সারাদেশ

নওগাঁয় ডিবি পরিচয়ে ৪ লক্ষাধিক টাকাসহ গ্রামীণফোনের দুই কর্মচারীকে অপহরণ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম

নওগাঁয় ডিবি পরিচয়ে ৪ লক্ষাধিক টাকাসহ গ্রামীণফোনের দুই কর্মচারীকে অপহরণ
ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর আত্রাই উপজেলার রসুলপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গ্রামীণফোনের দুই কর্মচারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে চার লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত রোববার (৫ অক্টোবর) এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

গ্রামীণফোনের স্থানীয় ডিস্ট্রিবিউটর আব্দুল ওয়াদুদ খান জানান, তারা দুই কর্মচারী মিনহাজ ও তারেক প্রতিদিনের মতো সোমবার বিভিন্ন মার্কেট থেকে টাকা সংগ্রহ করে আত্রাই ফিরছিলেন। রসুলপুর এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে। গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক মিনহাজ ও তারেককে মাইক্রোবাসে তুলে নেয়।

পরে তাদের কাছ থেকে রক্ষিত মার্কেটিংয়ের চার লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার প্রায় ঘণ্টা দুয়েক পর বিকেল পাঁচটার দিকে বগুড়ার শেরপুর এলাকায় তাদের ফেলে রেখে ছিনতাইকারীরা মাইক্রোবাসসহ পালিয়ে যায়।

এ বিষয়ে ছিনতাইয়ের শিকার তারেক সোমবার (৬ অক্টোবর) রাতে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান ঢাকাপ্রকাশকে নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারসহ ছিনতাইকৃত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।