সারাবিশ্ব

সীমান্তে তীব্র সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পিএম

সীমান্তে তীব্র সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো পাকিস্তান
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে সশস্ত্র সংঘর্ষের জেরে চরম উত্তেজনার মধ্যে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। রোববার (১২ অক্টোবর) পাকিস্তানের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

স্থানীয় প্রশাসনের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে দুটি প্রধান সীমান্তপথ— তোরখাম ও চামান— সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এছাড়া খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খান নামের আরও তিনটি ছোট সীমান্তপথও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে মানবিক ও বাণিজ্যিক যোগাযোগ কার্যত স্থবির হয়ে পড়েছে। সীমান্তবর্তী এলাকায় ট্রাক ও পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। তবে এ বিষয়ে কাবুল কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার (১,৬০০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যা দুই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের অন্যতম সংবেদনশীল এলাকা।

প্রসঙ্গত, গত শনিবার (১১ অক্টোবর) রাতভর তীব্র গোলাগুলিতে মুখোমুখি হয় পাকিস্তানি সেনা ও আফগান তালেবান বাহিনী। আফগানিস্তান দাবি করেছে, ওই সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করলেও দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, “আফগান বাহিনীর ওপরও ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।”

এ সংঘর্ষের পর থেকেই সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তায় নতুন এক অস্থিরতার জন্ম দিতে পারে।