আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং দলটির নিবন্ধন স্থগিত করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট বলেছেন, “আমরা কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। যুক্তরাষ্ট্র একটি মুক্ত, গণতান্ত্রিক প্রক্রিয়া, ন্যায়সংগত ও আইনি আচরণে বিশ্বাস করে। একইসঙ্গে প্রতিটি ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সমর্থন করি।”
মঙ্গলবার (১৩ মে) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা জানি যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। তবে আমরা সব দেশের প্রতিই আহ্বান জানাই—তারা যেন মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে। এই নীতিগুলোই যুক্তরাষ্ট্রের অবস্থান।”
এর আগে সোমবার রাতেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপনের পর দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র সংকোচন ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার তদন্ত ও বিচার কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
