কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রলীগ নেতা নিহত

কুমিল্লা-সিলেট মহাসড়কের জাফরগঞ্জে বাস চাপায় রবিউল ও সবিজ নামে দুই ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মিরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম।
নিহত দেবিদ্বার পৌরসভার চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মো. রবিউল হোসেন (২০)। তিনি দেবিদ্বার পৌর সভা ছাত্রলীগের কর্মী। সজিব হোসেনের (২২) বাড়ি একই উপজেলার বড় আলমপুরে। তিনিও ছাত্রলীগের কর্মী ছিলেন।
মাসুদ আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি বাস কুমিল্লার দিকে যাচ্ছিল। বাসটি উপজেলার বেগমাবাদ এলাকায় এলে একই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাইকচালক রবিউল ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত সজিব হোসেনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এদিকে বাস রেখে পালিয়ে যায় চালক ও চালকের সহকারী। পুলিশ এসে বাইক ও বাসটিকে ফাঁড়িতে নিয়ে যায়।
দেবিদ্বার পৌরছাত্রলীগের সাধার সম্পাদক নাজমুল হাসান বলেন, রবিউল ও সবিজ আমাদের ছাত্রলীগের কর্মী ছিলেন। বাস চালকের ভুলে তাদের প্রাণ গেল। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। বাস চালকের শাস্তির দাবি জানাই।
এসএন
