বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

মাহিকে জুতাপেটার হুমকি, নিঃশর্ত ক্ষমা চাইলেন নৌকার সমর্থক

মাহিয়া মাহি ও মাহাবুর রহমান। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে হুমকি দিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন নৌকার প্রার্থীর এক সমর্থক। মাহাবুর রহমান মাহাম নামে এই যুবককে তলব করা হয় আদালতে।

বুধবার (২৭ ডিসেম্বর) আদালতে হাজির হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি।

এ সময় আদালতের বিচারক নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আবু সাঈদ তাকে নিজ কামরায় ডেকে নেন। আপত্তিকর মন্তব্যের ভিডিওর বিষয়ে মাহাবুর রহমান মাহাম আদালতের কাছে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান। আদালত পরবর্তীতে এমন কোনো কর্মকাণ্ড না ঘটানোর শর্তে তাকে ওই অভিযোগ থেকে মুক্তি দেন।

পরে আদালতের বাইরে রাজশাহী-১ আসনের নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট এজাজুর রহমান মানু জানান, ভুলবশত এমন একটি ভিডিও বার্তা প্রকাশ করায় অভিযুক্ত ক্ষমা চেয়েছেন। তাকে আদালত শর্ত সাপেক্ষে ক্ষমা করেছে।

রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামের ছদের আলীর ছেলে মাহাবুর রহমান মাহাম। তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের গাড়ি ভাঙচুর মামলার আসামি। বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দেন।

অভিযুক্ত মাহাম জানান, ২৮ বছর বয়সে তিনি এমপি ওমর ফারুক ছাড়া কারো রাজনৈতিক আদর্শ দেখেননি। তাই তাকে নিয়ে প্রতিপক্ষ কটাক্ষ করায় তিনি থেমে থাকতে পারেননি। আবেগের বশে একটি ভিডিও বার্তা প্রকাশ করে ফেলেন। অবশ্য এ নিয়ে তিনি বেশ অনুতপ্ত। বলেছেন মাহিয়া মাহি আমার বোনের মতো, আমার ভুল হয়ে গেছে।

উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে উদ্দেশ্য করে মাহাম এক ভিডিও প্রকাশ করেন। তাতে জুতা দেখিয়ে তিনি বলছেন, ‘আপনার মতো মাহিয়া মাহিকে, এই যে দেখছেন এই জুতা? এই জুতা দিয়ে, একদম জুতা দিয়ে পেটানো উচিত।’ আপত্তিকর এই মন্তব্যের অভিযোগে সৈনিক লীগের ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি।

এ ঘটনায় মাহিয়া মাহির পক্ষে তানোর থানায় একটি অভিযোগ করেন তার ফুপাতো ভাই মো. জাহেদুল ইসলাম। থানায় দেয়া অভিযোগে মাহাবুর রহমানের ফেসবুকে প্রকাশিত ভিডিওর কথা উল্লেখ করে বলা হয়, ভিডিও প্রকাশের পর মাহি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অবশ্য ওই ঘটনায় নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী বলছেন, তার বিরুদ্ধে কুৎসা রটালে, বাজে কথা বললে তার ভক্ত অনুসারীরা এমন কাণ্ড ঘটাতেই পারে। মাহিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ফারুক চৌধুরী সম্পর্কে বাজে কথা বললে সমর্থকরা যে কোনো সময়, যে কোনো কিছু ঘটাতে পারে, তাই সাবধানে কথা বলতে হবে।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টার সময় চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ সংলগ্ন মহলদার আম্রকাননে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জহিরুল ইসলাম।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সেন দেবাশিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা বিপন্ন কর্মকর্তা সহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, জেলা আমি ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ কুদ্দুস মহলদার প্রমুখ।

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ শুরু। ছবি: ঢাকাপ্রকাশ

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় এবারের মৌসুমে ২৩'শ ১১ হেক্টর জমিতে ৩৫ হাজার ৩'শ ৫৪ মেট্রিক টন বিভিন্ন জাতের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জহিরুল ইসলাম কেমিক্যাল মুক্ত চুয়াডাঙ্গার উৎকৃষ্ট মানের আম সারা দেশে ছড়িয়ে দেয়ার উপরে গুরুত্বারোপ করেন।

Header Ad
Header Ad

ময়মনসিংহ-১১ আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ। ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাব নগর থেকে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক এই সংসদ সদস্যকে। তিনি ওই মামলার ১৪ নম্বর এজাহারনামীয় আসামি।

গত বছরের ১৯ জুলাই, দুপুর ২টার দিকে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী বউবাজার রোডের একটি মাদ্রাসার সামনে গুলিবিদ্ধ হন ১৮ বছর বয়সী মোহাম্মদ আরিফ। তিনি ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার প্রায় এক মাস পর, ২৬ আগস্ট নিহত আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ১৪ নম্বর আসামি।

ডিএমপির তথ্যমতে, শুধু একটি নয়—বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া অন্তত চারটি মামলায় এজাহারনামীয় আসামি কাজিম উদ্দিন। গোপন তথ্য ও প্রযুক্তিগত নজরদারির ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে রাজধানীর আফতাব নগর এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Header Ad
Header Ad

কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে কারাগার থেকেই দেশবাসীকে সতর্ক করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, “কোনও অবস্থাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করা যাবে না।” একইসঙ্গে সতর্ক করে দেন যে, “মোদী প্রতিশোধ নিতে পারেন” এবং পাকিস্তানকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

কারাবন্দি ইমরানের সঙ্গে দেখা করে বেরিয়ে তার বোন আলিমা খান এ বার্তা গণমাধ্যমের কাছে তুলে ধরেন। এরপর সাবেক প্রধানমন্ত্রীর বার্তাটি প্রকাশ করা হয় তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে। তবে কারাবন্দি থাকায় ইমরান সরাসরি এক্স হ্যান্ডলটি পরিচালনা করতে পারছেন না।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন–এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও প্রস্তুতি জরুরি। পাকিস্তানকে এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ মোদী প্রতিশোধ নেবেনই।”

সাবেক এই প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে আরও বলেন, “এই দেশ আমার, সেনাবাহিনীও আমার-এ কথা আমি সবসময় বলে এসেছি। আমাদের বীর সেনারা আকাশপথে এবং স্থলপথে মোদীকে পরাস্ত করেছে।”

ভারতের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে ইমরান খান বলেন, “ভারত সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এতে বহু সাধারণ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের পাশে আছি।”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তান বিমান বাহিনী (পিএএএফ) অসাধারণ দক্ষতায় জবাব দিয়েছে।”

সাবেক প্রধানমন্ত্রী কারাগারে থাকলেও তার রাজনৈতিক অবস্থান ও বার্তাগুলোর মাধ্যমে প্রমাণ করছেন, তিনি এখনো দেশ ও জাতির স্বার্থে সক্রিয় এবং সতর্ক।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন
ময়মনসিংহ-১১ আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন গ্রেপ্তার
কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান খান
এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোগনা
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে প্রাণ গেল বিজিবি সদস্যের
সোহরাওয়ার্দী উদ্যানে ভাসমান দোকান উচ্ছেদ
অভিনেতা মিশাকে মারধরের ভিডিও ভাইরাল, যা জানা গেল
দ্বিতীয় দিনেও রাজপথে জবি শিক্ষার্থীরা, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন
ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল
ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০
রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আমরা ভারতের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: শেহবাজ শরিফ
পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ নার্সিং শিক্ষার্থীরা, শাহবাগে যান চলাচল শুরু
অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, পাবেন চাকরিও
বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান!
বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
আ.লীগ সরকারের করা চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক