
হাতিরঝিলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২৬ জানুয়ারি ২০২৩, ১১:২৩ এএম | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৫ এএম

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসহাক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা পথচারী আব্দুল জব্বার জানান, হাতিরঝিল মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের পরিচয় আমরা জানতে পারিনি। তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে নাম জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরএ/