
হঠাৎ অবসরে সাফজয়ী স্বপ্না
২৬ মে ২০২৩, ০৬:০৫ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৩, ১১:২০ পিএম

খারাপ সংবাদ যেন ফুটবলের পিছু ছাড়ছে না। আবু নাঈম সোহাগ, কাজী সালাউদ্দিনের পর এবার নতুন আলোচনার জন্ম দিলেন সিরাত জাহান স্বপ্না। নেতিবাচক কিছু করেননি সাফজয়ী এই নারী ফুটবলার। তবে হঠাৎ অবসর ঘোষণায় সবাইকে চমকে দিয়েছেন তিনি।
শুক্রবার (২৬ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অবসরের বার্তা দেন স্বপ্না। তিনি লিখেছেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে অবসর নিলাম। প্রায় ৮ বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি।’
স্বপ্না আরও লেখেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন... এবং সবাই আমার জন্য দোয়া করবেন...।’
হঠাৎ কেন অবসরে জাতীয় দলের অন্যতম সেরা ফুটবলার? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের ফুটবল অঙ্গনে। জানা গেছে, অভিমান থেকে ফুটবল থেকে দূরে সরে গেলেন স্বপ্না।
এসজি