সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বিদায়ী অর্থবছরে রেকর্ড ঋণ ও অনুদান পেয়েছে বাংলাদেশ

বিদায়ী অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগিদের কাছ থেকে আগের বছরের চেয়ে ২০৫ কোটি ডলারেরও বেশি ঋণ নিয়েছে। করোনার ধকল সামলাতে ও উন্নয়ন ব্যয় মেটাতে বাজেট সাপোর্টের জন্য সরকার এই ঋণ নিয়েছিল। যা এক বছরের ব্যবধানে ২৫ শতাংশের বেশি। একই সঙ্গে সরকার ঋণ পরিশোধও করেছে সাত শতাংশের বেশি। আর উন্নয়ন সহযোগিদের প্রতিশ্রুতির পরিমান কমেছে ১৫ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবেলা করতে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও দারিদ্র বিমোচনে বিভিন্ন দেশ ও উন্নয়ন সংস্থা অল্প সময়ে বেশি ঋণ দিয়েছে। কিন্তু চলতি অর্থবছরে তেমনটা হবে না। অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইআরডির প্রতিবেদন সূত্রে জানা যায়, বিদায়ী অর্থবছরে (২০২১-২২) বিভিন্ন বিদেশি উন্নয়ন সহযোগিরা বাংলাদেশকে ঋণ ও অনুদান দিয়েছে এক হাজার কোটি ডলারের বেশি। এরমধ্যে অনুদান (যা পরিশোধ করতে হবে না) ১৯ কোটি ৭৬ লাখ ডলার এবং ঋণ হচ্ছে ৯৮১ কোটি ডলার। আগের অর্থবছরে তারা ঋণ ও অনুদান দিয়েছিলো ৭৯৫ কোটি ৭৫ লাখ ডলার। এরমধ্যে অনুদান ৫০ কোটি ৮৮ লাখ ডলার ও ঋণ ৭৪৪ কোটি ৮৬ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশ ঋণ বেশি পেয়েছে ২০৫ কোটি ডলারের বেশি বা ২৫ দশমিক ৭৭ শতাংশ।

বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে এডিবি ২৬৫ কোটি ৮৭ লাখ ডলার। এরপর জাইকা ২২০ কোটি ৭৮ লাখ ডলার। তৃতীয় স্থানে রয়েছে বিশ্বব্যাংকের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা(আইডিএ) ১৬৬ কোটি ৭৫ লাখ। এরপর এআইআইবি দিয়েছে ২৯ কোটি ৭৫ লাখ ডলার। এছাড়া রাশিয়াসহ বিভিন্ন দেশ ও সংস্থাও বাংলাদেশকে ঋণ দিয়েছে। বিদায়ী অর্থবছরে ভারত ও রাশিয়া কোনো ধরণের প্রতিশ্রুতি না দিলেও দেশ দুটি বাংলাদেশকে ৩২ কোটি ৪১ লাখ ও ১২২ কোটি ৪৫ লাখ ডলার ঋণ দিয়েছে। আর এআইআইবি নতুন হলেও বাজেট সাপোর্ট, কোভিট সাপোর্টসহ অন্যান্য ১৬টি প্রকল্প বাস্তবায়নে ঋণ দিয়েছে ২৯ কোটি ৭৫ লাখ ডলার।

স্বাধীনতার পর এ পর্যন্ত বাংলাদেশকে জাপান (জাইকা), চীন, বিশ্বব্যাংক, রাশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থা এ পর্যন্ত ঋণ ও অনুদান দিয়েছে ১১ হাজার ১৩৭ কোটি ডলার।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, বিদায়ী অর্থবছরে (২০২১-২২) ঋণ পরিশোধ করেছে ২০১ কোটি ৪১ লাখ ডলার। এরমধ্যে আসল ১৫২ কোটি ৪৯ লাখ ডলার ও সুদ ৪৮ কোটি ৯২ লাখ ডলার। যা আগের বছরে পরিশোধ করা হয়েছিলো ১৯১ কোটি ৪৮ লাখ ডলার। এরমধ্যে আসল ১৪১ কোটি ৮৬ লাখ ডলার ও সুদ ৪৯ কোটি ৬১ লাখ ডলার।

