রাজনীতি

আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জন্য কাঁদতে কাঁদতে যে দোয়া করলেন হাদি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম

আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জন্য কাঁদতে কাঁদতে যে দোয়া করলেন হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে আবেগঘন দোয়া করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে, কাঁদতে কাঁদতে তিনি এই দোয়া করেন।

দোয়ার সময় চোখ ভেজানো কণ্ঠে হাদি বলেন, “হে আল্লাহ, আওয়ামী লীগের যে ভাইয়েরা হাসিনার নেতৃত্বে কোনো গণহত্যায় অংশ নেননি, কিন্তু এখনও তাকে সমর্থন করেন—তাদের অন্তরে সত্যের আলো দেখান।”

তিনি আওয়ামী লীগের সাধারণ কর্মী ও সমর্থকদের ‘ভাই-বোন’ সম্বোধন করে বলেন, “তাদের বোঝার সুযোগ দিন যে, আবরার ভাই তাদেরও ভাই। আবরার তাদের নিজের সন্তান। তাকে হত্যার মাধ্যমে শুধু একজন মানুষকে নয়, পুরো জাতির বিবেককে আঘাত করা হয়েছে।”

দোয়ার এক পর্যায়ে তিনি আবরার ফাহাদের জন্য দোয়া করে বলেন, “হে আল্লাহ, আমাদের আবরার ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিন। তাকে শহীদের মর্যাদা দান করুন।”