
আইন আদালত
শেখ হাসিনা-জয়সহ ২২২ জনের বিরুদ্ধে আরেক হত্যাচেষ্টা মামলা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলিতে সোহেল রানা নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হামলার ঘটনায় এই মামলাটি করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলার এজাহার জমা হলে আদালত তা গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করা হয়েছে।
মামলার বাদী সোহেল রানা (৩৮) নামের এক ব্যক্তি, যিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলে পরিচয় দিয়েছেন। তিনি গত ১১ জুন মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে ‘ময়ূর ভিলা’র সামনে একটি ছাত্র মিছিলে অংশ নেন সোহেল রানা। অভিযোগ করা হয়েছে, সে সময় শেখ হাসিনার নির্দেশে পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে গুরুতর আহত হন সোহেল রানা এবং পরে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়। শারীরিক অবস্থার উন্নতির পর মামলা করতে পেরেছেন বলে তিনি এজাহারে উল্লেখ করেন।
এ মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডা. দীপু মনি, শিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ প্রমুখ।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।