রাজনীতি

আদম তমিজীকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ এএম

আদম তমিজীকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি
আদম তমিজী হক। ফাইল ছবি

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পদ থেকে আদম তমিজী হককে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে আদম তামিজী হককে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে স্থায়ী বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের পাসপোর্ট আগুন দিয়ে পুড়িয়ে দেন তমিজী। একই সাথে আওয়ামী লীগ সরকাকে ভোট না দিতেও আহ্বান জানান।তিনি বলেন ,আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যার কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এদেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ, এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।