সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ব্যয় কমাতে সরকারের উদ্যোগ যেভাবে সফল হতে পারে

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও বিশ্বব্যাপী সংকটের মধ্যে ব্যয় কমাতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সরকার বিদ্যুৎ সাশ্রয়, জরুরি কাজ ছাড়া অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে আট দফা নির্দেশনাও দেওয়া হয়েছে।

কিন্তু ব্যয় কমাতে সরকারের এসব উদ্যোগ কতোটা সফল হবে— এই নিয়ে নানামহলে নানা হিসাব-নিকাষ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারপ্রধান যখন বলেছেন, অবশ্যই তা বাস্তবায়ন হতে হবে। প্রয়োজনে বাজেট কমিয়ে দিতে হবে। একই সঙ্গে কঠোরভাবে মনিটরিং করতে হবে। তাহলেই ব্যয় কমাতে সরকারের উদ্যোগ সফল হবে।

সরকারের ব্যয় কমানোর উদ্যোগকে কিভাবে দেখছেন জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর ঢাকাপ্রকাশ’কে বলেন, ‘ব্যয় কমাতে বিভিন্ন উদ্যোগের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে— এটা ভালো উদ্যোগ। তবে লোডশেডিংয়ের চেয়ে বিদ্যুতের দাম বাড়ানো বেশি ইতিবাচক। কারণ লোডশেডিংয়ের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে। শিল্প কারখানায়ও নতুন করে বিদ্যুৎ সরবরাহের আয়োজন করতে হবে। জেনারেটরের ব্যবহার বাড়াতে হবে। তাই এটা অর্থনৈতিকভাবে তেমন ইতিবাচক হবে না। এরচেয়ে বিদ্যুতের দাম বাড়ালে বেশি লাভজনক হবে। যার যতটুকু দরকার সে ততোটুকু ব্যবহার করবে। যার দরকার হবে না তাকে বাড়তি টাকা পরিশোধ করতে হবে না। এতে বিদ্যুতের ব্যবহারও কমে যাবে।

সরকারি সব দপ্তরে বিদ্যুতের ২৫ শতাংশ ব্যবহার কমানোর নির্দেশনা দেওয়ার পরও দেখা যাচ্ছে অনেক জায়গায় সেটি বাস্তবায়ন হচ্ছে না। তাহলে ২৫ শতাংশ বিদ্যুৎ কিভাবে কার্যকর হবে? এমন প্রশ্নের উত্তরে এই অর্থনীতিবিদ বলেন, ‘সরকারপ্রধান যা বলেন, তা কার্যকর করা সরকারি কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব। তাই সরকারকে শক্তভাবে বিদ্যুতের ব্যবহার মনিটরিং করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিসভা থেকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে বাজেট কমিয়ে দিতে হবে। তাহলে যে যার মতো আর বিদ্যুৎ ও এসির ব্যবহার করতে পাববে না। কমিয়ে দেবে।

সরকারের সাবেক সচিব ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি ড. গোলাম রহমান বলেছেন, ‘ব্যয় কমাতে সরকারপ্রধান যখন উদ্যোগ নিয়েছেন তা সফল হতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা জারিও করা হয়েছে। কাজেই সব মন্ত্রণালয়কেই তা মানতে হবে। অফিস সময়ে আগের মতো এসি, বিদ্যুৎ ব্যবহারের সুযোগ নেই। সরকারপ্রধান ভেবে চিন্তে উদ্যোগ নিয়েছেন, নির্দেশনাও দিয়েছেন। তবে কৃষি ও শিল্প কারখানায় বিদ্যুতের ব্যবহারে খুবই সচেতনা অবলম্বন করতে হবে। কারণ কৃষির ক্ষতি হলে সমস্যা। উৎপাদন কমে যাবে। আবার শিল্পের উৎপাদন ব্যাহত হলেও সমস্যা। সরবরাহ ও রপ্তানি কমে যাবে। তাই সংশ্লিষ্ট সবার সজাগ দৃষ্টি রাখতে হবে কৃষি ও শিল্পের ক্ষেত্রে।’

তিনি আরও বলেন, ‘সরকারপ্রধানের এমন উদ্যোগ সফল হোক এটা আমিও চাই। আশা করি খুব অল্প সময়ে এই সংকট কেটে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সফল হবে।’

উল্লেখ্য, গত বুধবার (২০ জুলাই) ব্যয় সাশ্রয়ে কার্যকর কর্মপন্থা নিরূপণের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিবদের সঙ্গে বৈঠক শেষে ব্যয় কমাতে আট দফা নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। তিনি রাজস্ব ব্যয় সংকোচন, উন্নয়ন ব্যয়ের সর্বোত্তম ব্যবহার, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সব সচিবকে অনুরোধ জানান।

