অস্ট্রেলিয়ান ওপেন
দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে কেনিনের বিদায়

এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে ছিল মাত্র দুইজন সাবেক চ্যাম্পিয়ন। ভিক্টোরিয়া আজারেঙ্কা ও সোফিয়া কেনিন। দুজনেই মুখোমুখি হলেন উদ্বোধনী দিনে।
সোমবার (১৬ জানুয়ারি) সকালে হাইভোল্টেজ ম্যাচটিতে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন কেনিন।
২০২২ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আচমকা অবসর নেন অ্যাশলে বার্টি। বিদায়ের তালিকায় নাম লিখিয়েছেন সেরেনা উইলিয়ামসন। ২০১৯ ও ২০২১ সালের উইনার নাওমি ওসাকা খেলতে পারছেন না অনঃসত্ত্বা হওয়ায়। তারকাদের অনুপস্থিতিতে কেনিন ও আজারেঙ্কা ছিলেন নারী এককের সাবেক চ্যাম্পিয়ন।
দুই বছর আগে মেলবোর্ন পার্কে শিরোপা উল্লাস করেছিলেন কেনিন। যে মঞ্চে আজারেঙ্কা ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ২০১২ ও ২০১৩ সালে। এ যাত্রায় দাপুটে শুরুই পেলেন বেলারুশের এই তারকা খেলোয়াড়। আমেরিকান প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন ৬-৪, ৭-৬ (৭/৩) গেমে।
এসএন
