রাজনীতি

রাবিতে কোরআন পুড়ানোর ঘটনায় ছাত্রদলের নিন্দা প্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ :১২ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ এএম

রাবিতে কোরআন পুড়ানোর ঘটনায় ছাত্রদলের নিন্দা প্রকাশ
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাতটি হলে পবিত্র আল কোরআন পুড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, সৈয়দ আমির আলী হল এবং মতিহার হলসহ কয়েকটি হলে উগ্রবাদী ও দুষ্কৃতিকারী গোষ্ঠী মুসলিমদের প্রাণের স্পন্দন পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে দিয়েছে। পাশাপাশি ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী বিজেপির লোগো হলের বিভিন্ন দেওয়ালে অঙ্কন করা হয়েছে।

 

এ ঘটনায় নিন্দা প্রকাশ করে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেছেন, মুসলিম প্রধান দেশে কোরআন অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উগ্রবাদী গোষ্ঠী যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত, তাদের যেকোনো মূল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করা হবে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ছাত্রদল আরও উল্লেখ করেছে, এ ধরনের ঘটনা শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং এটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা। ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।