সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

স্থানীয় উৎসের গ্যাস অনুসন্ধানে অবহেলা, সংকটে দেশ

গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছে। একদিকে গ্যাসের মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে অন্যদিকে জ্বালানি আমদানি নির্ভরতা বাড়ছে। এভাবে চলতে থাকলে এক সময় পুরো জ্বালানি আমদানিনির্ভর একটি দেশে পরিণত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, বরাবরই নতুন গ্যাসকূপ অনুসন্ধানের চেয়ে আমদানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমদানি ব্যয়ও বেড়েছে। একারণেই মূলত আজকের এ সংকট।

ভূতত্ত্ববিদরা মনে করছেন বাংলাদেশে প্রচুর গ্যাস রয়েছে। কিন্তু সেই সম্ভাবনাকে মাথায় নিয়ে কখনোই তেমনি অনুসন্ধানকাজ চালানো হয়নি। বারবার বলা হয়েছে বাপেক্সকে শক্তিশালী করার কথা। কিন্তু কার্যত তেমন কিছুই হয়নি।

অনুসন্ধানে অবহেলা

মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়ে এবং অস্ট্রেলিয়ার তুলনায় বাংলাদেশ তার মজুদ খুঁজে বের করতে এবং ট্যাপ করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। শুধু তাই নয় ভারতের ত্রিপুরা রাজ্যের তুলনায়ও বাংলাদেশ অনুসন্ধান কূপ খনন করেছে কম। ত্রিপুরার মতো ছোট্ট একটি রাজ্য যেখানে ১৫০টি অনুসন্ধান কূপ খনন করেছে সেখানে বাংলাদেশ এ পর্যন্ত অনুসন্ধান কূপ খনন করেছে প্রায় ১০০টি ।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম অনুসন্ধানকারী দেশের তালিকায় অন্তর্ভূক্ত। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মাত্র এক তৃতীয়াংশ গ্যাস অনুসন্ধান করা হয়েছে। গ্যাস আবিষ্কারের সাফল্য যদিও এখানে বৈশ্বিক গড় থেকে অনেক বেশি, তারপরও এখানে অনুসন্ধান কমই হয়েছে।

এ ছাড়া, গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের বিশাল সমুদ্রা সীমা রয়েছে যেটা ২৬টি ব্লকে বিভক্ত। এর মধ্যে ২৩টিই এখনো উন্মুক্ত। মাত্র তিনটি ব্লকে ভারত ও সিঙ্গাপুরের তেল কোম্পানি অনুসন্ধান চালাচ্ছে।

অথচ ২০১২ সালে মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র বিরোধ মিটে যাওয়ার পর দুটি দেশই তাদের সমুদ্রসীমা দ্রুত অনসন্ধান চালিয়ে গ্যাস আবিষ্কারও করেছে। ইতিমধ্যে মিয়ানমার তার আবিষ্কৃত গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে। ভারত ২০২৩ সাল থেকে উত্তোলন শুরু করবে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সঙ্কটকে রাশিয়াা-ইউক্রেন যুদ্ধের ফলাফল হিসেবে দাবি করা হলেও তা আংশিক সত্য। মাটির নিচ থেকে গ্যাস উত্তোলনে কাজ না করা এই সঙ্কটের অন্যতম কারণ।

আমদানিনির্ভরতা বাড়ছে

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি খাতের পরিকল্পনাতেই গলদ রয়েছে। পরিকল্পনায় উৎপাদনের চেয়ে আমদানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের মহাপরিকল্পনা ‘পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান-২০১৬’ দেখলেও বিষয়টি পরিষ্কার হয়। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করতে যে জ্বালানি লাগবে তার ৪০ ভাগই আমদানি করতে হবে। এটা ২০৪০ সালের মধ্যে হবে ৯০ ভাগ।

পেট্রোবাংলা বলছে, ২০২৩ সালের মধ্যে গ্যাসের উৎপাদন কমে যাবে। তাই আমদানি করে চাহিদা পূরণ করতে হবে। প্রতিষ্ঠানটি আমদানির উপর গুরুত্ব দিলেও অনুসন্ধানে গুরুত্ব দেয়নি।

বছরের পর বছর শুধু উৎপাদনের সক্ষমতা বাড়ানো হয়েছে। কিন্তু এগুলো কীভাবে চলবে, জ্বালানির সংস্থান কীভাবে করতে হবে সেগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা করা হয়নি। যেকারণে আজ দেখা যাচ্ছে বিদ্যুৎকেন্দ্রগুলো জ্বালানির অভাবে পড়ে আছে।