এক বছরের ব্যবধানে বাংলাদেশ ১১৪ কোটি ৮৭ লাখ টাকা বা সাত শতাংশের বেশি ঋণ পরিশোধ করেছে।

ইআরডি আরও জানায়, বিদায়ী অর্থবছরে উন্নয়ন সহযোগিরা বাংলাদেশকে ৮২০ কোটি ৫০ লাখ ডলার ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিল। এরমধ্যে অনুদান ৩৭ কোটি ৭৮ লাখ ডলার ও ঋণ ৭৮২ কোটি ৭১ লাখ ডলার। তারা আগের অর্থবছরে ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলো ৯৪৪ কোটি ২৩ লাখ ডলার। এরমধ্যে অনুদান ৭০ কোটি ও ঋণ ৮৭৪ কোটি ১৭ লাখ ডলার। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন সহযোগিরা ঋণ ও অনুদানের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার চেয়ে ১২৩ কোটি ৭৩ লাখ ডলার বা ১৫ শতাংশ কম দিয়েছে।

ওই প্রতিবেদনে আরও দেখা গেছে, স্বাধীনতার পর এ পর্যন্ত ১৬ হাজার ৯৪৪ কোটি ৩৮ লাখ ডলার সহযোগিতা ও ঋণ দিয়েছে উন্নয়ন সহযোগিরা।

বিশেষজ্ঞরা বলছেন, বিদায়ী অর্থবছর করোনাকালিন হওয়ায় অনেকে দ্রুত ঋণের ব্যবস্থা করেছে। কেউ বা অনুদানও দিয়েছে দ্রুত। সুনাম ধরে রাখতে তাই বাংলাদেশও তাদের ঋণ পরিশোধ ভালোভাবে করেছে। এটা ভালো দিক। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সামনে বাংলাদেশকেও কঠির অবস্থা মোকাবেলা করতে হতে পারে। তাই সামনের দিনগুলোতে বড় বড় ঋণের দায় বেশি করে পরিশোধ করতে হবে। তখন হয়ত একটু সমস্যা হবে।

বৈদেশিক ঋণ গ্রহণ ও পরিশোধ পরিস্থিতির ব্যাপারে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর ঢাকাপ্রকাশ-কে বলেন,‘ কোভিডের কারণেই বিদায়ী অর্থবছরে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও দারিদ্র বিমোচনের জন্য বেশি করে দ্রুত সময়ের মধ্যে তারা ঋণ দিয়েছে। কেউ বা অনুদানও দিয়েছে। এ জন্য ঋণ বিতরণ (ডিসবার্সমেন্ট) বেড়েছে। তবে সম্প্রতি সময়ে কোভিডের তেমন প্রভাব নেই। তাই চলতি অর্থবছরে ঋণ কমবে। তবে প্রকল্পের বাস্তবায়ন বেশি হলে তা বাড়তে পারে।

তিনি আরও বলেন,‘ বাংলাদেশ ঋণ বেশি করে পরিশোধ করেছে। এটা ভালো দিক। কিন্তু বিশ্বমন্দা যেভাবে চলছে তার ধাক্কা বাংলাদেশেও লাগতে পারে। অপরদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-১, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-৫, লাইন-৬, মাতাবাড়ি ১২০০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রজেক্ট, পদ্মা ব্রিজ রেল সংযোগ, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যমুনা নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজ প্রকল্প, কর্ণফুলী টানেল প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে ঋণ পরিশোধ করতে হবে। আবার ঋণ যেহেতু বাড়ছে তা পরিশোধের পরিমানও বাড়াতে হবে।’

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডি’র সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ২০টি মেগা প্রকল্পের বৈদেশিক অর্থায়ন সাশ্রয়ীভাবে হয়েছে, এটা বড় সন্তোষের জায়গা। তবে এসব মেগা প্রকল্পের বৈদেশিক ঋণ পরিশোধের সবচেয়ে বড় ধাক্কা আসবে ২০২৪ ও ২০২৬ সালে। এসব প্রকল্পে ৪৫টি ঋণ প্যাকেজের মধ্যে ৫টি অনুদান, ৩৩টি সাশ্রয়ী ঋণ প্যাকেজ, আধা-সাশ্রয়ী ২টি ও বাণিজ্যিকভাবে নিতে হয়েছে ৫টি ঋণ প্যাকেজ। যা চীন থেকে এসেছে। বৈদেশিক এই দায়-দেনা ১৭ শতাংশের নিচে রয়েছে।

