গাজায় যুদ্ধ বন্ধ নয়, কেবল অস্থায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, কিছু জিম্মির মুক্তির বিনিময়ে কেবল অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনায় আনা যেতে পারে।
মঙ্গলবার (১৩ মে) রাতে আহত ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে নেতানিয়াহু বলেন, “হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা—এই দুই কাজ একসঙ্গে চলবে। হামাস যদি বলে—‘আমরা আরও ১০ জন মুক্তি দিতে চাই’, তবু আমরা যুদ্ধ বন্ধ করব না।”
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, জোটসঙ্গীদের আশ্বস্ত করে নেতানিয়াহু আরও বলেছেন, “হামাস যদি অস্ত্র ত্যাগ না করে, তবে ইসরায়েল কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে যেতে পারে—তাও নির্দিষ্ট শর্তে, যেমন বন্দি বিনিময়।”
তিনি আরও জানান, “আগামী কয়েক দিনের মধ্যে আমরা পূর্ণ শক্তি নিয়ে হামাসকে পরাজিত করতে অভিযান শুরু করব। আমাদের সেনারা ইতোমধ্যে গাজায় মোতায়েন রয়েছে।”
এর আগে সোমবার নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে একটি আলোচক দল কাতারে পাঠানো হয়েছে। দলটি মার্কিন সহযোগিতায় দোহায় অবস্থান করবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক মহল ক্রমাগত যুদ্ধবিরতির আহ্বান জানালেও নেতানিয়াহু তার আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় রয়েছেন।
