ঈদে চলবে ১০টি বিশেষ ট্রেন, জানুন সময়সূচি ও রুট

ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০টি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেন ঈদের আগে ৪-৬ জুন এবং ঈদের পরে ৯-১৪ জুন পর্যন্ত চলবে।
এছাড়া ঈদের দিন শোলাকিয়া ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে চারটি বিশেষ ট্রেন চালানো হবে। রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অংশীজন সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ তথ্য জানান।
বিশেষ ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে। ঈদের আগে ৪-৬ জুন এবং পরে ৯-১৪ জুন পর্যন্ত এই ট্রেন চলাচল করবে। চট্টগ্রাম থেকে ট্রেনটি ছেড়ে যাবে দুপুর ৩টা ২০ মিনিটে এবং চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ১৫ মিনিটে। বিপরীতমুখী ট্রেনটি চাঁদপুর থেকে ছাড়বে রাত সাড়ে ৩টায় এবং চট্টগ্রামে পৌঁছাবে সকাল ৮টা ১০ মিনিটে।
তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪ ট্রেন ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে। ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং দেওয়ানগঞ্জ পৌঁছাবে দুপুর ৩টা ৩০ মিনিটে। ফিরতি ট্রেনটি বিকেল ৪টা ৩০ মিনিটে রওনা হয়ে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ঈদের দিন চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ ট্রেন, যা ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলাচল করবে। শোলাকিয়া স্পেশাল-৫ ভৈরববাজার থেকে ছেড়ে যাবে ভোর ৬টায় এবং কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। অপরদিকে, স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং ভৈরববাজার পৌঁছাবে দুপুর ২টায়।
একইভাবে, শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ ট্রেন ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ঈদের দিন চলবে। ময়মনসিংহ থেকে ট্রেনটি ছেড়ে যাবে ভোর ৫টা ৪৫ মিনিটে এবং কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। ফেরার পথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবে দুপুর ১২টায় এবং ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৩টায়।
পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ ট্রেন জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলবে। ঈদের আগে (৪-৬ জুন) জয়দেবপুর থেকে ট্রেনটি সন্ধ্যা ৭টায় ছেড়ে পার্বতীপুর পৌঁছাবে রাত ২টায়। ফিরতি ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে। ঈদের পরে (৯-১৪ জুন) সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ওই সময় জয়দেবপুর থেকে ট্রেনটি ছেড়ে যাবে সকাল ৮টা ১৫ মিনিটে এবং পার্বতীপুর পৌঁছাবে দুপুর ২টা ৫০ মিনিটে। ফিরতি ট্রেনটি পার্বতীপুর থেকে ছেড়ে যাবে রাত ১০টা ২০ মিনিটে এবং জয়দেবপুর পৌঁছাবে ভোর ৫টা ৪৫ মিনিটে।
এছাড়া ঈদের আগে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করা হয়েছে। ৩১ মে'র টিকিট বিক্রি শুরু হবে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে থেকে বিক্রি শুরু হবে।
টিকিট বিক্রির ক্ষেত্রে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসন বিক্রি শুরু হবে দুপুর ২টায় এবং পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর আসন সকাল ৮টায় বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবারের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সকল ট্রেনের স্বাভাবিক সময়সূচি বজায় থাকবে এবং যাত্রীসেবায় বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হবে।