কোভিড পরবর্তী অর্থনৈতিক অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সংকট দেখা দিয়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। রপ্তানির তুলনায় আমদানি ব্যয় বাড়ছে। জ্বালানিসহ নিত্যপণ্য কেনার জন্য বাড়ছে ব্যয়। আগের চেয়ে রেমিটেন্সও কমে যাচ্ছে। তাই ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংককে রিজার্ভ থেকে প্রায় দিন টাকার অবমূল্যায়ন করে ডলার বিক্রি করতে হচ্ছে। ডলারের দাম বাড়তে বাড়তে ৯৩ টাকা ৯৫ পয়সা হয়ে গেছে। খোলা মার্কেটে আরও বেশি। কয়েক মাসের মধ্যে টাকার অবমূল্যায়ন ১০ শতাংশ ছাড়িয়েছে। আর রিজার্ভ ৪৮ বিলিয়ন থেকে ৪০ বিলিয়নে নেমে গেছে।

এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের হেড কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

অবশেষে গুঞ্জন সত্যি হলো। রিয়াল মাদ্রিদের ডাগআউট ছেড়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচ হচ্ছেন ইতালিয় কোচ কার্লো আনচেলত্তি। চলতি লা লিগা মৌসুম শেষে, আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ৬৫ বছর বয়সী এই সফল কোচ।

এই মৌসুমটা রিয়াল মাদ্রিদের জন্য খুব একটা সুখকর যায়নি। একের পর এক শিরোপা হাতছাড়া হওয়ার কারণে ক্লাবটি চলছে চাপে আর অনিশ্চয়তায়। এরই মাঝে নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছেন আনচেলত্তি।

এদিকে, আনচেলত্তির জায়গায় রিয়ালের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসো। বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যমের দাবি, আলোনসো গ্যালাক্টিকোদের সঙ্গে তিন বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। চলতি বুন্দেসলিগা মৌসুম শেষে বায়ার লেভারকুজেনের কোচের দায়িত্ব ছেড়ে তিনি আনচেলত্তির স্থলাভিষিক্ত হবেন।

 

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্যমতে, রিয়াল মাদ্রিদ ও আলোনসোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। এমনকি আলোনসোর কোচিং স্টাফ নির্ধারণের কাজও প্রায় চূড়ান্ত। রিয়াল মাদ্রিদ চায়, ক্লাব বিশ্বকাপে এই গ্রীষ্মেই দলের দায়িত্ব নেবেন আলোনসো।

এদিকে, নিজের উত্তরসূরী হিসেবে আলোনসোকে পেয়ে খুশি আনচেলত্তিও। তিনি বলেন, “আমি শুনেছি আলোনসো বায়ার লেভারকুজেন ছাড়ছে। সে দারুণ কাজ করেছে। তার জন্য রিয়ালের দরজা খোলা আছে। কারণ সে ইতোমধ্যেই প্রমাণ করেছে যে, সে বিশ্বের অন্যতম সেরা কোচ।”

Header Ad
Header Ad

৮৪ বছর পর নাৎসি ইতিহাসের গোপন দলিল মিলল আর্জেন্টিনায়

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮৪ বছর পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের সুপ্রিম কোর্ট ভবনের নিচতলার একটি বেজমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে নাৎসি যুগের ৮৩টি বাক্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকেই এই বাক্সগুলো সেখানে সংরক্ষিত ছিল বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের জাদুঘর প্রদর্শনীর প্রস্তুতির সময় এসব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলের সন্ধান মেলে।

বাক্সগুলোর মধ্যে রয়েছে হিটলারের ছবি, প্রচারপত্র, পোস্টকার্ড, আলোকচিত্র ও হাজার হাজার নাৎসি পার্টির দলিল, যা অ্যাডলফ হিটলারের মতাদর্শ লাতিন আমেরিকায় ছড়িয়ে দেওয়ার প্রমাণ বহন করে। আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা বাক্স খুলেই দেখি, এই সামগ্রী সরাসরি নাৎসি মতবাদ ছড়ানোর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।”

জানা গেছে, ১৯৪১ সালের জুনে, জাপানি স্টিমার “নান-আ-মারু”-তে করে বাক্সগুলো জার্মানির টোকিও দূতাবাস থেকে আর্জেন্টিনায় আসে। সে সময় আর্জেন্টিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ছিল। কিন্তু চালানটি কাস্টমস কর্তৃপক্ষের নজরে পড়লে পাঁচটি বাক্স খুলে দেখা হয় এবং সেখান থেকেই নাৎসি প্রচারসামগ্রীর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর আদালতের নির্দেশে বাক্সগুলো সুপ্রিম কোর্টের হেফাজতে নেওয়া হয়।

