সারাদেশ
ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে বেনাপোলে মানববন্ধন
ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংক খাতে এস আলম গ্রুপের ‘একচ্ছত্র দখল ও অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বেনাপোল ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশীরা।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল ইসলামী ব্যাংকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন অধ্যক্ষ ইলিয়াস হোসেন ও মাওলানা আব্দুল হামিদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে যে সব ‘অযোগ্য ও অবৈধ’ নিয়োগ হয়েছে, সেগুলো বাতিল করতে হবে। তারা দাবি জানান, এ ধরনের নিয়োগ প্রক্রিয়া দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
বক্তারা আরও বলেন, নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সারাদেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থী নিয়োগ দিতে হবে।
উল্লেখ্য, অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ের লক্ষ্যে ইসলামী ব্যাংক গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)-এর মাধ্যমে একটি মূল্যায়ন পরীক্ষা নেয়। ৫ হাজার ৩৮৫ জন কর্মকর্তাকে পরীক্ষায় অংশ নিতে ডাকা হলেও মাত্র ৪১৪ জন উপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ না নেওয়ায় ৪ হাজার ৯৭১ জনকে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয় এবং এদের মধ্যে প্রায় ৪০০ জনকে চাকরিচ্যুত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মানববন্ধনে অধ্যক্ষ ইলিয়াস বলেন, “ব্যাংক লুটেরা এস আলম ও তার পৃষ্ঠপোষকতায় নিয়োগ পাওয়া অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে। ইসলামী ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় এখনই সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই যোগ্যদের চাকরি দাও, মেধার মূল্য দাও। অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে।”