জ্বালানি বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম ঢাকাপ্রকাশ-কে বলেন, এখন জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে জোর দিতে হবে। অনেক আগেই এমনটা করা উচিত ছিল। তাহলে আজ এত খারাপ অবস্থা হতো না।

অবশেষে অনুসন্ধানে মনোযোগ

পরিস্থিতি জটিল হওয়ার পরিপ্রেক্ষিতে অবশেষে সরকার নিজস্ব অনুসন্ধানে মনোযোগ বাড়িয়েছে। সম্প্রতি ৪৬টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ বলছে, এখান থেকে জাতীয় গ্রিডে ভাল পরিমাণে গ্যাস যুক্ত করা সম্ভব হবে।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক বিবৃতিতে জানান, নিজস্ব জ্বালানির অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধি ও কূপগুলোর আরও গভীরে খনন করার জন্য গ্যাসের অনুসন্ধান কাজ চালাচ্ছে সরকার। আগামী তিন বছরের জন্য একটা আপগ্রেডেশন, ওয়ার্ক অর্ডারের স্বল্পমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। ৪৬টি কূপ থেকে দৈনিক ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। 

আরইউ/এমএমএ/

 

Header Ad
Header Ad

রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের হেড কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

অবশেষে গুঞ্জন সত্যি হলো। রিয়াল মাদ্রিদের ডাগআউট ছেড়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচ হচ্ছেন ইতালিয় কোচ কার্লো আনচেলত্তি। চলতি লা লিগা মৌসুম শেষে, আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ৬৫ বছর বয়সী এই সফল কোচ।

এই মৌসুমটা রিয়াল মাদ্রিদের জন্য খুব একটা সুখকর যায়নি। একের পর এক শিরোপা হাতছাড়া হওয়ার কারণে ক্লাবটি চলছে চাপে আর অনিশ্চয়তায়। এরই মাঝে নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছেন আনচেলত্তি।

এদিকে, আনচেলত্তির জায়গায় রিয়ালের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসো। বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যমের দাবি, আলোনসো গ্যালাক্টিকোদের সঙ্গে তিন বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। চলতি বুন্দেসলিগা মৌসুম শেষে বায়ার লেভারকুজেনের কোচের দায়িত্ব ছেড়ে তিনি আনচেলত্তির স্থলাভিষিক্ত হবেন।

 

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্যমতে, রিয়াল মাদ্রিদ ও আলোনসোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। এমনকি আলোনসোর কোচিং স্টাফ নির্ধারণের কাজও প্রায় চূড়ান্ত। রিয়াল মাদ্রিদ চায়, ক্লাব বিশ্বকাপে এই গ্রীষ্মেই দলের দায়িত্ব নেবেন আলোনসো।

এদিকে, নিজের উত্তরসূরী হিসেবে আলোনসোকে পেয়ে খুশি আনচেলত্তিও। তিনি বলেন, “আমি শুনেছি আলোনসো বায়ার লেভারকুজেন ছাড়ছে। সে দারুণ কাজ করেছে। তার জন্য রিয়ালের দরজা খোলা আছে। কারণ সে ইতোমধ্যেই প্রমাণ করেছে যে, সে বিশ্বের অন্যতম সেরা কোচ।”

Header Ad
Header Ad

৮৪ বছর পর নাৎসি ইতিহাসের গোপন দলিল মিলল আর্জেন্টিনায়

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮৪ বছর পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের সুপ্রিম কোর্ট ভবনের নিচতলার একটি বেজমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে নাৎসি যুগের ৮৩টি বাক্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকেই এই বাক্সগুলো সেখানে সংরক্ষিত ছিল বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের জাদুঘর প্রদর্শনীর প্রস্তুতির সময় এসব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলের সন্ধান মেলে।

বাক্সগুলোর মধ্যে রয়েছে হিটলারের ছবি, প্রচারপত্র, পোস্টকার্ড, আলোকচিত্র ও হাজার হাজার নাৎসি পার্টির দলিল, যা অ্যাডলফ হিটলারের মতাদর্শ লাতিন আমেরিকায় ছড়িয়ে দেওয়ার প্রমাণ বহন করে। আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা বাক্স খুলেই দেখি, এই সামগ্রী সরাসরি নাৎসি মতবাদ ছড়ানোর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।”