তবে এত বছর পর এই দলিলগুলো কিভাবে হারিয়ে গিয়েছিল এবং কেন তা নিয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তা স্পষ্ট নয়। বর্তমানে সুপ্রিম কোর্টের হেফাজতে থাকা এই দলিলগুলো উচ্চ নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হচ্ছে। একইসঙ্গে, বুয়েনস আইরেস হলোকাস্ট মিউজিয়াম-কে এগুলোর সংরক্ষণ, তালিকাভুক্তকরণ ও গবেষণার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই নথিগুলো লাতিন আমেরিকায় নাৎসি উপস্থিতি, তাদের আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থায়ন নেটওয়ার্ক সম্পর্কে নতুন আলোকপাত করতে পারে, যা ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Header Ad
Header Ad

যমজ সন্তানের মা হয়েছেন অ্যাম্বার হার্ড, বাবার পরিচয় নিয়ে ধোঁয়াশা

অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

হলিউড তারকা অ্যাম্বার হার্ড মা হয়েছেন যমজ সন্তানের, তবে কে এই শিশুদের বাবা—তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। মা দিবসের দিন ইনস্টাগ্রামে নিজের নতুন জীবন পর্বের কথা জানান অ্যাম্বার। নতুন দুই সন্তানের নাম রেখেছেন অ্যাগনেস ও ওশান।

নিজের অনুভূতি জানিয়ে অ্যাম্বার বলেন, “আমি মাতৃত্বকে বেছে নিয়েছি নিজের শর্তে। বন্ধ্যাত্বের মতো চ্যালেঞ্জ অতিক্রম করে আজ এই জায়গায় পৌঁছানো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।” তিনি আরও জানান, বহু বছর ধরে তিনি নিজের একটি পরিবার চেয়ে এসেছেন।

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী ২০২১ সালে কন্যা সন্তান উনাহ্‌-কে দত্তক নিয়েছিলেন। সে সময়ই নিজের গর্ভে সন্তান ধারণের সিদ্ধান্ত নেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল মায়েদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় অ্যাম্বার লেখেন, “আপনারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, মাতৃত্বে পৌঁছানোর যাত্রাটা যেমনই হোক, আমি এবং আমার স্বপ্নের পরিবার আপনাদের সঙ্গে আজকের দিনটি উদযাপন করছি।”

অ্যাম্বার হার্ডের ব্যক্তিগত জীবন নানা কারণে আলোচনায় এসেছে। ২০১৫ সালে অভিনেতা জনি ডেপকে বিয়ে করলেও, পরের বছরই তাদের বিচ্ছেদ ঘটে। সেই সম্পর্ক ঘিরে ছিলো নির্যাতন ও মানহানির মামলার বিতর্ক। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র—দুই দেশেই উচ্চ-প্রোফাইল আইনি লড়াইয়ে জড়ান তারা। এসব মামলায় কখনো জয়, কখনো পরাজয় আসে দুই পক্ষের জন্যই।

ডেপের সঙ্গে বিচ্ছেদের পর হার্ডের সম্পর্কের গুঞ্জন উঠে প্রযুক্তি দুনিয়ার আলোচিত ব্যক্তিত্ব ইলন মাস্কের সঙ্গে। যদিও অ্যাম্বার তার যমজ সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি, তবে অনেকেই ধারণা করছেন, এই সন্তানের পিতৃত্বে হয়তো ইলন মাস্কই জড়িত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের হেড কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি
৮৪ বছর পর নাৎসি ইতিহাসের গোপন দলিল মিলল আর্জেন্টিনায়
যমজ সন্তানের মা হয়েছেন অ্যাম্বার হার্ড, বাবার পরিচয় নিয়ে ধোঁয়াশা
শাহবাগ-যমুনার সামনে বসে যা তা বলা যাবে না: এ্যানি চৌধুরী
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন
চুয়াডাঙ্গায় কিশোর রিশাদকে কুপিয়ে হত্যা, ঘাতক পলাতক
কঠিন সমীকরণ মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
‘যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি’
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট
চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন
বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ
আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই
সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশুর, অটোরিকশার ধাক্কায় সড়কেই ঝড়ল প্রাণ
রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পেলেন জাবি আলোনসো
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড