সমর্থকদের জয় উপহার দিতে টস হেরে বোালিংয়ে সিলেট

২৮ জানুয়ারি ২০২৩, ০৬:৩৬ পিএম | আপডেট: ৩০ মার্চ ২০২৩, ০৫:০৯ এএম


সমর্থকদের জয় উপহার দিতে টস হেরে বোালিংয়ে সিলেট

নবম বিপিএলে উড়তে থাকা সিলেট স্ট্রাইকারসের জয় দেখার জন্য মুখিয়ে আছে সিলেটবাসী। আগের দিন রংপুর রাইডার্সের কাছে খুবই বাজে ব্যাটিং করে সমর্থকদের হতাশায় ডুবিয়ে হার মেনেছিল ৬ উইকেটে।

শনিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেন্জার্সের বিপক্ষে জয় দেখার অপেক্ষায় তারা। তাদের সে আশা পূরণ করতে মুদ্রা নিক্ষেপে সিলেট জিততে পারেনি। চট্টগ্রাম টস জিতে ব্যাটিং করবে আগে।

সিলেটের একাদশে দুই পরিবর্তন। রেজাউর রহমান রাজার পরিবর্তে আকবর আলীকে সেরা একাদশে ফেরানো হয়েছে। টম মুরিসকে বাদ দিয়ে প্রথমবার খেলতে নামবেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। চট্টগ্রামের একাদশেও পরিবর্তন দুইটি।

উন্মুক্ত চাঁদের পরিবর্তে আবার ফিরিয়ে আনা হয়েছে বিজয়াকান্তকে। একইভাবে ফিরিয়ে আনা হয়েছে নাহিদুজ্জামানকে। একাদশের বাইরে চলে গেছেন আবার তাইজুল ইসলাম।

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, টম মুরস, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্স: শুভাগত হোম ( অধিনায়ক), ম‌্যা্ক্সওয়েল প‌্যাটট্রিক, বিজয়াকান্তে, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, কার্টিস ক‌্যাম্ফার বিজয়াকান্তে, মৃত‌্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান রানা, নাহিদুজ্জামান ও মেহেদি মারুফ।

এমপি/এমএমএ/


বিভাগ : খেলা