সারাবিশ্ব
‘সন্তানের মতো লালন করা’ গাছ কেটে ফেলায় কান্নায় ভেঙে পড়লেন ৮৫ বছরের বৃদ্ধা
ভারতের ছত্তিশগড় রাজ্যে নিজের হাতে লাগানো গাছ অবৈধভাবে কেটে ফেলার পর কান্নায় ভেঙে পড়লেন ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা। হৃদয়বিদারক এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এমনকি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু নিজেও ভিডিওটি শেয়ার করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, খৈরাগড় জেলার দেওলা বাই নামের ওই নারী প্রায় ২০ বছর আগে নিজের উঠোনে একটি গাছ রোপণ করেছিলেন। দীর্ঘ দুই দশক ধরে তিনি গাছটিকে নিজের সন্তানসম যত্নে বড় করেছেন—প্রতিদিন পানি দিতেন, ছায়া দিতেন, আগলে রাখতেন। স্থানীয় এক ব্যক্তি জানান, “দেওলা বাই গাছটির যত্ন এমনভাবে নিতেন, যেন তা তার নিজের সন্তান।”
সম্প্রতি আর্থিক লাভের উদ্দেশ্যে স্থানীয় কিছু ব্যক্তি গাছটি কেটে ফেলেন। এতে মর্মাহত হয়ে বৃদ্ধা গাছের কাণ্ড ধরে অঝোরে কাঁদতে থাকেন। এক সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এই হৃদয়বিদারক দৃশ্যের ভিডিওটি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেন। তিনি লেখেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য। ২০ বছর আগে নিজের হাতে লাগানো গাছটি কেটে ফেলার পর একজন বৃদ্ধা কাঁদছেন। এটি ছত্তিশগড় রাজ্যের ঘটনা বলে জানতে পেরেছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে ৫ অক্টোবর সকালে খৈরাগড়ের ইমরান মেমন নামের এক ব্যক্তি তার সহযোগীকে নিয়ে গাছটি কাটতে গেলে গ্রামবাসীরা বাধা দেয়। কিন্তু পরের দিন সকালে তারা চুপিচুপি গাছটি কেটে ফেলে।
ঘটনার পর খৈরাগড় থানায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ২৯৮ (ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত) ও ধারা ৩(৫) এর অধীনে অভিযোগ এনে মামলা করা হয়।
খৈরাগড় থানার এসএইচও অনিল শর্মা জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যে ইমরান মেমন ও তার সহযোগীকে গ্রেফতার করেছে।
সূত্র: এনডিটিভি