এনএইচবি/এএস

Header Ad
Header Ad

রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের হেড কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

অবশেষে গুঞ্জন সত্যি হলো। রিয়াল মাদ্রিদের ডাগআউট ছেড়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচ হচ্ছেন ইতালিয় কোচ কার্লো আনচেলত্তি। চলতি লা লিগা মৌসুম শেষে, আগামী ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ৬৫ বছর বয়সী এই সফল কোচ।

এই মৌসুমটা রিয়াল মাদ্রিদের জন্য খুব একটা সুখকর যায়নি। একের পর এক শিরোপা হাতছাড়া হওয়ার কারণে ক্লাবটি চলছে চাপে আর অনিশ্চয়তায়। এরই মাঝে নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছেন আনচেলত্তি।

এদিকে, আনচেলত্তির জায়গায় রিয়ালের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক রিয়াল মিডফিল্ডার জাবি আলোনসো। বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যমের দাবি, আলোনসো গ্যালাক্টিকোদের সঙ্গে তিন বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। চলতি বুন্দেসলিগা মৌসুম শেষে বায়ার লেভারকুজেনের কোচের দায়িত্ব ছেড়ে তিনি আনচেলত্তির স্থলাভিষিক্ত হবেন।

 

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্যমতে, রিয়াল মাদ্রিদ ও আলোনসোর মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। এমনকি আলোনসোর কোচিং স্টাফ নির্ধারণের কাজও প্রায় চূড়ান্ত। রিয়াল মাদ্রিদ চায়, ক্লাব বিশ্বকাপে এই গ্রীষ্মেই দলের দায়িত্ব নেবেন আলোনসো।

এদিকে, নিজের উত্তরসূরী হিসেবে আলোনসোকে পেয়ে খুশি আনচেলত্তিও। তিনি বলেন, “আমি শুনেছি আলোনসো বায়ার লেভারকুজেন ছাড়ছে। সে দারুণ কাজ করেছে। তার জন্য রিয়ালের দরজা খোলা আছে। কারণ সে ইতোমধ্যেই প্রমাণ করেছে যে, সে বিশ্বের অন্যতম সেরা কোচ।”

Header Ad
Header Ad

৮৪ বছর পর নাৎসি ইতিহাসের গোপন দলিল মিলল আর্জেন্টিনায়

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮৪ বছর পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের সুপ্রিম কোর্ট ভবনের নিচতলার একটি বেজমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে নাৎসি যুগের ৮৩টি বাক্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকেই এই বাক্সগুলো সেখানে সংরক্ষিত ছিল বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের জাদুঘর প্রদর্শনীর প্রস্তুতির সময় এসব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলের সন্ধান মেলে।

বাক্সগুলোর মধ্যে রয়েছে হিটলারের ছবি, প্রচারপত্র, পোস্টকার্ড, আলোকচিত্র ও হাজার হাজার নাৎসি পার্টির দলিল, যা অ্যাডলফ হিটলারের মতাদর্শ লাতিন আমেরিকায় ছড়িয়ে দেওয়ার প্রমাণ বহন করে। আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা বাক্স খুলেই দেখি, এই সামগ্রী সরাসরি নাৎসি মতবাদ ছড়ানোর উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।”

জানা গেছে, ১৯৪১ সালের জুনে, জাপানি স্টিমার “নান-আ-মারু”-তে করে বাক্সগুলো জার্মানির টোকিও দূতাবাস থেকে আর্জেন্টিনায় আসে। সে সময় আর্জেন্টিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষ ছিল। কিন্তু চালানটি কাস্টমস কর্তৃপক্ষের নজরে পড়লে পাঁচটি বাক্স খুলে দেখা হয় এবং সেখান থেকেই নাৎসি প্রচারসামগ্রীর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর আদালতের নির্দেশে বাক্সগুলো সুপ্রিম কোর্টের হেফাজতে নেওয়া হয়।