জানা গেছে, ১৯৪১ সালের জুনে, জাপানি স্টিমার “নান-আ-মারু”-তে করে বাক্সগুলো জার্মানির টোকিও দূতাবাস থেকে আর্জেন্টিনায় আসে। সে সময় আর্জেন্টিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ছিল। কিন্তু চালানটি কাস্টমস কর্তৃপক্ষের নজরে পড়লে পাঁচটি বাক্স খুলে দেখা হয় এবং সেখান থেকেই নাৎসি প্রচারসামগ্রীর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর আদালতের নির্দেশে বাক্সগুলো সুপ্রিম কোর্টের হেফাজতে নেওয়া হয়।

তবে এত বছর পর এই দলিলগুলো কিভাবে হারিয়ে গিয়েছিল এবং কেন তা নিয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তা স্পষ্ট নয়। বর্তমানে সুপ্রিম কোর্টের হেফাজতে থাকা এই দলিলগুলো উচ্চ নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হচ্ছে। একইসঙ্গে, বুয়েনস আইরেস হলোকাস্ট মিউজিয়াম-কে এগুলোর সংরক্ষণ, তালিকাভুক্তকরণ ও গবেষণার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই নথিগুলো লাতিন আমেরিকায় নাৎসি উপস্থিতি, তাদের আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থায়ন নেটওয়ার্ক সম্পর্কে নতুন আলোকপাত করতে পারে, যা ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Header Ad
Header Ad

যমজ সন্তানের মা হয়েছেন অ্যাম্বার হার্ড, বাবার পরিচয় নিয়ে ধোঁয়াশা

অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

হলিউড তারকা অ্যাম্বার হার্ড মা হয়েছেন যমজ সন্তানের, তবে কে এই শিশুদের বাবা—তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। মা দিবসের দিন ইনস্টাগ্রামে নিজের নতুন জীবন পর্বের কথা জানান অ্যাম্বার। নতুন দুই সন্তানের নাম রেখেছেন অ্যাগনেস ও ওশান।

নিজের অনুভূতি জানিয়ে অ্যাম্বার বলেন, “আমি মাতৃত্বকে বেছে নিয়েছি নিজের শর্তে। বন্ধ্যাত্বের মতো চ্যালেঞ্জ অতিক্রম করে আজ এই জায়গায় পৌঁছানো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।” তিনি আরও জানান, বহু বছর ধরে তিনি নিজের একটি পরিবার চেয়ে এসেছেন।

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী ২০২১ সালে কন্যা সন্তান উনাহ্‌-কে দত্তক নিয়েছিলেন। সে সময়ই নিজের গর্ভে সন্তান ধারণের সিদ্ধান্ত নেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল মায়েদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় অ্যাম্বার লেখেন, “আপনারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, মাতৃত্বে পৌঁছানোর যাত্রাটা যেমনই হোক, আমি এবং আমার স্বপ্নের পরিবার আপনাদের সঙ্গে আজকের দিনটি উদযাপন করছি।”

অ্যাম্বার হার্ডের ব্যক্তিগত জীবন নানা কারণে আলোচনায় এসেছে। ২০১৫ সালে অভিনেতা জনি ডেপকে বিয়ে করলেও, পরের বছরই তাদের বিচ্ছেদ ঘটে। সেই সম্পর্ক ঘিরে ছিলো নির্যাতন ও মানহানির মামলার বিতর্ক। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র—দুই দেশেই উচ্চ-প্রোফাইল আইনি লড়াইয়ে জড়ান তারা। এসব মামলায় কখনো জয়, কখনো পরাজয় আসে দুই পক্ষের জন্যই।

ডেপের সঙ্গে বিচ্ছেদের পর হার্ডের সম্পর্কের গুঞ্জন উঠে প্রযুক্তি দুনিয়ার আলোচিত ব্যক্তিত্ব ইলন মাস্কের সঙ্গে। যদিও অ্যাম্বার তার যমজ সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি, তবে অনেকেই ধারণা করছেন, এই সন্তানের পিতৃত্বে হয়তো ইলন মাস্কই জড়িত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের হেড কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি
৮৪ বছর পর নাৎসি ইতিহাসের গোপন দলিল মিলল আর্জেন্টিনায়
যমজ সন্তানের মা হয়েছেন অ্যাম্বার হার্ড, বাবার পরিচয় নিয়ে ধোঁয়াশা
শাহবাগ-যমুনার সামনে বসে যা তা বলা যাবে না: এ্যানি চৌধুরী
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন
চুয়াডাঙ্গায় কিশোর রিশাদকে কুপিয়ে হত্যা, ঘাতক পলাতক
কঠিন সমীকরণ মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
‘যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি’
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট
চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন
বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ
আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই
সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশুর, অটোরিকশার ধাক্কায় সড়কেই ঝড়ল প্রাণ
রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পেলেন জাবি আলোনসো
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড