শুক্রবার, ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

শিবিরের কমিটিতে পূজা চেরির নাম, ক্ষোভ প্রকাশ করে যা জানালেন নায়িকা

শিবিরের কমিটিতে পূজা চেরির নাম। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা পূজা চেরি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন তিনি।

এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন পূজা চেরি। তিনি কোনো দলের সঙ্গে যুক্ত না উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন।

নায়িকা পূজা চেরি। ছবি: সংগৃহীত

পোস্টে পূজা চেরি লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এটি ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।

তিনি লেখেন, এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যেই রিউমার জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।

পূজা চেরি আরও লেখেন, আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।

উল্লেখ্য, ২০১২ সালের ভালোবাসার রঙ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। ২০১৮ সালে নূর জাহানের মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় কাজ শুরু করেন। একই বছর তিনি পোড়ামন ২ সিনেমায় পরী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।

Header Ad
Header Ad

প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের প্রথম দুই ওয়ানডে উত্তাপ ছড়িয়েছিল বেশ। দুই ম্যাচের চার ইনিংসেই রান ছাড়ায় ৩০০-এর কোটা। এর মধ্যে প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচটি হলো লো-স্কোরিং। ম্যাচে আগে ব্যাট করে ২২৫ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৮.২ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তাতে ৩৪ রানের দুর্দান্ত এক জয়ের সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজটাও নিজেদের করে নেন লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের দেওয়া ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চোখে শর্ষেফুল দেখে প্রোটিয়া ব্যাটাররা। ২১.২ ওভারে ৯৪ রান তুলতেই তাদের ৭ ব্যাটারের ঠাঁই হয় সাজঘরে।

তবে ৯ নম্বরে নামা মোকোয়েনা ও মিডল অর্ডার ব্যাটার তিয়ান মাইকেল ফন ফুরেন দলের বিপর্যয়ে কিছুটা হাল ধরেন। অষ্টম উইকেটে তারা গড়েন ৫৪ রানের জুটি। বিপজ্জনক হয়ে উঠতে থাকা এই জুটি ভেঙে দেন শেখ পারভেজ জীবন। ৩০তম ওভারের শেষ বলে ফুরেনকে কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন জীবন। ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করে সাজঘরের পথ ধরতে হয় ফুরেনকে।

তাতেও পুরোপুরি দমে যায়নি দক্ষিণ আফ্রিকা। নবম উইকেটে মোকোয়েনা-এনটুলির জুটি থেকে স্কোরবোর্ডে যুক্ত হয় আরও ৪২ রান। ৩৮তম ওভারের প্রথম বলে এনটুলিকে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন স্পিনার রাকিবুল।

এরপর আর বেশিদুর এগোতে পারেনি প্রোটিয়ারা ৩৮.২ ওভারে মোকোয়েনা রানআউট হলেই সাঙ্গ হয় সফরকারীদের প্রতিরোধ।

বাংলাদেশের পক্ষে রাকিবুল ১০ ওভারে দুটি মেডেন দিয়ে ২৬ রান খরচায় শিকার করেন৪ উইকেট। মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকীর ঝুলিতে গেছে দুটি করে উইকেট। জীবন নিয়েছেন এক উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটাও হয় দুঃস্বপ্নের মতো। ৩১.২ ওভারে ৮ উইকেটে ১১৮ রানে পরিণত হয় দলটি। এমন অবস্থায় স্কোরবোর্ডে ২০০ রান জমা করাই যখন দূরের পথ, তখন হাল ধরেন রাকিবুল ও রাব্বি। নবম উইকেটে তারা গড়েন ৮৪ রানের জুটি গড়েন। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪২ রান করেন রাকিবুল।

৪৫.৫ ওভারে ২২৫ রানে অলআউট হওয়ার আগে দলীয় সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস আসে রাব্বির ব্যাটে। ৭৭ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সেসোনা সেপো এনদোয়ান্দা নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। ফুরেন পেয়েছেন ২ উইকেট।ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ম্যাচসেরার খেতাব জিতেছেন রাকিবুল।

Header Ad
Header Ad

বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদ

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও জিজ্ঞাসাবাদের জন্য আটক যুবক। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার (১৬ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, প্রাথমিকভাবে একজনকে চিহ্নিত করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এই ঘটনা ঘটে। কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল মাহফুজ আলমের মাথায় লাগে। এ ঘটনার পর তিনি আর কথা না বলে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও শারীরিক আক্রমণ বর্বরতা। হামলাকারীর উদ্দেশ্য যাই হোক, তা তদন্ত করে বের করা দরকার। এই ধরনের হামলার কোনো ন্যায্যতা নেই।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “মাহফুজ আলম কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না হয়েও শিক্ষার্থীদের কথা শুনতে রাজপথে এসেছিলেন। সেই সাহসিকতাকে সম্মান না করে তার ওপর এমন আচরণ লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “আপনাদের দাবি বাস্তবায়নে মূল দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের, শিক্ষাসচিবের। অথচ আঘাত করা হলো যিনি কেবল আপনাদের কথা শুনতে এসেছিলেন তাকে।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবিগুলো সম্পর্কে সরকার ইতোমধ্যে অবহিত হয়েছে এবং বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে বোতল নিক্ষেপের মতো ঘটনা ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আইনি পদক্ষেপ গ্রহণের কথাও ভাবছে প্রশাসন।

Header Ad
Header Ad

ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের সামরিক বাহিনী আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালাবে না— এমনটাই জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি, শুক্রবার (১৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস (ডিজিএমও) শিগগিরই একটি বৈঠকে বসবেন। সেখানে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দেওয়া এক ভাষণে পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, গত ১৪ মে দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান যে, ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

প্রসঙ্গত, ১০ মে প্রথমবারের মতো সরাসরি টেলিফোনে বৈঠক করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। ওই বৈঠকের পর ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর আরও দু’দফায় দুই দিন করে মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ১৪ মে অনুষ্ঠিত ডিজিএমও পর্যায়ের বৈঠকে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে পারে।

সূত্র: এনডিটিভি

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রোটিয়াদের উড়িয়ে সিরিজ জয় বাংলাদেশের
বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদ
ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার তদন্ত করে লাভ নেই: ফারুক
শাহজালালে ৭১ আরোহীসহ নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া বিমান
শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই
উড্ডয়নের সময় খুলে পড়ল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান
গত ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে : মির্জা আব্বাস
সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
গভীর রাতে ৭৫০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে রুখে দিল বিজিবি-জনতা
১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগ, টিকটকার মামুন-লায়লাকে আইনি নোটিশ
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে ভিড়
ছাত্র আন্দোলনে হামলাকারীদের খোঁজার দায়িত্বে কুবির দুই আওয়ামীপন্থী শিক্ষক
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
ইয়ামালের নৈপুণ্যে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত
বই ছাপার কাগজ কেনায় ৪০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