সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিজেএস পরীক্ষায় ৫ম

চা দোকানির ছেলে হলেন বিচারক

বিজেএস পরীক্ষায় ৫ম হওয়া রাবি ছাত্র মিলন। ছবি: সংগৃহীত

একটি ছোট্ট চায়ের দোকান। সারাদিন দাঁড়িয়ে থেকে চা বিক্রি করেন রবিউল ইসলাম। ভোরের আলো ফোটার আগেই বের হন, ফেরেন রাতের অন্ধকারে। মুখে ক্লান্তি, তবু চোখে একরাশ স্বপ্ন ছেলের পড়াশোনা যেন বাধাগ্রস্ত না হয়।

সেই স্বপ্নের প্রতিফলন ঘটালেন রবিউলের বড় ছেলে শাহাজাহান আলী মিলন। ১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় মেধাতালিকায় ৫ম স্থান অর্জন করেছেন তিনি।

যশোর সদরের শেখহাটি গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা মিলনের সাফল্যের গল্প যেন সংগ্রামেরই আরেক নাম। বাবার চায়ের দোকানই ছিল সংসারের একমাত্র উপার্জনের উৎস। সেই আয়ে চলে সংসার, মায়ের চিকিৎসা, মিলন ও তার ছোট ভাইয়ের উচ্চশিক্ষার খরচ। অভাবের সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করে অবশেষে দেশের বিচার বিভাগের সদস্য হতে যাচ্ছেন তিনি।

স্বপ্নের পথে প্রথম ধাপ

মিলনের শিক্ষাজীবনের শুরু যশোরের সুলতানপুর নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজে ভর্তি হন। স্কুল-কলেজ জীবনে পড়াশোনায় বরাবরই ছিলেন মেধাবী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১৬তম স্থান অর্জন করে আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিশাল পরিসর, নতুন পরিবেশ, শুরুর দিকে একটু বিভ্রান্ত ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পূর্বে মিলন জানতেন না বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন বিভাগ থাকে। ধীরে ধীরে তিনি নিজেকে মানিয়ে নেন এবং পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

বিচারক হওয়ার গল্প

বাবা রবিউল ইসলাম দিনের ১৬-১৭ ঘণ্টা দাঁড়িয়ে থেকে চা বিক্রি করেন। প্রতিদিন ভোরে বাসা থেকে বের হয়ে রাত ৯টার পর ফেরেন। নিজের কষ্টের কথা না ভেবে শুধু ভাবতেন ছেলেদের ভবিষ্যৎ নিয়ে। মা শাহানাজ বেগমও ছিলেন অনুপ্রেরণার আরেক নাম। সাত বছর আগে অসুস্থ হয়ে পড়েন মা শাহানাজ। ডাক্তার তাকে পুরোপুরি বেড রেস্টে যেতে বলেন। অর্থের টানাটানিতে কখনো কোনো গৃহকর্মী রাখার সামর্থ্য হয়নি, তাই নিজের শরীরের কথা না ভেবেই সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

মিলন বলেন, ‘আমার বাবা সবসময় বলতেন, আমার রক্ত বিক্রি করে হলেও তোমার পড়াশোনার খরচ চালাবো। তুমি কখনো পড়াশোনা বাদ দিও না। সেই কথাগুলোই আমার শক্তি ছিল। তাঁদের মুখের দিকে তাকিয়ে আমি কোনো কষ্টকে কষ্ট মনে করিনি।’

বিজেএসের প্রস্তুতির লড়াই

আইন বিভাগের চতুর্থ বর্ষে ওঠার পর বুঝতে পারেন, তার কোর্সের সঙ্গে বিজেএস পরীক্ষার সিলেবাসের অনেক মিল রয়েছে। তখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। কিন্তু ১৬তম বিজেএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাননি, যা তার জন্য বড় ধাক্কা ছিল। তবে হাল ছাড়েননি। ১৭তম বিজেএসকে লক্ষ্য করে পড়াশোনা চালিয়ে যান।

তবে তার প্রস্তুতির পুরো সময়টা ছিল চ্যালেঞ্জে ভরা। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর একপর্যায়ে পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। কিন্তু আগের পড়া জ্ঞান কাজে লাগিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা দেন।

ভাইভা বোর্ডে নার্ভ পরীক্ষা

মৌখিক পরীক্ষা ভালো হয়নি বলে মনে করছিলেন মিলন। মিলন বলেন, ‘তারা আমাকে প্রশ্ন করেছে বাইরে থেকে। আমার সাথে সবাইকে যেখানে গড়ে ২৫ মিনিট করে ভাইবা নিয়েছে। সেখানে আমার নিয়েছিল মাত্র ১০ মিনিট। তখন আমার খুবই চিন্তা হয়। আমি ফিরে আসার সময় মনে হচ্ছিল তারা আমাকে নিতে চায় না। তবে, ফল প্রকাশের পর যখন জানলাম ৫ম হয়েছি। তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। পরে মনে হয়েছে হয়তো ভাইভা বোর্ডে আমার নার্ভ পরীক্ষা করা হয়েছিল।’

বিচারকের চেয়ারে বসার প্রতিশ্রুতি

নবনিযুক্ত বিচারক হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সমাজের প্রতি নিজের প্রতিশ্রুতি স্পষ্ট করেছেন মিলন। তিনি বলেন, ‘সব সরকারই বিচারকদের স্বাধীনতা দিতে ভয় পায়। তবে আমি আশাবাদী, আমরা আরও স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনা করতে পারবো। পাশাপাশি সচেতন থাকবো, যেন আমার দ্বারা কোনো অন্যায় না হয়। সব সময় মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

