
খেলা
বাংলাদেশের স্বস্তির সেশন

সাকিব মনে প্রানে চেয়েছিলেন টস জিততে। যাতে উইন্ডিজ পেসারদের গোলার সামনে পড়তে না হয়ে। কিন্তু সাকিবের সে ইচ্ছে পূরন হয়নি। টস হেরে অগত্যা ব্যাটিংয়েই নামতে হয়। কিন্তু সাকিবের আশঙ্কাকে দূর করে দিয়ে বুক চেতিয়ে পার করে দিয়েছেন প্রথম সেশন। দুই উইকেট হারিয়ে করেছে ৭৭ রান। আউট হয়েছেন দুই ওপেনার ১০ রান করে মাহমুদুল হাসান জয় ও ৪৬ রান করে তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে রান আাসে ৪১। নাজমুল হাসান শান্ত ১৬ ও এনামুল হোক বিজয় ৫ রানে ব্যাট করছেন।
এমপি/এএজেড
খেলা নিয়ে আরও পড়ুন