জাতীয়

‘অন্তর্বর্তী সরকার ফেরেশতা নয় যে জাদুর কাঠি দিয়ে সব ঠিক করে ফেলবে’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম

‘অন্তর্বর্তী সরকার ফেরেশতা নয় যে জাদুর কাঠি দিয়ে সব ঠিক করে ফেলবে’
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ যেন অলৌকিক সমাধানের যন্ত্র না ভাবে। সরকার ফেরেশতা নয়, যে জাদুর কাঠি ঘুরিয়ে সব ঠিক করে ফেলবে। সমস্যা দীর্ঘদিনের, সমাধানও সময়সাপেক্ষ।

মঙ্গলবার (৭ অক্টোবর) গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় ‘শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প কারখানা’ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা ফেরেশতা নই। অন্তর্বর্তী সরকার আল্লাহ থেকে নাজিল হয়ে আসেনি। যুগ যুগ ধরে গড়ে ওঠা বিশৃঙ্খলার ভেতর আমরা কাজ করছি। শত বছরের আবর্জনার মধ্যে হাত দিচ্ছি সব জায়গায় দুর্নীতি, পোকামাকড়ের মতো ঘাপটি মেরে আছে। যেখানে হাত দিচ্ছি, সেখানে ঝাড়ু দিতে হচ্ছে।”

সংস্কারের গতিকে সময়োপযোগী ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, “সবকিছু এক দিনে করা সম্ভব নয়। আমাদের দেখতে হবে, কাজের পরিধি কতটা, আর আমাদের সময় কতটুকু। সেই সময়ের সঙ্গে তুলনা করলেই বোঝা যাবে কেন আমরা এখনো সব জায়গায় পৌঁছাতে পারিনি। তবে যেখানেই হাত দিচ্ছি, সেখানেই পরিবর্তন আসছে।”

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, মৈত্রী শিল্প নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান ও কারখানা ব্যবস্থাপক মহসিন আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে তিনি কারখানার উৎপাদন কার্যক্রম ও প্রতিবন্ধী কর্মীদের সঙ্গে কথা বলেন, তাদের অভিজ্ঞতা ও চাহিদা সম্পর্কে অবগত হন।

উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি প্লাস্টিকসহ ১২৮টি পণ্য উৎপাদন করে এবং এতে কর্মরত ১২৫ জনের মধ্যে ৯৭ শতাংশই শারীরিক প্রতিবন্ধী।