অনুজদের জন্য পরামর্শ

বিজেএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে মিলন বলেন, ‘প্রতিদিন ১০-১২ ঘণ্টা পড়তে হবে, বিষয়টা এমন নয়। বরং পড়াশোনা করতে হবে স্মার্টলি। কেউ যদি তৃতীয় বর্ষের শেষের দিক থেকে সিরিয়াসলি প্রস্তুতি নেয়, তাহলে সফল হওয়া সম্ভব।’

তবে বিজেএস বা বিসিএস-ই কি সফলতার মাপকাঠি? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘সাফল্য একেকজনের কাছে একেক রকম। কেউ যদি স্বপ্ন দেখে বিচারক হবে, তার কাছে এটি সবকিছু। আবার কেউ যদি ঝুঁকি নিতে চায়, নতুন কিছু এক্সপ্লোর করতে চায়, তার কাছে বিজেএস-বিসিএসই সব নয়।’

বাবার চোখে ছেলের সাফল্য

বাবা রবিউল ইসলামের চোখে আনন্দাশ্রু। এক বুক তৃপ্তি নিয়ে বলেন, ‘আমি কষ্ট করেছি, আর আমার ছেলে অর্জন করেছে। ছোটবেলা থেকেই সে পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিল। আমি কখনো তাকে কোনো কিছুতে বাধা দেইনি। শুধু চেয়েছি, সে যেন ভালোভাবে পড়াশোনা করে। আজ সে বিচারক হচ্ছে এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে!

Header Ad
Header Ad

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

আসন্ন চীন সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বিশ্বের শীর্ষ ১০টির মধ্যে অন্যতম।

রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৯ মার্চ ড. ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেখানেই তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।

প্রেস সচিব আরও জানান, চীনের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হবে। এছাড়া, দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতের সম্পর্ক উন্নয়নেও কাজ করা হচ্ছে। চীন ইতোমধ্যেই বাংলাদেশে একটি জেনারেল হাসপাতাল স্থাপনের পরিকল্পনা জানিয়েছে।

চীনের চেইন হাসপাতালগুলোকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা ও জয়েন্ট ভেঞ্চারে হাসপাতাল পরিচালনার জন্য উৎসাহিত করার কথাও বলেন তিনি।

সংস্কার বিষয়ে শফিকুল আলম জানান, জাতিসংঘের মহাসচিব দেশের সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে এই প্রক্রিয়াটি আন্তর্জাতিক নয়, বরং সম্পূর্ণ নিজস্ব প্রক্রিয়ায় হবে। আন্তর্জাতিক মহল থেকেও সমর্থনের আশ্বাস পাওয়া গেছে, তবে তা গ্রহণ করা হবে কিনা, সেটি এখনো নিশ্চিত করা হয়নি।

Header Ad
Header Ad

‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়

ছবি: সংগৃহীত

২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (১৬ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের অন্যান্য ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ আয়োজনের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষা করা প্রয়োজন।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে ইতোমধ্যে ৩১ দফা দাবি উপস্থাপন করেছে। বর্তমান সময়ে উঠে আসা সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপির প্রস্তাবের খুব বেশি পার্থক্য নেই।

তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি বর্তমানে হত্যা, খুন, ধর্ষণের মতো ঘটনায় উদ্বেগজনক অবস্থায় রয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামছে।

বিএনপি মহাসচিব দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস যেন অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের আয়োজন করেন। কারণ, নির্বাচনে দেরি হলে ফ্যাসিস্ট শক্তির উত্থান এবং উগ্র, জঙ্গি গোষ্ঠীর সুযোগ নেওয়ার আশঙ্কা বাড়বে।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, কামাল উদ্দিন সবুজ, ইলিয়াস খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়
‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত: মির্জা ফখরুল
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করল সেনাবাহিনী
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ‘সোনিয়ার’ প্রতারণা, টাকা ফেরত চেয়ে মানববন্ধন
চুয়াডাঙ্গায় সার বীজ মনিটরিং কমিটির  সভা অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের বিচার নিশ্চিত করা হবে: তারেক রহমান
সাশ্রয়ী দামে আধুনিক ফার্নিচার সরবরাহ করবে সরকার : রিজওয়ানা
বাংলাদেশের নির্বাচন হবে আন্তর্জাতিক মানের, আশা ইউরোপীয় ইউনিয়নের
নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫১
বন্ধ হওয়ার পথে ভয়েস অব আমেরিকা, ১৩০০ কর্মীকে ছাঁটাই
পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
চুয়াডাঙ্গায় ‘গো গ্রীন’ কর্মসূচির আওতায় দুটি নতুন প্রকল্পের যাত্রা
আবরার হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা : অ্যাটর্নি জেনারেল
কুয়েতে ৪২ হাজার নাগরিকের নাগরিকত্ব বাতিল: রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়ার শঙ্কা
দেশের পাঁচ জেলায় মৃদু তাপদাহ, তাপমাত্রা আরও বাড়তে পারে
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অস্কারজয়ী শিল্পী এ.আর.রহমান
৬ হাজার কোটির লিগ আনছে সৌদি, চ্যালেঞ্জের মুখে আইপিএল
৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
হাইকোর্টের রায়ে সন্তুষ্ট, দ্রুত কার্যকর চান আবরার ফাহাদের বাবা