তবে এত বছর পর এই দলিলগুলো কিভাবে হারিয়ে গিয়েছিল এবং কেন তা নিয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তা স্পষ্ট নয়। বর্তমানে সুপ্রিম কোর্টের হেফাজতে থাকা এই দলিলগুলো উচ্চ নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হচ্ছে। একইসঙ্গে, বুয়েনস আইরেস হলোকাস্ট মিউজিয়াম-কে এগুলোর সংরক্ষণ, তালিকাভুক্তকরণ ও গবেষণার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই নথিগুলো লাতিন আমেরিকায় নাৎসি উপস্থিতি, তাদের আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থায়ন নেটওয়ার্ক সম্পর্কে নতুন আলোকপাত করতে পারে, যা ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Header Ad
Header Ad

যমজ সন্তানের মা হয়েছেন অ্যাম্বার হার্ড, বাবার পরিচয় নিয়ে ধোঁয়াশা

অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

হলিউড তারকা অ্যাম্বার হার্ড মা হয়েছেন যমজ সন্তানের, তবে কে এই শিশুদের বাবা—তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। মা দিবসের দিন ইনস্টাগ্রামে নিজের নতুন জীবন পর্বের কথা জানান অ্যাম্বার। নতুন দুই সন্তানের নাম রেখেছেন অ্যাগনেস ও ওশান।

নিজের অনুভূতি জানিয়ে অ্যাম্বার বলেন, “আমি মাতৃত্বকে বেছে নিয়েছি নিজের শর্তে। বন্ধ্যাত্বের মতো চ্যালেঞ্জ অতিক্রম করে আজ এই জায়গায় পৌঁছানো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।” তিনি আরও জানান, বহু বছর ধরে তিনি নিজের একটি পরিবার চেয়ে এসেছেন।

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী ২০২১ সালে কন্যা সন্তান উনাহ্‌-কে দত্তক নিয়েছিলেন। সে সময়ই নিজের গর্ভে সন্তান ধারণের সিদ্ধান্ত নেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল মায়েদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় অ্যাম্বার লেখেন, “আপনারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, মাতৃত্বে পৌঁছানোর যাত্রাটা যেমনই হোক, আমি এবং আমার স্বপ্নের পরিবার আপনাদের সঙ্গে আজকের দিনটি উদযাপন করছি।”

অ্যাম্বার হার্ডের ব্যক্তিগত জীবন নানা কারণে আলোচনায় এসেছে। ২০১৫ সালে অভিনেতা জনি ডেপকে বিয়ে করলেও, পরের বছরই তাদের বিচ্ছেদ ঘটে। সেই সম্পর্ক ঘিরে ছিলো নির্যাতন ও মানহানির মামলার বিতর্ক। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র—দুই দেশেই উচ্চ-প্রোফাইল আইনি লড়াইয়ে জড়ান তারা। এসব মামলায় কখনো জয়, কখনো পরাজয় আসে দুই পক্ষের জন্যই।

ডেপের সঙ্গে বিচ্ছেদের পর হার্ডের সম্পর্কের গুঞ্জন উঠে প্রযুক্তি দুনিয়ার আলোচিত ব্যক্তিত্ব ইলন মাস্কের সঙ্গে। যদিও অ্যাম্বার তার যমজ সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি, তবে অনেকেই ধারণা করছেন, এই সন্তানের পিতৃত্বে হয়তো ইলন মাস্কই জড়িত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের হেড কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি
৮৪ বছর পর নাৎসি ইতিহাসের গোপন দলিল মিলল আর্জেন্টিনায়
যমজ সন্তানের মা হয়েছেন অ্যাম্বার হার্ড, বাবার পরিচয় নিয়ে ধোঁয়াশা
শাহবাগ-যমুনার সামনে বসে যা তা বলা যাবে না: এ্যানি চৌধুরী
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন
চুয়াডাঙ্গায় কিশোর রিশাদকে কুপিয়ে হত্যা, ঘাতক পলাতক
কঠিন সমীকরণ মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
‘যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি’
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট
চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন
বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ
আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই
সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশুর, অটোরিকশার ধাক্কায় সড়কেই ঝড়ল প্রাণ
রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পেলেন জাবি আলোনসো
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড