা সর্বোচ্চ থাবা বসিয়েছে। শুক্রবার প্রায় ১৫ হাজার অমিক্রন আক্রান্তের কথা নিশ্চিত করেছে দেশটি। সংক্রমণে ধরন দেখে স্বাস্থ্য কর্মকর্তারা ধারণা করছেন এ অঞ্চলে করোনার নতুন ঢেউ আঘাত আনতে চলেছে।

করোনা এই ঢেউ সামাল দিতে শুক্রবার জার্মানি, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস কর্মকর্তারা বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কেএফ/